জাদুঘরে কেন যাব -আনিসুজ্জামান

জাদুঘরে কেন যাব -আনিসুজ্জামান
জন্ম : ১৯৩৭ সালের ১৮ই ফেব্রয়ারি
জন্মস্থান: কলকাতা
পিতার নাম: ডা.এ.টি.এম মোয়াজ্জম
মাতার নাম: সৈয়দা খাতুন
পি.এইচ.ডি’র বিষয়: ইংরেজ আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা।
পি.এইচ.ডি লাভ: ১৯৬২ সাল (ঢা.বি.)

সাহিত্য কর্ম:
প্রথম প্রকাশিত গ্রন্থ: মুসলিম মানস ও বাংলা সাহিত্য (১৯৬৪)।
প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্থ: ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য(১৯৬৪), মুসলিম বাংলার সাময়িকপত্র(১৯৬৯), স্বরূপের সন্ধানে(১৯৭৬), আঠারো শতকের চিঠি(১৯৮৩), পুরোনো বাংলা গদ্য(১৯৮৪), আমার একাত্তর(১৯৯৭), বাঙালি নারী: সাহিত্য ও সমাজ(২০০০), বাঙালি সংস্কৃতি ও অন্যান্য, সংস্কৃতি ও সংস্কৃতিসাধক, চেনা মানুষের মুখ ইত্যাদি।
আত্মজীবনী: বিপুলা পৃথিবী, আমার একাত্তর, কাল নিরবধি।

পুরস্কার: একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিলিট, পশ্চিমবঙ্গের নেতাজী সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয়ের ডিলিট, পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডিলিট,ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার,কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক ইত্যাদি।

এক নজরে জাদুঘরে কেন যাব-
০১. প্রথম লাইন: পাশ্চাত্য দেশে জাদুঘরের -মিউজিওলজি, মিউজিওগ্রাফি বা মিউজিয়াম স্টাডিজ -একটা স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় বা শৃঙ্খল হিসেবে বিকশিত।
০২. শেষ লাইন: ‘কে বলছে আপনাকে যেতে?’ ।
০৩. ফরাসি বিপ্লব কোন মিউজিয়াম সৃষ্টি করে?- ল্যূভ /লুভর মিউজিয়াম।
০৪. রুশ বিপ্লবের পরে গড়ে ওঠে- হার্মিতিয়ে।
০৫. হার্মিতিয়ে কোথায় অবস্থিত ছিল? – লেলিনগ্রাদের রাজপ্রাসাদে ।
০৬. ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম কখন গড়ে ওঠে? – ১৭ শতকে
০৭. ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়ামের নাম কি? – অ্যাশমোলিয়ান মিউজিয়াম
০৮. অ্যাশমোলিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? – অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
০৯. ব্রিটিশ মিউজিয়াম কখন প্রতিষ্ঠিত হয়? – ১৮ শতকে (রাষ্ট্রীয় প্রচেষ্টায়)।
১০. আল অফ অক্সফোর্ড বলা হয় কাকে? – রবার্ট হার্লি ।
১১. পুঁজিবাদের সমৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ হয় কখন? -১৯ শতকে।
১২. পনিবেশের অবসান হয় কোন সময়ে? – ২০ শতকে ।
১৩. বক্তৃতার ব্যবস্থা রয়েছে কোন মিউজিয়ামে? – ব্রিটিশ মিউজিয়ামে।
১৪. জাদুঘরের বৈচিত্র্য এসেছে- বিষয়গত, গঠনগত ও প্রসাশনগত ভাবে।
১৫. আশরাফপুর শিলালিপি কোন্ হরফে লেখা?- তুঘরা হরফে ।

১৬. “আশরাফপুর শিলালিপি’টি কার লেখা?- নুসরত শাহ
১৭. ‘জাদু’ শব্দটি কোন্ ভাষার? – ফারসি।
১৮. আজব, আজিব, আজায়েব কোন্ ভাষার? – আরবি।
১৯. “জাদু” ও “আজব” শব্দে কতরকমের দ্যোতনা পাওয়া যায়?- দু’ রকমের।
১৯. “কোহিনুর” কোন মিউজিয়ামে রাখা হয়েছে? – টাওয়ার অফ লন্ডনে।
২১. ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়? – ১৭৮৯ সালের ১৪ই জুলাই।
২২. সামন্তবাদের উৎপাটন হয় কোন বিপ্লবের ফলে? – ফরাসি বিপ্লব।
২৩. সমাজের কোন শ্রেণীর মানুষ ফরাসি বিপ্লবের নেতৃত্ব দেয়?- ধনিক শ্রেণি।
২৪. টাওয়ার অব লন্ডন কখন নির্মিত হয়? – ১০৭৮ খ্রিস্টাব্দে।
২৫. টাওয়ার অব লন্ডন কোথায় অবস্থিত? – টেমস নদীর উত্তর তীরে।
২৬. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়? – ১২ শতকের প্রথম দিকে।
২৭. অ্যাশমোলিয়ান মিউজিয়াম কখন প্রতিষ্ঠিত হয়?- ১৮৯৭ সালে।
২৮. ব্রিটিশ মিউজিয়াম কখন প্রতিষ্ঠিত হয়?- ১৭৫৩ সালে।
২৯. ল্যুভ মিউজিয়াম কোথায় অবস্থিত?- ফ্রান্সের প্যারিসে।
৩০. ল্যুভর মিউজিয়াম কখন প্রতিষ্ঠিত হয়- ১৫৪৬ খ্রিস্টাব্দে ।

৩১. বাংলাদেশ জাতীয় জাদুঘরের পূর্বনাম কি?- ঢাকা জাদুঘর ।
৩২. জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত?- চট্টগ্রাম, আগ্রাবাদ।
৩৩. ঢাকা নগর জাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়?- ১৯৮৭ খ্রিস্টাব্দে।
৩৪. সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? – বিজয় সরণিতে।
৩৫. সামরিক জাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়? – ১৯৮৭ সালে ।
৩৬. বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত? – রাজশাহীতে ।
৩৭. বরেন্দ্র জাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়? – ১৯১০ সালে ।
৩৮. বলধা গার্ডেন কোথায় অবস্থিত? – ঢাকার ওয়ারীতে।
৩৯. বলধা গার্ডেন কে, কখন প্রতিষ্ঠিত করে? – নরেন্দ্র নারায়ণ, ১৯০৯ সালে।
৪০. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়? – ১৯৬৫ সালে।
৪১. দ্বিজাতিতত্ত্বের জনক কে ছিলেন?- মুহম্মদ আলী জিন্নাহ ।
৪২. ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোথায় অবস্থিত? – কলকাতায়।
৪৩. ‘অ্যাশমল’ কে ছিলেন?- ইংরেজ পুরাকীর্তি সংগ্রাহক।
৪৪. গ্রেকো রোমান মিউজিয়াম কখন প্রতিষ্ঠিত হয়?- ১৮৯২ খ্রিস্টাব্দে।
৪৫. কায়রো মিউজিয়াম কখন প্রতিষ্ঠিত হয়? – ১৮৩৫ খ্রিস্টাব্দে।

৪৬. আলেকজান্দ্রিয়ায় নগরীর পত্তন করেন কী? – আলেকজান্ডার দি গ্রেট।
৪৭. আনিসুজ্জামান কত সালে প্রবেশিকা পাস করেন? -১৯৫১ সালে ।
৪৮. গত কয় বছরে ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে? -ত্রিশ বছরে ।
৪৯. মৎস্যাধার ও নক্ষত্রশালা এখন কী বলে বিবেচিত? -জাদুঘর।
৫০. গণতন্ত্রের পথও প্রশস্ত হয় এভাবে।
৫১. ৩টি বিপ্লবের কথা আছে -ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব,ইউরোপীয় রেনেসাঁস ।
৫২. গড়পড়তা মানুষ তা দেখতে পায়, যা আপ্লুত হয়।
৫৩. জাতীয় জাদুঘর একটা জাতিসত্তার পরিচয় বহন করে।
৫৪. “কী জাদু বাংলা গান”-জাদু কোন অর্থে ব্যবহৃত হয়েছে- মনোহর অর্থে।
৫৫. ড. এম.এন হুদা’র উল্লেখ আছে কোন প্রবন্ধে? – জাদুঘরে কেন যাব।
৫৬. আলেকজান্দ্রিয়ার জাদুঘর মুখ্যত কোন উদ্দেশ্য স্থাপিত হয়েছিল-দর্শন-চর্চার জন্য।
৫৭. বর্তমান সময়ে আলেকজান্দ্রিয়ার জাদুঘর সদৃশ জাদুঘর কোনটি?- ব্রিটিশ মিউজিয়াম।
৫৮. পৃথিবীর প্রথম জাদুঘর কোথায় স্থাপিত হয়? – আলেকজান্দ্রিয়ায় (খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে)।
৫৯. কত শতক পর্যন্ত যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মানের চেষ্টা হয়নি? Ñ ১৬ শতক ।
৬০. রাজ রাজড়াদের সংগ্রহশালায় মূলত কোন বিষয় ফুটিয়ে তোলা হয়? Ñ মহাশয়ের শক্তি, সম্পদ ও গৌরব।

গুরুত্বর্পূণ শব্দার্থ:
মিউজিয়াম স্টাডিজ – জাদুঘর বা প্রদর্শনশালা সংক্রান্ত বিদ্যা।
আলেকজান্দ্রিয়া – উত্তর মিশরের প্রধান সমুদ্রবন্দর ও সুপ্রাচীন নগর। খ্রিস্টপূর্ব ৩৩২ অব্দে আলেকজান্ডার দি গ্রেট এই নগর পত্তন করেন। এটি ছিল আলেকজান্ডার যুগের গ্রিক সভ্যতার কেন্দ্র। এখানে বিশ্বের প্রাচীন গ্রন্থাগার (পরে ধ্বংসপ্রাপ্ত) ছিল।
অবিদিত – জানা নেই এমন অজানা। অজ্ঞাত।
ইউরোপীয় রেনেসাঁস – খ্রিস্টীয় চৌদ্দ থেকে ষোলো শতক ধরে ইউরোপে শিল্প-সাহিত্য, জ্ঞানচর্চা ও চিন্তা-চেতনার ক্ষেত্রে নবজাগরণের মাধ্যমে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণই ইউরোপীয় রেনেসাঁস।
ফরাসি বিপ্লব – ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব। ১৭৮৯ সালের ১৪ই জুলাই ফরাসি জনগণ সেখানকার কুখ্যাত বাস্তিল দুর্গ ও কারাগার দখল করে নেয় এবং সমস্ত বন্দিকে মুক্তি দেয়। এর মাধ্যমে এই বিপ্লবের সূচনা হয়। এই বিপ্লবের নেতৃত্বে দেয় ধনিক।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =