Dhaka University Admission Question Solution

DU Admission Question Solution 2001 [D unit]

  1. ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ–

আকাশ

পাতাল

নশ্বর

 স্থাবর

  1. ‘বোম্বেটে’ শব্দটি কোন ভাষা থেকে আগত ?

 পর্তুগিজ

ইংরেজি

ফরাসি

স্পেনিশ

  1. ‘উচ্ছৃঙ্খল’ এর সদ্ধি বিচ্ছেদ কর ?

 উৎ+শৃঙ্খল

উচ+শৃঙ্খল

উৎ+ছৃঙল

উচ্ছৃ + খল

  1. ‘অন্যের অপমান দেখার নেশা বড় নেশা’ – উক্তিটি কোন লেখায় পাওয়া যায় ?

সৌদামিনী মালো

 একটি তুলসী গাছের কাহিনী

হৈমন্তী

বিলাসী

  1. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে সীতার সঙ্গে রামচন্দ্রের সম্পর্ককে বেগম রোকেয়া কিভাবে উল্লেখ করেছেন ?

অহির সঙ্গে নকুল

সোনার সঙ্গে সোহাগা

স্বামীর সঙ্গে স্ত্রী

 পুতুলের সঙ্গে বালকের

 

  1. ‘সম’ভিব্যাহার’ শব্দের উপসর্গ কয়টি ?

২ টি

৩ টি

  টি

৫ টি

  1. কোনটি শুদ্ধ ?

শ্বাস্বত

 শাশ্বত

শ্বাশত

শ্বাসত

  1. ‘Context’ এর অর্থ —

সংসর্গ

মূলপাঠ

উপসংহার

 প্রসঙ্গ

  1. ‘উদ্ধত’ এর বিপরীত শব্দ —

সংযত

সদালাপী

মার্জিন

 বিনীত

  1. নির্ভুল বানান—

স্বায়ত্ত

 স্বায়ত্ত

স্বায়ত্ত্ব

স্বায়ত্ব

  1. ‘পদ্মা নদীর মাঝি’র কেন্দ্রীয় চরিত্র কোনটি ?

কপিলা

হোসেন মিয়া

 কুবের

ধনঞ্জয়

  1. ‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর কথা আছে ?

গ্রীষ্ম

 বর্ষা

শরৎ

বসন্ত

  1. ‘অন্ধকারটা স্বপ্ন, অলীক। আলোটাই সত্য ,আলোটাই স্থায়ী।’ উক্তি করেন—

 জোহরা

হিরণবালা

জরিনা

বশির খাঁ

  1. ‘আর সে তো মিশরের সম্রাট হয়নি ।’ সৌদামিনী মালো’ গল্পে কার কথা বলা হয়েছে ?

 জগদীশ মালো

মনোরনঞ্জন মালো

ব্রাদার জন

নাসির মোল্লা

  1. ‘বড়ো বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন’ তাহার কারণ —

 পণের অঙ্কটাও বড়

যৌতুকের ফর্দটাও দীর্ঘ

রূপও অতুলনীয়

বংশ মর্যাদা অসাধারণ

  1. ‘বঙ্গভাষা’ সনেটটি কোন ছন্দে রচিত হয়েছে ?

মুক্তক

মাত্রাবৃত্ত

 অক্ষরবৃত্ত

স্বরবৃত্ত

  1. মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া হাঁফ ছাড়িবার জন্য। অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ ।’ এ উক্তিটি কোন লেখায় আছে ?

শকুন্তলা

 হৈমন্তী

বিলাসী

একটি তুলসী গাছের কাহিনী

  1. ‘সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলায় আনন্দ উপভোগ করে।’ এ উক্তি কোন লেখকের ?

 প্রথম চৌধুরী

মোতাহের হোসেন চৌধুরী

রবীন্দ্রনাথ ঠাকুর

এস, ওয়াজেদ আলী

  1. ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়া এতোটুক স্পর্শ করিলে , এতোটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে।’ এ উক্তি কোন গল্পে আছে ?

 বিলাসী

একুশের গল্প

সৌদামিনী মালো

একই

  1. ‘মানুষ মরে গেলে পচে যায়; বেঁচে থাকলে বদলায় কারণে — অকারণে বদলায়।’ এ উক্তিটি কার ?

 সুজা

নজীব

অবদালী

কার্দি

  1. ‘কুক্কুট’ শব্দের অর্থ বের করুন ।

কুকুর

সারমেয়

 মুরগি

ছারপোকার শব্দ

  1. ‘উপস্থিত ভদ্রলোকদের অন্যতম ছিলেন…’ বাক্যটির ঠিক জবাব হতে পারে–

জনাব করিম

 জনাব করিম জবান রহিম

জনাব রহিম,জনাব করিম ও শ্রী বিমালচরণ

সর্বজনাব ক্রিম,রহিম ও বিমালচণ

  1. শুদ্ধ বাক্যটি দেখাও–

বহু ছাত্রদের উপস্থিত ছিল

বহু ছত্ররা উপস্থিতি হয়েছিল

 অনেক ছাত্র এসেছিল

অনেক ছাত্রগ্ণ এসেছিল

  1. ‘তৎসম’ শব্দ দিয়ে কী বোঝান হয় ?

 সংস্কৃত থেকে উৎপন্ন

তদ্ভব থেকে উৎপন্ন

পাহাড় সমান

দেশি শব্দ

  1. জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম —

রূপসী বাংলা

 বনলতা সেন

ছাড়পত্র

সারা দুপুর

 

  1. Select the form of the verb: We often —a victim of circumstances.

fallen

left

did fall

 fall

  1. Which is the correct translation of–চিঠিটা ডাকে ফেলতে ভুলে যেও না ?

Do not be oblivious of putting the letter to mail box

Mail the letter ,do not forget

Remember not to forget mailing the letter

 Do not forget to mail the letter

  1. Which is the correct sentence ?

She and her sister fights everyday

Everyday she and her sister fights

 She fights with her sister everyday

Both sisters fights each other everyday

  1. Complete the sentence Where –?

did you cut your hair

have you cut your hair

did you have cut your hair

 did you have your hair cut

  1. Complete the sentence . If I were you, I— that shirt.It’s much too expensive.

won’t buy

won’t buy

 wouldn’t buy

am not going to buy

  1. Complete the sentence. I will phone you when I — the news.

am getting

 get

will get

will be getting

  1. Complete the sentence. Is there any milk in that jug? Not…..

none

many

 much

some

  1. Complete the sentence . There can be no invention … an inventor.

except

nor

 without

before

  1. The antonym of hazardous is —.

certain

risky

 safe

dear

  1. Choose the correct sentence .

I don’t like to discuss about politics

 I don’t like to politics

I don’t like to discuss politics

I don’t like to discussing in politics

  1. two hostile countries

have friendly relationships

support each other

 are each other’s enemy

are in good terms with each other

  1. Which word is incorrectly spelled ?

Committee

 Ocassion

Indecision

Exercise

  1. Identify the correct sentence .

 I do not know where he lives

I do not know where does he lives

I did not know where he has been lived

I do not know where he has been lived

 

Question 14, 15, 16, 17 and 18 are based on the following reading.

We are now living in the second great epoch of discovery and invention. Since the seventeenth century, the discovery of steam power, gas electricity, and radiation have resulted in the invention of innumerable appliances and instruments of work that have made life easy for us. The new technology, in fact, has transformed the simple agricultural communities of earlier centuries into complex and impersonal societies. The technological revolution has also had a decisive influence on all our habits and thought processes. Moreover, it has led to the spread of capitalism and an increase in the amount of wealth. Machines have also become o much more important in our lives because of the technological revolution  D. Finally, It is true to say, the process has confessed has concentrated wealth and power in the hands of those who won the machines, that is to say, the capitalists.

  1. A synonym for epoch is—

event

 era

society

generation

  1. Innumerable is used here as a —.

noun

 adjiective

gerund

participle

  1. The new technology has transformed the agricultural communities; in other words, they have been—.

changed partially

 changed completely

modified

ignored

  1. An antonym of impersonal is —.

 friendly

large

spread out

unfriendly

  1. A suitable title for the passage would be—

man and machines

the rise of capitalism

 consequences of technological revolution

the spread of science

 

  1. কোন রাষ্ট্রটি ন্যাটো সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নয় ?

জার্মানি

ইটালি

যুক্তরাজ্য

 যুক্তরাষ্ট্র

  1. শ্রীলস্কার সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কোন দল জয় লাভ করে ?

এলটিটিই

ইউনাইটেড ন্যাশনাল

ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট

 কোনটিই নয়

  1. আল-জাজিরা কী ?

সন্ত্রাসী সংগঠন

জীবাণু অস্ত্র

 টিচিনেটওয়ার্ক

বিরোধপূর্ণ ভুখন্ড

  1. আফগানিস্তানের কয়টি বন্দর আছে ?

 একটিও না

২ টি

১ টি

৩ টি

  1. কোন বিতর্কিত ভূমি সিরিয়া ও ইসরাইলের মধ্যে অবস্থিত ?

গাজা

পশ্চিমতীর

ব্যেকা উপত্যকা

 গলান মালভূমি

  1. ইয়াসির আরাফাত কে ?

 ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট

ইরাকের প্রেসিডেন্ট

ও আইসির মহাসচিব

আরব লীগের মহাসচিব

  1. বর্তমান আফগান সংকট উত্তরণের লক্ষ্যে অন্তবর্তীকালীন সরকার গঠনের উদ্দেশ্য কোন ইউরোপীয় শহরে আলোচনা অনুষ্ঠিত হয়?

বার্ন

 বন

ব্রাসেলস

বার্মিংহাম

  1. সাংহাই ফাইভ ‘ এর প্রধান উদ্দেশ্য কী?

অস্ত্র নিয়ন্ত্রণ

সড়ক নির্মাণ

প্রযুক্তি হস্তান্তর

 সীমান্ত বিরোধ নিরসন

  1. কোন দেশ দুটির বিশ্ব বাণিজ্য সংস্থার সাম্প্রতিক সদস্য?

 কোনটিই নয়

চীন ও তাইওয়া

নেপাল ও কম্বোডিয়া

বাংলাদেশ ও ভারত

  1. নিম্নের কোন রাষ্ট্রটি ন্যাটো স্থ্লমাইন নিষেধ সংক্রান্ত চুক্তি সই করেনি?

যুক্তরাজ্য

 যুক্তরাষ্ট্র

বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা

  1. গণভোটে পূর্ব তিমুরের জনগণ কি রায় দিয়েছে ?

ইন্দোনেশিয়ার সাথে সংযুক্তি

 স্বাধীনতা

স্বায়ত্তশসন

বিশেষ মর্যাদা

  1. মায়ানমারের সামরিক জান্তা কী নামে পরিচিত ছিল ?

স্টেট ল এন্ড অর্ডার রেস্টশন কাউন্সিল

 স্টেট পিস এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল

স্টেট মিলিটারি কাউন্সিল

স্টেট মাইনরিটি এনাইহিলেশন কাউন্সিল

  1. এশিয়া মহাদেশের আয়তন কত ?

১ কোটি ৭৪ বর্গ কি.মি.

১ কোটি ৮৪ বর্গ কি.মি.

১ কোটি ৬৪ বর্গ কি.মি.

 কোনটিই নয়

  1. ডব্লিউটিও কখন গঠন করা হয় ?

১ জানুয়ারি ১৯৯২

১ জানুয়ারি ১৯৯৪

  জানুয়ারি ১৯৯৫

১ জানুয়ারি ১৯৯৬

  1. কোন প্রণালিটি শ্রীলস্কাকে ভারত থেকে আলাদা করেছে ?

বসফরাস

দার্দানেলিস

 পক

সুয়েজ খাল

  1. পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় কোথায় ?

নাইজেরিয়া

 দক্ষিণ আফ্রিকা

মিসর

ইন্দোনেশিয়া

  1. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

নিউ ইয়র্ক

 জেনেভা

প্যারিস

জুরিখ

  1. চে শুয়েভারা কোথায় জন্মগ্রহণ করেন ?

কিউবা

চিলি

বলিভিয়া

 আর্জেন্টিয়া

  1. কোন প্রণালি ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে ?

বেরিং

পক

সুশিমা

 কোনটিই নয়

  1. ই-কমার্স কী ?

 মেইলের মাধ্যমে ব্যবসা

টেলিফোনের মাধ্যমে ব্যবসা

টেলেক্সের মাধ্যমে ব্যবসা

বিদেশে বসে ব্যবসা

  1. জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস কবে?

২১ অক্টোবর

২৩ অক্টোবর

১ জানুয়ারি

 ২৪ অক্টোবর

  1. মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?

তুর্কমেনিস্তান

তাজাকিস্তান

উজবেকিস্তান

 কাজাখস্তান

  1. জাতিসংঘ শান্তিরক্ষা সেনাদের শিরস্ত্রানের রঙ কী?

লাল

 নীল

সবুজ

কালো

  1. ইন্তিফাদা বলতে কী বুঝায়?

যুদ্ধ

শান্তি

 অভ্যুত্থান

কূটনীতি

  1. পানমুনজাম কী?

 দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম

আগামী শীতকালীন অলিম্পিকের ভ্যেনু

আসিয়ানের সদর দপ্তর

তাইওয়ানের রাজধানী

 

  1. বিশেষ ক্ষমতা আইন কোন সালে প্রণীত হয়?

১৯৯৮ সালে

১৯৯১ সালে

১৯৭৫ সালে

 ১৯৭৪ সালে

  1. বাংলাদেশের বর্তমান সংসদে কতটি নারী সংরক্ষিত আসন আছে?

৩০ টি

৬০ টি

২০ টি

 ৫০ টি

  1. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন?

সেনাবাহিনী

 নৌবাহিনী

বিমানবাহিনী

ইপিআর

  1. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয় টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?

দশটি

 এগারটি

বারটি

তেরটি

  1. গ্যাস সম্পদ অনুসন্ধানে র লক্ষ্যে বাংলাদেশ কে কয় টি ব্লকে বিভক্ত করা হয়েছে?

১৩ টি

 ২৩ টি

১৯ টি

২৪ টি

  1. কোন শিল্পী ১০ ম দ্বি – বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০০১ এ শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে ?

রফিকুন নবী

সমরজিৎ রায় চৌধুরী

 মোখলেসুর রহমান

মাহমুদুল হক

  1. কোন বাংলাদেশি স্বল্প দৈর্ঘ্য চলচিত্র সপ্তম আন্তর্জাতিক চলচিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত হায়েছেন?

 কালিঘর

ঠিকানা

পরবাসী মন আমার

বিহঙ্গ

  1. কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?

 ইউনেস্কো

ইউনিসেফ

ইউ এন

ইউ এন ডিপি

  1. ২০০১ সালে কোন প্রতিষ্ঠানটি বিল গেটস পদক অর্জন করে?

 আইসিডিডিআরবি

এটমিক এ্যানাজি কমিশন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

বিসিএস আই আর

  1. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল ?

ঢাকা বিশ্ববিদ্যালয়

 বাংলা একাডেমী

এশিয়াটিক সোসাইটি

নজরুল ইনস্টিটিউট

  1. বাংলাদেশ কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়ে ছিল?

 

  1. কিন খাত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি আয় অর্জন করে?

পাট ও পাটজাত দ্রব্য

প্রবাসীদের প্রেরিত অর্থ

 পোশাক শিল্প

চামড়াজাত দ্রব্য

  1. মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত?

ভৈরব

মেঘনা

রূপসা

 পদ্মা

  1. সুন্দরবনের মোট আয়তন কত?

 ১০০০০ বর্গ কিমি

৫১২৫ বর্গ কিমি

৬৪৫০ বর্গ কিমি

৪২২৮ বর্গ কিমি

  1. নোয়াখালির পূর্বমান কী ছিল?

সুজানগর

নাসিরাবাদ

পূর্বাশা

 সুধারাম

  1. ২০০২ সালে জনুয়ারি মাসে বাংলাদেশ ও চীনের মধ্যে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হোয়েছে?

১০ টি

৯ টি

৭ টি

  টি

  1. বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?

প্রধান বিচারপতি

 রাষ্ট্রপতি

স্পিকার

প্রধানমন্ত্রী

  1. SPARRSO প্রতিষ্ঠানটি কোন মন্ত্রনাল য়ের অধীনে?

বন ও পরিবেশ

বিজ্ঞান ও প্রযুক্তি

 প্রতিরক্ষা

শিক্ষা

  1. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত?

 .৩৭%

২.৩%

১.৬%

১.৪৮%

  1. বাংলাদেশ কতবার সংবিধানে মোট কতটি সংশোধনী যোগ করা হয়েছে?

১৩ টি

১২ টি

১৫ টি

 ১৬ টি

  1. কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে?

১৯৫৮ সালে

১৯৫৬ সালে

১৯৫২ সালে

 ১৯৫৪ সালে

  1. ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে কতজন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন?

 ৩৭

৩০

২১

১০

  1. কোন জেলা রৌমারী ও বড়াই বাড়ি সীমান্তে অবস্থিত?

নীলফামারী

 কুড়িগ্রাম

দিনাজপুর

বগুড়া

  1. যে কারণে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে —

সামরিক অভ্যুত্থান

 আন্তর্জাতিক শান্তি কার্যক্রম

স্থলমাইন উদ্ধার

মানব কল্যাণ কার্যক্রম

  1. বাংলাদেশ একটি –

 গণ প্রজাতন্ত্রী

প্রজাতন্ত্র

ইসলামি প্রজাতন্ত্র

গণতান্ত্রিক প্রজাতন্ত্র

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 5 =