BUET Admission Question Solution 2011

  1. নিচের কোনটি কঠিন লুব্রিকেণ্ট হিসাবে ব্যবহৃত হয়?

AI-চূর্ণ

হীরক চূর্ণ

 গ্রাফাইট

পীচ

  1. শূণ্য ক্রম বিক্রিয়ায় বেগ ধ্রুবত (K) এর একক হল-

time−1time-1

dm−1mol−1time−1dm-1mol-1time-1

mol dm−3 timemol dm-3 time

 mol dm−3 time−1mol dm-3 time-1

  1. KpKpএবং KCKC যা দ্বারা প্রভাবিত হয়-

 তাপমাত্রা

চাপ

ঘনমাত্রা

সবগুলো

  1. নিচের কোনটি তড়িৎ কোষের লবণ সেতুতে ব্যবহৃত হয়?

NH4NO3 NH4NO3

KCI

KNO3KNO3

 সবগুলো

  1. CH3OHCH3OHএর শিল্পাৎপাদনে কোন প্র্রভাবক ব্যবহৃত হয়?

pT

v2o5v2o5

ZnO+Cr2O3ZnO+Cr2O3

 ZnCI+CaOZnCI+CaO

  1. ২য় ক্রম বিক্রিয়ার অর্ধায়ুস্কাল প্রারম্ভিক ঘনমাত্রার-

 ব্যাস্তানুপাতিক

বর্গ

বর্গমূল

সমানুপাতিক

  1. নিচের কোনটি বিজারক ?

FeCI3FeCI3

KMnO4KMnO4

 Na2SO3Na2SO3

1212

  1. নিচের কোনটি মিথ্যা ?

CaCa ও Ca+2 Ca+2  এর প্রোটন সংখ্যা সমান

O2O2 অণুতে দু‘টি সমযোজী বন্ধন আছে

 Fe+2Fe+2   Fe+3 Fe+3 আয়নে সমান সংখ্যক ইলেকট্রন আছে

হাইড্রোজেন পজিটিভ ও নিগেটিভ উভয় প্রকার যোজাতা হতে পারে

  1. সহকারি কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে?

দিক

 আকৃতি

আাকার

কোনটাই নয়

  1. নিচের কোনটি প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ ?

a2S2O3a2S2O3

NaOHNaOH

FeSO4FeSO4

 K2Cr2O7

  1. Many people cannot give their children any education for —- source of income

smaller

less

few

 insufficient

  1. Bangladesh a is —- country

population

popular

 populous

familiar

  1. The number of students in Bangladesh is —- day by day

more

increase

reducing

 growing

  1. We need —- to educational institutions

more

rising

raise

 increase

  1. The engineers —– a serious problem in the project proposal

on and out

came close to

 worked out

sat in on

  1. Nobody knows why —- postponed until next week

was the meeting

 the meeting waas

the meeting

did the meeting

  1. Successful teacher —- a lot work to educate their

come in

 go through

keep from

make out

  1. Would you mind —- simply a cup tea ?

 taking

for having taken

for taking

to take

  1. EitherAEitherAthe teacher or theBtheB students writesCwritesC onDonD the blackboard.

D

 C

B

A

  1. It is normalAnormalAfor students to beCbeCnervous when theyCtheyC wereDwereD preparing for a new school year.

 D

C

B

A

21. যদি f(x)=⎧⎪⎨⎪⎩3x1x2−22x+3fx=3x1x2-22x+3x>3−2≤x≤3x<−2x>3-2≤x≤3x<-2 হয়, তবে f(x)f(x) এর y- অক্ষের খন্ডিতাংশ হবে –

 -2

3

-1

0

  1. 5 মিটার র্দীর্ঘ একটি হালবা রডের দুই প্রান্তে 10.5 kg ও 24.5 kg ওজনের দু‘টি বস্ত ঝুলানো আছে। একজন লোক বস্ত দুটি সমেত রডটি অনুভূমিক অবস্থায় বহন করতে চায়। সে রডটি কম ওজন ছুলানো স্থান থেকে কত দূরে ধরবে?

0.5 meter

2 meter

 3.5 meter

3 meter

  1. y(x-2)(x-3)-x+7=0 বক্ররেখাটি যে বিন্দুতে x -অক্ষকে ছেদ করে , ঐ বিন্দুতে বক্র নেখাটির অভিলম্বের সমীকরণ হল –

x+20y-7=0

 20x+y-140=0

20x+y+140=0

x-20y-7=0

  1. যদিf(x)=2−4xf(x)=2-4xহয়, তবেLimh→0f(x+h)−f(x)hLimh→0f(x+h)-f(x)h এর মান হবে-

 −4×2−4xloge2-4×2-4xloge2

4×2−4xloge24×2-4xloge2

−4xloge2-4xloge2

−4×2−4x−1-4×2-4x-1

  1. যে শর্তে x+y=1 রেখাটিx2+y2−2ax=0x2+y2-2ax=0বৃত্তকে স্পর্শ করবে তা হল –

a2−2a=1a2-2a=1

a2+2a=−1a2+2a=-1

 a2+2a=1a2+2a=1

a2−2a=−1a2-2a=-1

  1. (1,0) বিন্দু এবং x+1=0 সরলরেখা থেকে সমদূরবর্তী বিন্দুসমূূূূহের সেট যে সঞ্চাপেথ গঠন করে তার সমীকরণ হবে-

x2=2yx2=2y

 y2=4xy2=4x

x2=4yx2=4y

y2=2yy2=2y

  1. যদি= sincos −1y= sincos -1yহয়, তবে  x2+y2 x2+y2 এর মান হবে-

2

 1

-1

0

  1. দূরবর্তী নক্ষত্র থেকে প্রান্ত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কম পাওয়া যায়। এর অর্থ উৎসটি –

পৃথিবী থেকে আরও দূরে চলে যাচ্ছিল

 পৃথিবীর আরও কাছে আসছিল

প্রসারিত হয়েছিল , কিন্তু এর তাপমাত্রা অপরিবর্তিত ছিল

সংকৃচিক হয়ছিল , কিন্তু এর তাপমাত্রা অপরিবর্তিত ছিল

  1. 5×1024kg 5×1024 kg  ভর এবং 6.1×106 m 6.1×106 m  ব্যাসার্ধ বিশিষ্ট একটি গ্রহের পৃষ্ঠ হতে 2.0 kg ভরের একটি বস্তকে মহাশূণ্যে পাঠাতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ হল – (দেয়া আছে, G=6.7×10−11 N kg−2m−2)G=6.7×10-11 N kg-2m-2)

9.0 J

2.2×103 J2.2×103 J

 1.01×108 J1.01×108 J

1.1×106 1.1×106

  1. একটি তরঙ্গের তীব্রতা সরাসরি যার সমানুপাতিক , তা হল-

স্পন্দনের বিস্তার

 স্পন্দনের বিস্তারের বর্গ

স্পন্দনের কম্পাংক

পিচ

 

 

  1. 8 ডাইন ও 3 ডাইন মানের দু‘টি বিপরীতমূখী সমান্তরাল বল একটি বারের 12 সে.মি দূরত্বে অবস্থিতে দু‘টি বিন্দুতে ক্রিয়া করছে। একটি মাত্র বলের ক্রিয়ায় বারটিকে ভারসাম্যে রাখতে হলে, বারের ন্যূনতম দৈর্ঘ্য হবে?

1912cm1912cm

 1915cm1915cm

717cm717cm

715cm715cm

  1. cmx→01−sin xcos x cmx→01-sin xcos x এর মান হল –

1212

 0

2

1

  1. 312.22+522.32+732.42312.22+522.32+732.42………………. ধারাটির n পদ পর্যন্ত যোগফল হল –

 n(n+2)(n+1)1n(n+2)(n+1)1

n(n+2)n+1n(n+2)n+1

n(n+2)2(n+1)2n(n+2)2(n+1)2

(n+2)(n+1)2(n+2)(n+1)2

  1. কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহৎ অপেক্ষা অর্ধেক । এর উপকেন্দ্রিক হল –

1212

 1√212

2

√22

  1. y=x3y=x3বক্ররেখা এবং y=0,x=3y=0,x=3 ও সরলরেখা তিনটি দিয়ে সীমাাবন্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে।

5 sq.unit

 20 sq.unit

10 sq.unit

15 sq.unit

  1. X এর কোন মানের জন্যf(x)=x+1xf(x)=x+1xফাংশনটি সর্বোচ্চ মান সম্পন্ন হবে-

1

-1

0

 2

  1. যদি¯a=ˆi+2ˆj−3ˆka¯=i^+2j^-3k^এবং ¯b=ˆ3i−+2ˆkb¯=3i^-+2k^ হয়, তবে¯a+¯ba¯+b¯ এবং ¯a−¯ba¯-b¯ এর মধ্যবর্তী কোণের মান হবে-

45°45°

 90°90°

30°30°

120°120°

  1. একটি অধিবৃত্ত (6,4) এবং (-3,1)। বিন্দুগামী । এর কেন্দ্র মূল বিন্দুতে এবং x – অক্ষ বরাবর এর আড় অক্ষ অবস্থিত হলে , অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য-

36√5365

8

2

 7

  1. K -এর মান কত হলে , (3k+1)x2+(11+k)x+9=03k+1)x2+(11+kx+9=0সমীকরণের মূলদ্বয় জটিল সংখ্যা হবে?

k>1k>1

k>85k>85

k≥85k≥85

 k<k<85k<k<85                                                                                                                                                                   40. A এবং B যে কোন দু‘টি সেট , A’A’ এবং B’B’ যথাক্রমে A এবং B পুরক সেট হলে , A – B এর সমান হবে ।

A’−B’A’-B’

 B’−A’B’-A’

A’−BA’-B

A−B’A-B’

  1. (x-3y-2) =0 রেখার উপর P একটি বিন্দু এবং তা (2,3) ও (3,-5) বিন্দু দু‘টি হতে সমদূরবর্তী । P বিন্দুটির স্তানাস্ক হল –

(12, 4)

(14, 2)

 (14, 4)

16, 4)                                                                                                                                                                                              42. একটি চন্দ্রতরীর মডিউল 10ms−110ms-1 সমবেগে চন্দ্রপৃষ্ঠে অবতরন করছে । চন্দ্রপৃষ্ঠে হতে 120 m মিটার উঁচুতে থাকা অবস্থায় এর গিয়ার থেকে ছোট একটি বস্ত পড়ে গেল। চন্দ্রপৃষ্ঠে আঘাতের সময় বস্তটির বেগ নির্ণয় কর। {চাঁদে g -এর মান হল 1.6m/s−21.6m/s-2 }

 22ms122ms1

30ms−130ms-1

17ms−117ms-1

130ms−1130ms-1

  1. একটি চুম্বকের মধ্যে একটি বৃহদাকার ছিদ্র করা হলে, চৌম্বক ভ্রামকের মান-

বৃদ্ধি পাবে

হ্রাস পাবে

 অপরিবর্তিত থকেবে

শূণ্য হবে

  1. 4D পাওয়ারের একটি উত্তল লেন্সের সাথে একটি 3D পাওয়ারের অবতল লেন্স সংযুক্ত করা হল। সমম্বিত লেন্সটির ফোকাস দূরত্ব হবে –

25 cm

50 cm

 100 cm

200 cm

  1. কোন লোড 100V –এর বিদ্যুৎ সঞ্চালন লাইনে লাগালে তা 200 wait শক্তি গ্রহণ করে। উক্ত লােডটি 200V -এর বিদ্যুৎ সঞ্চালন লাইনে লাগালে কত শক্তি গ্রহণ করবে?

100 w

200 w

400 w

 800 w

  1. ফুটন্ত পানি বাম্পে পরিণত হেচ্ছে , এ অবস্থায় পানির আপেক্ষিক তাপ হবে-

zero

one

 infinite

less than one

 

  1. যদিtanθ=512tanθ=512এবং  cosθ  cosθ  ধনাত্মক হয় , তবে sinθ+cos(−θ)sec(−θ)+tanθsinθ+cos(-θ)sec(-θ)+tanθ এর মান হবে –

 34393439

34403440

30393039

35503550

  1. (101010)2(101010)2এর সাথে কোন ন্যূনতম দ্বিমিক সংখ্যা যোগ করলে যোগফল 15 দিয়ে বিভাজ্য হবে?

 (11)2112

(10)2102

(101)21012

(100)21002

  1. একটি কণা v বেগে নিক্ষিপ্ত হলে, তার অনুভূমিক পাল্লা লব্ধি সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হয়। এক্ষেত্রে প্রক্ষেপণ কোণ হবে-

90°90°

60°60°

30°30°

 45°45°

  1. 50 kg ভরের একজন লোক 327 cm/s2cm/s2ত্বরণে চলমান একটি লিফটে দাঁড়িয়ে আছে। উপরে আরোহণের সময় লিফটের মেছের ওপর আরোপিত চাপ হবে।

101.1 N

6.54 N

65.4 N

 654 N

  1. এক ব্যক্তি ঘণ্টায় 2 km বেগে উত্তর দিকে 12 km হাঁটার পর পশ্চিম দিকে 150 মিনিটে 5 km পথ হাঁটল। ব্যক্তিটির বেগ হল –

176km/hr176km/hr

23km/hr23km/hr

 2 km/hr2 km/hr

2.5 km/hr2.5 km/hr

  1. যদিcosθ=2 cosθ=2 হয়, তবে 10 sin2θ−6 tan2θ10 sin2θ-6 tan2θ এর মাস হবে-

1

3

2

 0

  1. 0,3,5,6,8 অস্কগুলো দিয়ে কোন অস্কের পুনরাবৃত্তি না করে 4000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যায়?

144

168

 192

কোনটিই নয়

  1. 1(1−x)(3−x)1(1-x)(3-x)এর বিস্তৃতিতে x10x10 এর সহগ হবে –

12[1+3−11]121+3-11

 12[1−3−11]121-3-11

12[1−310]121-310

12[1+310]121+310

  1. যদিAX=[01−1][xy]=[y−x] AX=01-1xy=y-x হয়, তবে XA2XA2 হবে –

[−x−y]-x-y

[x−y]x-y

[−y−x]-y-x

 কোনটিই নয়

  1. যদিa=1+i√2a=1+i2হয় , তবে a6a6 এর মান হবে –

-1

i

1

 -i

  1. কোন কম্পাংকের সরল দোলগতির ত্বরণ a ,এবং সরন x – এর সম্পর্কটিa=−ω2xa=-ω2xসমীকরণের সাথে সম্পর্কিত ?

ωω

2πω2πω

 ω2πω2π

2πω2πω

  1. একটি ধাতু কিছু শর্তাধীনে ফটো-ইলেকট্রন নিঃসরন করে , কিন্তু দেখা গেল সমান্তরাল রশ্মি আপতিত হওয়ার পরও ধাতু হতে কোন ফটো – ইলেকট্রন নির্গত হয়, নাই। ধাতুটি ফটো-ইলেকট্রন নির্গত করবে যদি-

আলো তীব্রতা বাড়ালে

আলোকে সমবর্তিত করলে

 পূর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যভহার করলে

পূর্বাপেক্ষা বড় তরঙ্গ -দৈর্ঘ্যের আলো ব্যভহার করলে

  1. 501.85°C501.85°Cতাপমাত্রার সমতূল্য থার্মোডাইনামিত তাপমাত্রা কত?

775.01K

774.85K

 775.00K

228.85K

  1. দু‘টি সুসংহত একবণী তরঙ্গ একটি বিন্দুতে আপতিত হলে, নিচের কোন বক্তব্যটি এদের জন্য সত্য?

এদের আলোক দূরত্ব একই

 এদের দশার পার্থক্য অপরিবর্তনশীল

এদের বিস্কার প্রায় একই রকম

এদের দশা একই

  1. নিচের বর্তনীতে সংযুক্ত অ্যামিটার ও ভোল্টমিটারের পাঠের মান হবে –

1 Amp 220 V

1 Amp and O V

0 Amp and O V

 0 Amp and 22O V

  1. 600 m তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটনের ভরবেগ হল –

3×10−34 kg−m−s−13×10-34 kg-m-s-1

2.2×10−26 kg−m−s−12.2×10-26 kg-m-s-1

 1.1×10−27 kg−m−s−11.1×10-27 kg-m-s-1

3.1×10−28 kg−m−s−13.1×10-28 kg-m-s-1

  1. 0°C0°Cতাপমাত্রায় পানিকে বাম্পীভূত করা যেতে পারে , যদি পারিপার্শ্বিক চাপ হয়-

760 mm of Hg

76 mm of Hg

40 mm of Hg

 4 mm of Hg

  1. L দ্যৈর্ঘ এবং R রোধ – বিশিষ্ট একটি পটেনশিওমিটারের তাদের মধ্যে তড়িৎ প্রবাহের মাত্রা “1” হলে , বিভবের পরিবর্তনের হার হবে-

 IRLIRL

IRL

RLIRLI

ILRILR

  1. 3Ω3Ωরোধের একটি তারকে সমবাহু ত্রিভূজের আকার বাঁকানো হল। এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান হবে ?

 23Ω23Ω

32Ω32Ω

1Ω1Ω

72Ω72Ω

  1. 400 Hz কম্পাংকের একটি টিউনিং ফর্ক 802 Hz কম্পাংকে স্পন্দিত হলে , শ্রাব্য বীটের সংখ্যা হয়?

402

20

2

 কোনটিই নয়                                                                                                                                           

 67. একটি আলোর তরঙ্গ – দৈর্ঘ্য হল 540 nm । নিচের কোনটি এর বিকিরণের বর্ণ নির্দেশ করে?

বেগুনী

হলুদ

 সবুজ

লাল

  1. নিচের কোন যৌগটি একটি তরল স্কটিক?

 4= পেন্টাইল বাইফিরাইল 4- কার্বোরাইট্রাইল

সোডিয়াম স্ট্যানেট

ডাই ফিনাইল ইথার

ফিনাইল বেনজয়েট

  1. জুল – থমসন প্রভাবের জন্য নিচের কোন উক্তিটি সঠিক ?

গ্যাসের আয়তন সংকুচিত হয়

গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়

গ্যাসের অণুগুলো মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়

 গ্যাসের অণুগুলো অভ্যন্তরীণ শক্তি হতে তাপ শোষণ করে

  1. নিচের কোনটি একটি রঙিন কাচেঁর আনুমানিক সংযুক্তি নির্দেশ করে?

 Na2O,K2O,CoO,SiO2Na2O,K2O,CoO,SiO2

Na2O,K2O,Pb, B2O3,SiO2Na2O,K2O,Pb, B2O3,SiO2

K2O,Pb,CeO2SiO2K2O,Pb,CeO2SiO2

Na2O,CaO,SiO2Na2O,CaO,SiO2

  1. নিচের কোন তরল – তরল যুগল রাউল্টের সূত্র থেকে ধনাত্নক বিচ্যুতি প্রদর্শন করে?

H2O−H2SO4H2O-H2SO4

 C2H5OC2H5−CH3COCH3C2H5OC2H5-CH3COCH3

C5H5N−CH3COCH3C5H5N-CH3COCH3

HBr−H2OHBr-H2O

 

  1. পৃথিবী পৃষ্ঠের ওপরে কোন বায়ুমন্ডল না থাকলে একটি দিবনের সময়ের ব্যপ্তি-

 হ্রাস পাবে

বৃদ্ধি পাবে

একই পাবে

আবহাওয়ার ওপর নির্ভর করবে

  1. 80 m উচ্চতা থেকে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটির 20% শক্তি মেছের সাথে প্রতিঘাতে হ্রাস পায় , তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে যে উচ্চতায় উঠবে।

60 m

 64 m

68 m

82 m

  1. 1 এবং 41 তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গের উপরিপাতন হলে , সর্বোচচ্চ ও সর্বনিম্ন আলোর তীব্রতা হবে-

51, 31

 91, 1

91, 91

51, 1

  1. H উচ্চতার একটি সুইমিং পুলের কত গভীর পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করলে মনে হবে যে তা অর্ধেক পূর্ণ হয়েছে?

34h34h

 23h23h

57h57h

35h35h

  1. কোন তাপ – যুগলের জন্য নিচের মন্তব্যগুলো মধ্যে কোনটি সঠিক নয়?

কোন একটি নির্দিষ্ট তাপ-যুগল সেটের জন্য নিরপেক্ষ তাপমাত্রা স্থির থাকে।

নিরপেক্ষ তাপমাত্রা শীতল সংযোগের তাপমাত্রার উপর নির্ভর করে না।

 উৎক্রম তাপমাত্রা শীতল সংযোগের তাপমাত্রার উপর নির্ভর করে না।

নিরপেক্ষ তাপমাত্রা সর্বোচ্চ তাপীয় তড়িৎচালক শক্তি (thermo-e.m.f)পাওয়া যায়।

77.কত গতিতে চললে কোন বস্তর পতিশক্তি এর স্থির ভর শক্তির সমান হবে? [c=আলোর গতি]

√2C2C

C3C3

C2C2

 32C32C

  1. সূর্যের চারদিকে পৃথিবীর গতি হল –

300 km/sec

3 km/sec

 30 km/sec

3000 km/sec

  1. নিচের কোনটিকে ডোপেন্ট হিসাবে ব্যবহার করলেρρ- টাইপ অর্ধপরিবাহীর ধর্ম পাওয়া যাবে না?

এ্যালুমিনিয়াম

 এ্ন্টিমনি

গেলিয়াম

ইন্ডিয়াম

  1. নিচের কোন ক্ষেত্রটি ছাড়া বাকী প্রতিটি পরিবর্তনই সাধারণ বিদ্যৃৎ উৎপাদক যন্ত্রের তড়িৎচালক বলকে (e.m.f) বৃদ্ধি করে?

আর্মেচার কুগুলীটি পাক সংখ্যা বৃদ্ধি করলে

কুগুলীটি একটি নরম লোহার উপর প্যাাঁচালে

 আর্মেচারের ঘুর্ণনস্থলের ফাঁকা জায়গাটি বৃদ্ধি করলে

উচ্চ বৈদ্যৃতিক ক্ষেত্র ব্যবহার করলে

  1. একটি কার্ণো – চক্রে মোট এন্ট্রপির পরিবর্তন হল –

 zero

Q−Q2T1−T2Q-Q2T1-T2

0<0<

>0>0

82. A censusAcensusA of the island revealedBrevealedB a population of onlyConlyC 10,000 peopleDpeopleD

 D

C

B

A

  1. c-এর মান কত হলে, y=cx(1+x) বক্ররেখার মূল বিন্দুতে তার স্পর্শক অক্ষের সাথে30°30°কোণ উৎপন্ন করবে?

√33

 1√313

2√323

√3232

  1. ∫ex(1+x)cos2(se)xdx ∫ex(1+x)cos2(se)xdx এর মান হল –

sin (sex)+csin (sex)+c

cos(xex)+ccos(xex)+c

 tan(xex)+ctan(xex)+c

cos2+(xex)+ccos2+(xex)+c

  1. কোন ত্রিভূজের বাহুগুলি2x+3, x2+3x+32x+3, x2+3x+3এবং x2+2xx2+2x হলে বৃহত্তম কোণটি হবে –

90°90°

 120°120°

60°60°

180°180°

  1. দেয়া আছে, ∫x0t−3t2+7dt∫0xt-3t2+7dtx -এর মান কত হলে , নূন্যতম হবে?

 3

0

√77

−√7-7

  1. একটি মুদ্রা পরপর তিনবার টস করা হলে, পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেইল পাবার সম্ভাব্যতা হবে ?

 1414

1212

1818

None of

  1. নদীর স্রোতের দ্বিগুণ বেগে ও স্রোতের সাথে লম্বভাবে একটি নৌকার দাঁড় টানা হচ্ছে। নৌকাটি অপর তীরে যাত্রা বিন্দুর ঠিক বিপরীত স্থান থেকে 2.5 কি.মি ভাপিতে পৌছাল। নদীটির প্রন্থ কত?

2.5km

4km

3km

 5km

  1. একটি মসৃণ পুলির উপর দিয়ে গমনকারী একটি হালকা রশির প্রান্তদ্বয়ে সংযুক্ত বস্তর সাধারণ ত্বরণ 54.5 cm/s2cm/s2হলে , বস্ত দু‘টির ভরের অনুপাত হবে?

21:17

23:19

 19:17

19:15

  1. W ওজনের 10 মিটার দীর্ঘ একটি ভারী সুষম বারকে ভূমিতলের সমান্তরাল একই সরলরেখাস্থ দু‘টি পেরেকের উপর এমনভাবে রাকা হয়েছে যে এর এক প্রান্ত একটি পেরেক হতে 2 মিটার বাইরেে আছে। পেরেক দুটি দূরত্ব কত হলে , তাদের একটির উপর চাপ অপরটির উপর চাপের তিনগুণ হবে ?

1m

2m

3m

 4m

  1. একটি চার্জিত বস্তকে অগ্নি-শিখার উপর ধরে রাখলে তা অচিার্জিত হয়। কারণ –

অগ্নি-শিখার উত্তপ্ত গ্যাস আয়নিত হয় বলে

 উত্তপ্ত করা হলে, বস্তটি পরিবাহীতে রূপান্তরিত হয় বলে

উত্তপ্ত গ্যাস বস্তটির আঘাত করে এবং এর চার্জ অপসারণ বরে বলে

বস্তটি অগ্নি-শিখার বিপরীত চার্জে চার্জিত হয় বলে

  1. শব্দ – তরঙ্গ নিচের কোন ভৌত প্রক্রিয়াটি প্রদর্শণ করে না?

প্রতিসরন

 সমবর্তন

অপবর্তন

প্রতিফলন

  1. একটি বজ্রমেঘের দু‘টি অংশের বিভব পার্থক্য যদি108108V হয়, তবে 20 কুলম্ব চার্জ অতিক্রমণের ফলে কি পরিমাণ শক্তি পরিত্যক্ত হবে?

1.25×1028 J1.25×1028 J

3.2×1010 J3.2×1010 J

 2×109 J2×109 J

3.2×10−10 J3.2×10-10 J

  1. মিথাইল সায়ানাইড আর্দ্র বিশ্লেষিত হলে, কি উৎপন্ন হয়?

মিথান্যাল

মিথানয়িক এডিস

ফরমিক এডিস

 ইথানয়িক এডিস

  1. নিচের কোনটি শুঙ্ক কোষে ক্যাথোড হিসাবে ব্যভহৃত হয়?

zinc

MnO2MnO2

 Carbon

NH4CINH4CI

96. মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল হবে-

84.6 min

2 sec

 ∝∝

0

  1. একটি ধাতুর তৈরি দু‘টি গোলক যাদের একটি ব্যাসার্ধ অন্যাটির দ্বিগুণ। গোলক দু‘টিকে তরল পদার্থে পূর্ণ একটি লম্বা জারের ভেতর দিয়ে পড়তে দেয়া হলে, ছোটটির তুলনায় বড় বলটির টার্মিনাল গতি-

একই হবে

দ্বিগুণ হবে

 চারগুণ হবে

অর্ধেখ হবে

  1. একটি দপ্ত চুম্বককে কোন কুন্ডলীর দিকে দ্রুত (X) ও ধীরৈ (Y) চালনা করলে আবেশিত e.m.f হবে-

 X – এর ক্ষেত্রে বড়

X- এর ক্ষেত্রে ছোট

উভয় ক্ষেত্রেই সমান

কয়েলের ব্যাসার্ধের ওপর নির্ভর করে বড় বা ছোট হবে

  1. একটি 10 e V ইলেকট্রনের De Braoglie তরঙ্গ -দৈর্ঘ্য হবে-

 1240°A1240A°

1°A1A°

3.88°A3.88A°

0.55°A0.55A°

  1. একটি সলিনয়ডে প্রবাহিত বিদ্যৃৎ প্রবাহ 167 A/m মানের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। সলিনয়ডে ভেতর 5000 মানের চৌম্বক প্রবেশ্যতা – বিশিষ্ট লোহার কোর থাকলে সলিনয়ডের ভেতরের চৌম্বক ক্ষেত্রের মান হবে?

2 Tesla

 1.05 Tesla

1.5 Tesla

2.5 Tesla

 

  1. বেনজিন ও প্রোপিন কোন বিক্রিয়া দ্বারা কিউমিন উৎপন্ন করে?

কাপলিং বিক্রিয়া

 ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া

ঘনীভবন বিক্রিয়া

রাইমার – টাইম্যান বিক্রিয়া

  1. A→BA→Bবিক্রিয়াটি প্রথম ক্রম বিক্রিয়া । কোন লেখচিত্রটি সরলরেখা হবে?

[A] vs time

 In [A] vs time

1[A]2 vs time 1[A]2 vs time

1[A] vs time 1[A] vs time

  1. যখন বোম ক্যালারিমিটার দিয়ে বিক্রিয়ার তাপ নির্ণয় করা হয়, তখন সিস্টেমের কোন বৈশিষ্ট্যটি স্থির রেখে পরীক্ষা করা হয়-

অণুর সংখ্যা

চাপ

 তাপমাত্রা

আয়তন

  1. স্ফুটনাঙ্কের উচ্চক্রম অনুসারেHF,H2O,NH3HF,H2O,NH3  এবং  CH4 CH4 যৌগসমূহকে তালিকাভূক্ত করলে নিচের কোনটি সঠিক হবে?

CH4<NH3<H2O<HF CH4<NH3<H2O<HF

NH3<CH4<H2O<HFNH3<CH4<H2O<HF

HF<CH4<NH3<H2OHF<CH4<NH3<H2O

 CH4<NH3<HF<H2OCH4<NH3<HF<H2O

  1. কোন গ্যাস দাহ্য নয়?

বিউটেন

হাইড্রোজেন

 অক্সিজেন

প্রোপেন

  1. তাপমাত্রা বৃদ্ধি করলে নিচের সাম্যাবস্থা বিক্রিয়াটির জন্য কোন উক্তিটি যথাযথ? N2(g)+3H2(g)⇌2NH3(g)N2(g)+3H2(g)⇌2NH3(g)

KpKp এর মান অপরিবর্তিত থাকবে

KpKp এবং KCKC এবং মান সমান হবে

 KpKp এর মান হ্রাস পাবে

KpKp এর মান বৃদ্ধি পাবে

  1. কার্বন তৈরি করার জন্য একটি বিকারে সুক্রোজেরC12H22O11  C12H22O11  মধ্যে ঘন H2SO4H2SO4 যোগ করা হল। এ বিক্রিয়ায় H2SO4H2SO4 প্রাথমিকভাবে কী হিসাবে কাজ করে?

অধঃক্ষেপ সহায়ক

জটিল যৌগ সহায়ক

 নিরুদক

জারক

  1. হেবার পদ্ধতিতে Fe প্রভাবক ব্যবহার করেN2 N2 ও H2H2 গ্যাসের বিক্রিয়ায়  NH3 NH3 তৈরি হয়। এ প্রভাবকটির ভূমিকা কি-

এটি NH3 NH3 এর সাথে বিক্রিয়া করে

এটি বিক্রিয়কের গতিশক্তি বৃদ্ধি করে

এটি বিক্রিয়ার সাম্যাবস্থার ধ্রুবকের মান বৃদ্ধি করে

 এটি সক্রিয়ন শক্তি হ্রাস করে একটি বিক্রিয়া পথ সুষ্টি করে

  1. নিচের কোনটি বাফার দ্রবণ নয় ?

H2CO3+NaHCO3H2CO3+NaHCO3

 HCIO2+CH3COOHHCIO2+CH3COOH

CH3COOH + CH3COONaCH3COOH + CH3COONa

NaH2PO4+Na2HPO4NaH2PO4+Na2HPO4

  1. নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী এসিড ?

HCIO3HCIO3

 HCIO4HCIO4

HCI

HCIO2HCIO2

  1. ডাইব্রোমোবেনজিন (C6H4Br2C6H4Br2) এর সমাণু কয়টি?

দু‘টি

 তিনটি

চারটি

একটি

  1. The new computer chip is theAtheAsmallest one thanBthanBhas ever beenCbeenC developedDdevelopedD

A

 B

C

D

  1. প্রায় সব এনজাইমই এক প্রকার-

লিপিড

নিউক্লিক এসিড

 প্রোটিন

কার্বোহাইড্রেট

  1. চার কার্বনযুক্ত অ্যালকোহল অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে জারিত করলে কিটোন উৎপন্ন হয়। নিচের কোন সংকেতটি আদি অ্যালকোহল নির্দেশ করে?

H2C=CHCH2CH2OHH2C=CHCH2CH2OH

CH2CH2CH2CH2OHCH2CH2CH2CH2OH

 CH3CH2CH(OH)CH3CH3CH2CH(OH)CH3

CH3C(CH3)OHCH 3CH3C(CH3)OHCH 3

115. নিচের কোন যৌগটি ডেটল নির্দেশ করে?

4- নাইট্রোফিনাইল অ্যামিন

আইসোপ্রোপাইল বেনজিন

ফিনাইল ইথান্যমাইড

 4 ক্লোরো 3,5 ডাই মিথাইল ফেনল

  1. কোন অক্সাইড পানির সাথে মিশালে সর্বআথক অম্লীয় দ্রবণ তৈরি করে ?

COCO

CO2CO2

SiO2SiO2

 P2O5P2O5

  1. সমুদ্র শৈবাল পুড়িয়ে বাণিজ্যিকভাবে কোন মৌল প্রম্ভত করা হয়?

CI

Mg

Ca

 I

  1. ম্যাগিনেসিয়াম নাইট্রেটকে তাপ বিয়োজন করলে কি কি উৎপাদ পাওয়া যায়?

ম্যাগিনেসিয়াম নাইট্রেটকে ও অক্সিজেন

ম্যাগিনেসিয়াম অক্সাইড ও নাইট্রেটকে

 ম্যাগিনেসিয়াম অক্সাইড , নাইট্রেটকে ডাইঅক্সাইড অক্সিজেন

ম্যাগিনেসিয়াম অক্সাইড ,নাইট্রেটকে ও অক্সিজেন

  1. বাগানে ব্যবহার একটি সারে 30% ফসফরাসp2o5p2o5হিসাবে থাকে, যা পানিতে দ্রবণীয়। উক্ত সারে ফসফরানের পরিমাণ কত?

6.55%

 13.1%

26.2%

30.0%

 

120. নিচের কোন যৌগটির জ্যামিতিক সমানুতা রয়েছে?

1, 1 ডাইক্লোরোইধেন

1, 1 ডাইক্লোরোইথিন

1, 2 ডাইক্লোরোইধেন

 1, 2 ডাইক্লোরোইথিন

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =