BUET Admission Question Solution 2012

  1. বোরের হাইড্রোজেন পরমানু মডেলে একটি ইলেক্ট্রন একটি প্রোটনের চারিদিকে 5.2 ××10−1110-11m ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2.18 ×× 106106 ms−1s-1 বেগে প্রদক্ষিণ করে। ইলেকট্রনের ভর 9.1 ×× 10−3110-31 kg হলে কেন্দ্রমূখী বল কত হবে?

1.25 ×× 10261026 N

2.17 ×× 10−4710-47 N

 8.32 ×× 10−810-8 N

3.81 ×× 10−610-6 N

  1. আনুভূমিক মেঝেতে স্থিরাবস্থায় 800N ওজনের একটি ঝুড়িকে সরাতে কমপক্ষে 200N আনুভূমিক ধাক্কার প্রয়োজন। স্থিরাবস্থার ঘর্ষণ সহগের মান-

 0.25

0.125

0.50

4.0

  1. 1000kg ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে। বাতাসের ঘর্ষণ বল 1800N, উড়োজাহাজের উপর প্রযুক্ত নীট বল হবে-

9800 N

1800 N

11800 N

 0 N

  1. 16kg ভরের একটি স্থির বস্তুর উপর 4s ব্যাপী 8N বল প্রযুক্ত হল। উক্ত বস্তুটির বেগের পরিবর্তন হবে-

8.0m s−1s-1

4.0m s−1s-1

 2.0m s−1s-1

0.5m s−1s-1

  1. চাাঁদের বায়ুশূণ্য স্থানে স্থিরাবস্থা থেকে একটি পালক ও ওকটি সীসার বলকে ফেলা হল। পালকের ত্বরণ হবে-

9.8m s−2s-2

সীসার বলের কম

 সীসার বলের সমান

সীসার বলের চেয়ে বেশী

  1. তিনটি ম্যাট্রিক্স|xy|xy[ahhb]ahhb [xy]xy এর-

[2x2a+xyh+2y2b]2x2a+xyh+2y2b

[x2+xyhxyh+y2b]x2+xyhxyh+y2b

 ∣∣x2+2xyh+y2b∣∣x2+2xyh+y2b

[x2a + xyhxyh + y2b]x2a + xyhxyh + y2b

  1. Sin [cos−1cos-1( – 1212) + tan−1tan-1(1√313 ) ]এর মান হবে-

√3232

1

 1212

1√212

  1. এক ব্যক্তির 12 জন বন্ধু আছে যাদের মধ্যে 8 জন আত্মীয়। তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে নিমন্ত্রন করতে পারেন যাদের মধ্যে 5 জন আত্বীয় থাকবেন?

390

 336

480

360

  1. মসৃণ পুলির উপর দিয়ে অতিক্রান্ত একটি সুতার এক প্রান্তে আটকানো 9 kg ভরের একটি বস্তু 6 kg ভরের একটি বস্তুকে টেনে উপরে তুলছে। বস্তু দুইটির সাধারন ত্বরণ হবে-

 1.962m s−2s-2

1.762m s−2s-2

1.862m s−2s-2

1.662m s−2s-2

  1. Ax + y + 1=0, x + y + a = 0 এবং x + ay +1 = 0 রেখা তিনটি সমবিন্দু হলে, a এর মান হবে-

 1, -2

-1, 2

1, 2

-1, -2

  1. একটি বুলেট লক্ষবস্তুর 3 cm ভিতরে প্রবেশ করতে তার অর্ধেক বেগ হারায়। লক্ষবস্তুর প্রতিরোধ সুষম হলে, বুলেটটি আর কতদূর প্রবেশ করবে?

 1.0 cm

1.5 cm

2.0 cm

0.5 cm

  1. একটি গাড়ি 8km h−1h-1বেগে চলছে। গাড়ি থেকে 16km h−1h-1বেগে একটি বস্তু কোন দিকে নিক্ষেপ করলে বস্তুটি গাড়ির বেগের সাথে সমকোণ চলবে?

135 °°

90 °°

 120 °°

150 °°

  1. 45W এর IPS এর মাধ্যমে নিচের কোন লোড চালান সম্ভব হবে যখন প্রতিটি ফ্যান 90W এবং প্রতিটি বাতি 45W ব্যবহার করে।

4 fans and 3 lights

 3 fans and 4 lights

3 fans and 5 lights

4 fans and 4 lights

  1. একটি নিয়ন টিউবে উচ্চ বিভব দেয়া হলে, বাতিটির ভিতরে বিদুৎ প্রবাহিত হয়। টিউবের ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত হয়?

ইলেক্ট্রন

প্রোটন

 ধনাত্বক নিয়ন আয়ন

ঋণাত্বক নিয়ন আয়ন

15.2গুণ গতিতে শব্দের উৎসের দিকে ধাবমান একটি বিমানের পাইলটের শ্রুত শব্দের কম্পাঙ্ক কত হবে?

একই

দুইগুণ

 তিনগুণ

চারগুণ

  1. মিটারে প্রকাশিত একটি বস্তুর অবস্থান x(t) = 16t – 3 t3t3, যেখানে সময় t সেকেন্ডে প্রকাশিত। বস্তুটি ক্ষনিকের জন্য স্থিতাবস্থায় থাকে যখন t এর মান-

7.30s

5.30s

 1.30s

0.75s

  1. X এর মান কত হলে, f(x) = xInxxInxফাংশন এর মান ক্ষুদ্রতম হবে?

1e1e

-e

 e

– 1e1e

  1. 12m লম্বা একটি ভারী সুষম দন্ডের এক প্রান্তে 9 kg ওজন ঝুলানো আছে। উক্ত প্রান্ত থেকে 2.25m দূরে যদি একটি খুঁটির উপর দন্ডটি সমান্তরালে অবস্থান করে তবে দন্ডটির ওজন হবে?

47.25 kg

 5.4 kg

61 kg

63 kg

  1. x2 x2 +  y2 y2 +2x + c = 0 এবং x2x2 + y2y2 + 2y + c = 0বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করলে এর মান হবে-

0

 1212

1

2                                                                                                                                                                                                                                                20. ইয়ং এর পরীক্ষায় একটি নয়, দুইটি চির থাকার কারণ হল-

একটি চির →E→E ক্ষেত্রের জন্য এবং অপরটি →B→B ক্ষেত্রের জন্য

 পথের দূরত্বের পার্থক্য সৃষ্টির জন্য

তীব্রতা বাড়ানো

একটি চির কম্পাঙ্কের জন্য এবং অপরটি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য

  1. 110V ব্যাটারীর সাথে সংযুক্ত একটি টাংষ্টেন বাতির পৃষ্ঠ ক্ষেত্রফল 0.4 c m2m2এটি 3000 k তাপমাত্রায় আলো ছড়াচ্ছে। বাতিটির বিদুৎ প্রবাহের মান কত? [σσ= 5.7 ×× 10−810-8 W m−2m-2 k−4k-4 ]

2 A

1 A

1.5 A

 1.68 A

  1. একটি স্থির তরঙ্গ-

 দুইটি সদৃশ বিপরীত দিকে অগ্রসরমান তরঙ্গের সাহায্যে গঠন করা যায়

অবশ্যই আড়তরঙ্গ

অবশ্যই দীঘল তরঙ্গ

অর্ধ তরঙ্গের চেয়ে কম দূরত্বে নিস্পন্দ

  1. গরম বস্তু ঠান্ডা করতে কোনটি অধিক উপযোগী?

শীতল বাতাস

 শীতল পানি

বরফ

সবগুলো

  1. বজ্রপাতের সময় 30 C চার্জ 1.0 ××108108V বিভব পার্থক্যের মধ্যে 2.0 ×× 10−210-2 s সময়ে নিঃসারিত হয়। ঐ বজ্রনিনাদের সাথে অবমুক্ত শক্তির পরিমান হল-

6.0 ×× 107107

3.3 ×× 106106

1.5 ×× 10111011 J

 3.0 ×× 109109 J

  1. বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1 pF. পাতের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে পাত দুটির মধ্যবর্তী স্থান সম্পূর্ণরূপে মোম পরামাধ্যম দিয়ে পূর্ণ করা হল। ফলে ধারকত্ব 2 pF হয়। মোমের ডাইইলেকট্রিক ধ্রুবক হল-

0.25

0.50

2.0

 4.0

  1. limn→∞limn→∞ 5n+1+7n+15n−7n5n+1+7n+15n-7n এর মান হল-

1515

-5

1717

 -7

  1. 36 kg ভরের একটি বস্তুর উপর কি পরিমান বল প্রয়োগ করলে এক মিনিটে এর বেগ ঘন্টায় 15 km বৃদ্ধি পাবে?

4 N

6 N

 2.5 N

  1. 28. Tan x + tan 2x + tan 3x = tan x tan 2x tan 3x সমীকরণে x এর মান হবে-

nπ4nπ4

nπ12nπ12

 nπ3nπ3

nπ5nπ5

  1. কোন কনার উপর একই সময়ে ক্রিয়াশীল তিনটি বেগ যথাক্রমে 7m s−1s-1, 8m s−1s-1এবং , 13m s−1s-1 ,কনাটি স্থির থাকলে ক্ষুদ্রতম বেগদ্বয়ের অন্তর্গত কোণ হবে-

30 °°

 60 °°

45 °°

90 °°

  1. Writers AWriters AlikeBlikeB William Shakespeare and Edgar Allan Poe areCareC not only prolific but too interestingDinterestingD

A

B

C

 D

 

  1. যদি y = xlnxxlnxহয়, তবেxyxy (dxdydxdy ) হবে-

 2 In x

2y In x

2ln xx2ln xx

yxyx (2 In x)

  1. 1+11+111+…… উপরের ধারাটির 100 তম পদ পযর্ন্ত যোগফল হবে-

109 109  (1010010100 – 1) -10

109109 (1010010100 – 1) – 10091009

 1081 1081 (1010010100 – 1) – 10091009

1081 1081  (1010010100 – 1)

  1. X এর কোন মানের জন্য (1, -x), (1, x) এবং (x2x2,-1) বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থান করবে?

 -1, 0, 1

2, 3, 4

-3, 2, 3

, 3, 4

  1. 8 (আট) টি ভিন্ন ধরনের মুক্তা কত রকমে একটি ব্যান্ডে লাগিয়ে একটি হার তৈরী করা যেতে পারে?

 7!27!2

8!28!2

7!

8!

  1. K এর কোন মানের জন্য A = [k−3−2−2k−2]k-3-2-2k-2ইনভার্টিবল হবে না?

5252

3

2

 5±√1725±172                                                                                                                                                         

  36. কলয়ডাল দ্রবণের চারিদিকে আলো ছড়ানোর ধর্মকে বলা হয়-

B ও C উভয়

ফ্যারাডে ইফেক্ট

 টিনডাল ইফেক্ট

ব্রাউনিয়ান ইফেক্ট

  1. পর্যায় সারণীর কোন গ্রুপগুলোতে ধাতু ও অধাতু উভয়ই রয়েছে?

IA, IIA, IIIA, IVA

IIA, IIA, IVA, VA

 IIIA, IVA, VA, VIA

IIA, IVA, VA, VIIA

  1. সাদা ভিনেগার দ্রবণটি হল-

 এসিটিক এসিডের 5% জলীয দ্রবণ

ফরমিক এসিডের 5% জলীয দ্রবণ

এসিটিক এসিডের 1% জলীয দ্রবণ

ফরমিক এসিডের 1% জলীয দ্রবণ

  1. একটি মৌলের সকল নিরপেক্ষ পরমাণুর জন্য নিচের কোন উক্তটি সঠিক?

তাদের সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন রয়েছে

তাদের সমান সংখ্যক নিউট্রন ও প্রোটন রয়েছে

 তাদের সমান সংখ্যক ইলেকট্রন প্রোটন রয়েছে

তাদের সমান সংখ্যক, প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন রয়েছে

  1. নিচের সমীকরণগুলোর মধ্যে কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া

Cr2O42−+2OH→2Cr2O42−+H2OCr2O42-+2OH→2Cr2O42-+H2O

H2O2+KOH→KHNO2+H2OH2O2+KOH→KHNO2+H2O

 K+O2→KO2K+O2→KO2

Ca(HCO3)2→CaCO3+CO2+H2OCa(HCO3)2→CaCO3+CO2+H2O

41. 4 বিবর্ধন ক্ষমতা বিশিষ্ট একটি নভো- দূরবীক্ষণ যন্ত্রের দুইটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব 36 cm লেন্স দুইটির ফোকাস দূরত্ব কত হবে?

 7.2 cm, 28.8 cm

5 cm, 20 cm

45 cm, 180 cm

27 cm, 108 cm

  1. একটি 40W ও একটি 60W বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে, কোন বাতিটি বেশি উজ্জল আলো দিবে?

 40W lamp

60W lamp

দুইটি উজ্জ্বল্য সমান

সাপ্লাইয়ের ভোল্টেজের উপর নির্ভর করবে

  1. রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব 3.8 ××108108m হলে, রাডার সংকেত চাঁদে যাওয়া ও ফেরত আসার জন্য প্রয়োজনীয় সময়-

1.3s

 2.5s

8.0s

8.0min

  1. 10 henry স্বকীয় আবেশের একটি আবেশকের মধ্য দিয়ে 12 A বিদুৎ প্রবাহমান। এতে 50 ms -এ 600 V তড়িৎ চালক শক্তি আবিষ্ট হলে, তড়িৎ প্রবাহের মান কত?

6A

 9A

12A

15A

  1. 10 পাকের একটি আদর্শ সলিনয়েডের আবেশের পরিমান 3.5 mH. সলিনয়েডের মধ্যে 2A বিদুৎ প্রবাহিত হলে, প্রতি পাকের জন্য চৌম্বক, ফ্লাক্স হবে-

7.0 ×× 10−310-3 Wb

 7.4 ×× 10−410-4 10−410-4 Wb

3.5 ×× 10−410-4 10−410-4 Wb

0Wb

 

  1. Co(NH3)4NH3)4Cl3Cl3এর জলীয় দ্রবণে যথেষ্ট পরিমান Ag NO3NO3 দ্রবণ যোগ করলে অধঃক্ষেপিত AgCl এর মোল সংখ্যা হল-

0

2

3

 1

  1. পর্যায় সারণীর ৪র্থ পিরিয়ডের HA গ্রুপে উপস্থিত মৌলটির ইলেকট্রন বিন্যাস হল-

 Is22s22p63s23p64s2Is22s22p63s23p64s2

Is22s22p63s24s23d2Is22s22p63s24s23d2

Is22s22p63s23p6Is22s22p63s23p6

None of the above

  1. নিচের অক্সাইডগুলোর মধ্যে কোনটি পাইরেক্স গ্লাস তৈরী করতে ব্যবহৃত হয়?

 B2O3B2O3

Li O2O2

Si O2O2

Al2O2Al2O2

  1. গ্যাসীয় অবস্থায় নিরপেক্ষ পরমানুতে একটি ইলেক্ট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয়, তাকে বলা হয়-

আয়নীকরন শক্তি

 ইলেকট্রন আসক্তি

ইলেক্ট্রনেগেটিভিটি

আয়নীকরন বিভব

  1. নিচের কোন বৈশিষ্ট্য বলে দেয় যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ হতে পারে?

 সমবর্তন

প্রতিসরণ

ব্যতিচার

প্রতিফলন

  1. ধরি A হচ্ছে 3 ××3 ম্যাট্রিক্স এবং|A|A = -7 তাহলে ∣∣(2A)−1∣∣(2A)-1 এর মান হবে-

– 7272

 – 156156

– 8787

– 114114

  1. K এর মান কত হলে, (k+1) x2x2+2 (k+3) x+2k+3 রাশিটি একটি পূর্ণ বর্গ হবে-

-3, -2

-3, 2

 3, -2

3, 2

  1. যদি x = 1212(-1 + √−3-3) এবং y = 1212 (-1 – √−3-3 ) হয়, তবে (1-x-y+xy) এর মান হবে-

 3

2

1

0

  1. যদি f(x) = x2x2- 2 |x|xএবং g(x) = x2x2 + 1 হয়, তবে fog (2) এর মান হবে-

5

25

 15

0

  1. একজন বিক্রেতা প্রত্যেক খরিদ্দারের নিকট শতকরা 70ভাগ সুযোগে দ্রব্য বিক্রি করে। পর্যায়ক্রমিক খরিদ্দারদের আচরণ পারস্পরিক প্রভাবমিক্ত। যদি A এবং B দুইজন খরিদ্দার দোকানে প্রবেশ করে, তাহলে A অথবা B এর নিকট বিক্রেতার দ্রব্য বিক্রয়ের সম্ভাবনা কত?

0.93

0.75

 0.91

0.50

  1. aএর কোন মানের জন্য(1+ax)8(1+ax)8এর বিস্তৃতিতে x3x3 এবং x4x4 এর সহগ পরস্পর শমান হবে?

516516

165165

 4545

5454

  1. একটি কণার উপর→F=(5ˆi+6ˆj+3ˆk)NF→=(5i^+6j^+3k^)Nবল প্রয়োগ করার ফলে কণাটির →d=(3ˆi+dyˆj+5ˆk)md→=(3i^+dyj^+5k^)m সরণ হয়। dy এর মান কত হলে, সম্পাদিত কাজের পরিমান শূন্য হবে?

-6

6

 5

0

  1. যদি কোন কনার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের এক-তৃতীয়াংশের সমান হয়, তবে বলদ্বয়ের মানের অনুপাত হবে-

2 √22 : 4

 2 √22 : 3

3 √22 : 2

2 : 3√33

  1. 200m এবং 300m দৈর্ঘ্যের দুইটি ট্রেন একটি স্টেশন থেকে একই দিকে দুইটি সমান্তরাল রেলপথে যথাক্রমে 40 km h−1h-1বেগে যাত্রা করে। কত সময়ে এরা পরস্পরকে অতিক্রম করবে?

3.5 minutes

1 minutes

 2 minutes

3 minutes

  1. একটি সরলরেখা (-1,3) এবং (4,-2) বিন্দু দিয়ে গেলে অক্ষ দুইটির মধ্যবর্তী খন্ডিত অংশটুকুর দৈর্ঘ্য হবে-

3 √22

2

 2 √22

2 √33

61. একটি অপদ্রব্যযুক্ত অর্ধপরিবাহী p- অথবা n- ধরন নির্ণয় করা হয়-

ইহার বিদুৎ পরিবাহীতা মেপে

 হলইফেক্ট পরীক্ষার সাহায্যে

ইহার তাপর ধারকত্ব মেপে

ইহার রোধের সহগ মেপে

  1. কোন রঙের কাচেঁ আলোর বেগ সবচেয়ে কম?

 বেগুনী

নীল

সবুজ

লাল

  1. I need bothAbothAfineBfineBbrown sugar as well asCasC powdered sugar to bakeDbakeD a Hawaiian cake.

D

 A

B

C

  1. EvenAEvenAa professional psychologist may have difficulty talking calm Bcalm B and logically aboutCaboutC his ownDownD problems.

D

C

B

 A

  1. What does the author say about the speech?

It is necessary for communication to occur

It is the most advanced from of communication

It is dependent upon the advances made by investors

 It is the only form of communication                                                                                                                          66. একটি গ্লাস হতে 250mL পানি 1.25mL পানি ভর্তি একটি পাত্রে ঢালা হল। গ্লাস ও পাত্রে পানির তাপমাত্রা যথাক্রমে 80°° C এবং 20 °° C হলে, তাদের মেশানোর পর পানির তাপমাত্রা কত হবে?

40 °° C

25°° C

 30°° C

35 °° C

  1. বল প্রয়োগের ফলে একটি তারের দৈর্ঘ্য 1% পরিবর্তন হলে, এর ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তন হবে? পয়সনের অনুপাত 0.2

1%

2%

 0.2%

5%

  1. একটি বস্তু x=2 cos(50 t)অনুসারে সরল ছন্দিত গতিতে দুলছে, যেখানে x এর পরিমাপ মিটারে এবং t এর পরিমাপ সেকেন্ডে। ইহার সর্বোচ্চ বেগ m s−1s-1এককে হবে-

200

100sin(50t)

100cos(50t)

 100

  1. পৃথিবীর ভর M এবং ব্যাসার্ধ R হলে পৃথিবী পৃষ্ঠেgGgGএর অনুপাত হবে-

M R2R2

MRMR

 MR2MR2

R2MR2M

  1. নিম্নের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি?

ভর 3M এবং বেগ 2V

 ভর 2M এবং বেগ 3V

ভর M এবং বেগ 4V

ভর 3M এবং বেগ V

 

  1. According to the passage, what is a signal?

The most difficult form of communication to describe.

A form of communication which may be used across long distances.

A form of communication that interrupts the environment.

 The form of communication most related to cultural perceptions

  1. The word intricate could best be replaced by which of the following?

inefficient

 complicated

historical

uncertain

  1. Applauding was cited as an example of

a signal

a sign

 a symbol

a gesture

 

  1. যদি y= p y2y2+ q x−1/2x-12হয়, তাহলে 2 x2x2 ynyn – xy` হবে-

2 y2y2

 2y

0

y

  1. y2y2= 9x পরাবৃত্তের উপস্থিত p বিন্দুর কোটি 12 হলে, ঐবিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হবে-

 18.25

10.50

20.25

9.50

  1. একটি সভা শেষে প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলেন। করমর্দনের সংখ্যা 66 হলে, কতজন লোক সভায় উপস্থিত ছিলেন?

11

24

 12

33

  1. tan−1tan-1(cosx−sinxcosx+sinxcosx-sinxcosx+sinx) এর অন্তরক সহগ হল-

2

1

 -1

1212

  1. ∫ex∫ex(1+sinx1+cosx1+sinx1+cosx) এর মান হল-

exex cos (x2x2 ) + c

exex cot (x2x2 ) + c

 exex tan (x2x2 ) + c

exex sin (x2x2 ) + c

79. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমানুর শক্তি-

যুক্ত অবস্থার সমান

তাপমাত্রার উপর নির্ভর করে যে কোনটিই হতে পারে

যুক্ত অবস্থার চেয়ে কম

 যুক্ত অবস্থার চেয়ে বেশি

  1. লোহার মরিচা পড়া একটি-

প্রতিস্থাপন বিক্রিয়া

 জারণবিজারণ বিক্রিয়া

জারণ বিক্রিয়া

বিজারণ বিক্রিয়া

  1. প্রমাণ তাপমাত্রা ও চাপে নিচের কোন গ্যাসটির মোলার আয়তন সবচেয়ে বেশি?

H2H2

He

Nitrogen

 কোনটিই নয়

  1. 40°C40°Cতাপমাত্রায় N2O5N2O5 এর বিয়োজন বিক্রিয়ার অর্ধায়ুকাল 45 min বিক্রিয়াটির বেগ ধ্রুবক হল-

0.015 s−1s-1

0.02 s−1s-1

 0.015 min−1min-1

0.105 min−1min-1

  1. নিচের কোন তরলটির স্ফুটনাংক সবচেয়ে বেশি?

বেনজিন

বিশুদ্ধ পানি

 কোমল পানীয়

ইথাইল অ্যালকোহল

 

  1. নিচের কোনটি অ্যামিনো এসিড নয়?

Benzidine

Glycine

 Adenine

Histidine

  1. কোন যৌগে C= 18.5%, H= 1.55%, Cl= 55.04% এবং O= 23.81% উপস্থিত আছে। যৌগটির সংকেত কি হতে পারে?

CHCl

CHC

 CHClO

Cl CH2CH2 O

  1. She was very pleased by appreciation she received like everyone else, she enjoyed being ——

entertained

 praised

playful

vindicated

  1. Pioneer men and women endured terrible hardships, and —-

 so did their children

also the child

neither did the children

so do their children

  1. The changes in this city have occurred ——

with swiftness

 rapidly

fastly

in rapid ways

  1. ——- 1000 species of finch have been identified.

As many as

As many

As much as

 Much as

  1. VisitorsAVisitorsAwere not permitted enteringBenteringB the park after becauseCbecauseC of the lack ofDofD security and lighting.

D

C

A

 B

  1. নিচের কোনটি আয়নিক এবং সমসত্ব সামাবস্থার উদাহরণ?

NH4CI(s)⇌NH3(g)+HCI(g)NH4CI(s)⇌NH3(g)+HCI(g)

NH4CI(aq)⇌NH4+(aq)+CI−(aq)NH4CI(aq)⇌NH4+(aq)+CI-(aq)

 C12H22O11(s)C12H22O11(aq)C12H22O11(s)C12H22O11(aq)

CaCO3(s)⇌Ca2+(g)+CO32−(g)CaCO3(s)⇌Ca2+(g)+CO32-(g)

  1. যদি ইরোনিয়াম ( ভর 238 এবং পারমানবিক সংখ্যা ) থেকে একটি -কণা নিগর্ত হয়, উৎপাদিত মৌলের ভর ও পারমাণবিক সংখ্যা যথাক্রমে

234 and 92

238 and 90

238 and 92

 234 and 90

  1. রাসায়নিক বিক্রিয়ায় যে তাপশক্তির পরিবর্তন হয়, তার উৎস হল বস্তুটির

স্থিতিশক্তি

গতিশক্তি

 অভ্যন্তরীণ শক্তি

মোট শক্তি

  1. 27°C27°Cতাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ 1304 cms−1s-1 গ্যাসটি হল-

SO2SO2

CO2CO2

 NH3NH3

O2O2

  1. একটি উদ্বায়ী তরলকে আবদ্ধ পাত্রে রাখা হলে, যে তাপমাত্রায় বাষ্প এবং তরলের মধ্যে সাম্যবস্থা অর্জিত হয়, তা হল-

কক্ষ তাপমাত্রা

 স্ফুটনাংক তাপমাত্রা

হিমাংক তাপমাত্রা

যে কোন তাপমাত্রা

  1. কার্বোহাইড্রেটের শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রথমেই যার সাথে বিক্রিয়া করতে হয়, তা হল-

 HCN

HCHO

HCHO + RMgX

NaN O2O2 + HX

  1. নিচের কোন যৌগটি থেকে পলিমারকরণ বিক্রিয়া করা সম্ভব নয়?

চিত্র

চিত্র

 চিত্র

চিত্র

  1. গ্রীগনার্ড বিক্রিয়া দিয়ে একটি প্রাইমারী অ্যালকোহল তৈরীর জন্য যে বস্তুটি ব্যবহার করা হয়,তা হল-

 HCHO

RCHO

চিত্র

CH3CH3 MgBr

  1. নিচের কোনটি মেটা-নির্দেশক নয় যখন সেটা বেনজিন চক্রের সাথে যুক্ত থাকে?

– C  O2 O2 H

-C ≡≡ N

– NO2NO2

 – C6H5C6H5

100 নিচের কোনটি DNA ও RNA এর গুরুত্বপূর্ণ গঠন উপাদান?

Mangnesium

Sodium

Sulphur

 Phosphorous

  1. নিচের কোনটি সবচেয়ে দুর্বল প্রকৃতির মিথষ্ক্রিয়া?

 ভ্যান ডার ওয়ালস্ আকর্ষণ

হাইড্রোজেন বন্ধন

সমযোজী বন্ধন

দ্বিপল আকর্ষণ

  1. নিচের নমুনাসারিগুলোর বর্ধিত বন্ধন কোণ (O-N-O) অনুসারে কোনটি সঠিক?

NO2NO2 < NO2−NO2- < NO2+NO2+

 NO2−NO2- < NO2−NO2- < NO2+NO2+

NO2−NO2- < NO2−NO2- < NO2NO2

NO2+NO2+ < NO2NO2 < NO2−NO2-

  1. ভ্যান ডার ওয়ালস্ সমীকরণে ধ্রুবক যার সাথে সম্পর্কযুক্ত-

অনুগুলোর প্রকৃত আয়তন

B ও C উভয়

আন্তঃআণবিক বিকর্ষণ

 আন্তঃআণবিক আকর্ষণ

  1. কোন বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শকের সমীকরণ 2x-4y-9=0 এবং 6x-12y+7=0 হলে, বৃত্তের ব্যাসার্ধ কত?

 176√51765

175√31753

173√51735

√3535

  1. 200 ছিদ্র বিশিষ্ট একটি চাকতি প্রতি ঘন্টায় কতবার ঘুরলে নির্গত সুরের কম্পাঙ্ক হবে?

 180 বার

200 বার

100 বার

50 বার

  1. ধনাত্বক চার্জে চার্জিত ধাতব গোলক M কে অচার্জিত গোলক N এর সংস্পর্শে আনা হল। তার ফলে-

গোলক M নিরপেক্ষ চার্জ চার্জিত এবং গোলক N ধনাত্বক চার্জে চার্জিত

 উভয় গোলক ধনাত্বক চার্জে চার্জিত

গোলক M ধনাত্বক চার্জে চার্জিত এবং গোলক N ঋণাত্বক চার্জে চার্জিত

গোলক M ধনাত্বক চার্জে চার্জিত এবং গোলক N চার্জ নিরপেক্ষ

  1. যদি 3 sec4θsec4θ+ 8 =10 sec2θsec2θহয়, তবে tan θθ এর মান হবে-

 ±1√3±13±± 1

±1√2±12 ±± 1

±± 1

±1√3±13

  1. →A=8ˆi−ˆj−3ˆkA→=8i^-j^-3k^এবং →B=3ˆi+4ˆj−5ˆkB→=3i^+4j^-5k^ হয়, তাহলে →BB→ ভেক্টরের উপর →AA→ ভেক্টরের অভিক্ষেপ হবে-

 35√21035210

3010√230102

3510√235102

30√21030210

109.  নিচের কোন প্রক্রিয়াটি তাপ উৎপাদী

বাষ্পীভবন

উর্দ্ধপাতন

গলন

 ঘনীভবন

  1. লেড (II) অক্সাইডকে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা যাবে?

HCL

Hot H2OH2O

 HN O3O3

H2SO4H2SO4

  1. রসায়ন শাস্ত্রে গবেষণার জন্য ন্যানো-রসায়ন একটি আর্কষণীয় ক্ষেত্র ন্যানো-কনার আকার (ব্যাস) হল-

1- 100 nm

0.59×× 10−810-8 cm

0.1 A

 ~~ 10−910-9 m

  1. উপরের এস্টারটিতে কোন হাইড্রোজেনগুলো বেশি অম্লীয়?

1

2

 3

4

  1. নিচের বিক্রিয়াটির প্রধান উৎপাদ হবে-

চিত্র

 চিত্র

চিত্র

চিত্র

 

 

  1. ডায়াচৌম্বকীয় পদার্থ হল-

 চুম্বক দিয়ে ক্ষীণভাবে বিকর্ষিত হয়

চুম্বক দিয়ে ক্ষীণভাবে আকর্ষিত হয়

চুম্বক দিয়ে প্রবলভাবে আকর্ষিত হয়

চুম্বক দিয়ে প্রবলভাবে বিকর্ষিত হয়

  1. এক্স-রে এর জন্য কোনটি সঠিক নয়?

এটির কোন চার্জ নেই

এটি চৌম্বকক্ষেত্র দিয়ে বিচ্যুত হয়, না

এটি তড়িৎক্ষেত্র দিয়ে বিচ্যুত হয়, না

 এটি একটি বিন্দুতে একিভূত করা যায়

  1. সবচেয়ে শক্তিশালী ননআয়োনাইজিং রেডিয়েশন হল-

 অতি বেগুনী রশ্মি

রাডার

মাইক্রোওয়েভ

অবলোহিত রশ্মি

  1. ইলেক্ট্রনের এন্টি পার্টিকেল হল-

 পজিট্রন

এন্টি প্রোটন

প্রোটন

নিউট্রন

  1. শূন্য ভর এবং E শক্তি বিশিষ্ট কনার ভরবেগ হল-

 ECEC

EC

E C2C2

√ECEC

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =