Dhaka University Admission Question Solution

DU Admission Question Solution 2001 [C unit]

১) হিসাববিজ্ঞানের কোন নতি অনুযায়ী উদ্বর্তপত্রে নিট আদায়যোগ্য মূল্যে দেখানো হয়?

সামঞ্জ্য

 রক্ষণশীলতা

ঐতিহাসিক ব্যয়

মিলকরণ

বিচক্ষনতা

২) একটি ব্যতীত নিম্নের সবগুলো দ্বারা ত্বরিত সম্পত্তি অনুপাতের অগ্রগতি হয়

প্রাপ্য হিসাবেরর বৃদ্ধি

প্রদেয় হিসাবেরর হ্রাস

সাধারন শেয়ার বিক্রি এবং বিক্রয়যোগ্য সিকিউরিটি ক্রয়

 মজুদ পণ্যের বৃদ্ধি

কোনোটিই নয়

৩) বিক্রয়যোগ্য সিকিউরিটি উদ্বতপত্রে কোন মূল্যে উল্লেক করা হয়/

 বাজারমূল্য

ক্রয়মূল্য

লিখিত মূল্যে

বাজার ও ক্রয়মূল্য মধ্যে যেটি কম

বাজার ও লিখিত মূল্যের েমধ্যে যেটি কম

৪) মোট চাঁদা প্রাপ্তি ৫০,০০০ টাকা তার মধ্যে বিগত বৎসরের ,০০০ টাকা , আগামী বৎসরের ,৫০০ টাকা এবং বৎসরের অনাদায়ি চাঁদা ,০০০ টাকা হলে আয়ব্যয় হিসাবে বৎসরে চাঁদা খাতে কত টাকা ক্রেডিট করা হবে

 ৪৬,৫০০

৭১,৫০০

৫০,০০০

৫৩,৫০০

২৯,৫০০

৫) অংমীদার েএবং এর প্রাথমিক মূরধন ছির যথাক্রমে ৪০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা লাভক্ষতি হিসাব হয় নিম্নরূপভাবে: প্রাথমিক মূলধনের উপর সুদ ২০% হারে এবং এর বেতন যথাক্রমে ১০,০০ টাকা ,০০০ টাকা এবং বাকি অংশ ২ঃ৩ হিসাবে বন্টণ হয় ৩০,০০ টাকা নিট লাভের মধ্যে কত টাকা এর হিসাব যাবে?

১৮,০০০

 ১৬,০০০

১৫,৫০০

১৪,০০০

১২,৫০০

৬) নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে একটি কারবারের দায়ের পরিমাণ বের করদালানকোঠা ,০০,০০০ টাকা, আসবাবপত্র ,০০,০০০ টাকা, মওজুদ পণ্য অগ্রিম ,৫০,০০০ টাকা, প্রাপ্য বিল ২০,০০০ টাকা, প্রদেয় বিল ,০০,০০০ টাকা, অগ্রিম প্রদত্ত খরচ ৫০,০০০ টাকা, বকেয়া বেতন ৬০,০০০ টাকা, অনুপর্জিত আয় ৮০,০০০ টাকা ব্যাংক ঋন ,০০,০০০ টাকা অপ্রদত্ত সুদ ১০,০০০ টাকা, অগ্রিম ভাড়া প্রাপ্তি ভাড়া প্রাপ্তি ২০,০০০ টাকা

 ,৭০,০০০ টাকা

৪,৫০,০০০ টাকা

৩,৯০, ০০০ টাকা

৪,২০,০০০ টাকা

৪,৬০,০০০ টাকা

৭) জানুয়ারি, ২০০০ তারিখে যদি জমাকৃত মুনাফা হিসাবের জের ৬৩,০০০ টাকা হয় এবং তবে কোম্পানি ২০০০ সনে নিট ক্ষতির পরিমাণ ১২,০০০ টাকা হয়, তবে সমাপনী দাখিলায় অন্তর্ভুক্ত হবে

জমাবকৃত মুনাফা হিসাবে ডেবিট ৬৩,০০০ টাকা

জমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ৭৫,০০০ টাকা

জমাকৃত মুনাফা হিসাবে ক্রেডিট ৭৫,০০০ টাকা

 জমাকৃত মুনাফা হিসাবে ডেবিট ১২,০০০ টাকা

জমাকৃত মুনাফা হিসাবে ক্রেডিট ১২,০০০ টাকা

৮) ১৯৯৮ সালের বছরের জন্য ,৬০০ টাকায় একটি বীমা পলিসি ক্রয় করা হয় এবং অগ্রিম প্রদত্ত বীমা হিসাবে ডেবিট করা হয় ১৯৯৯ সালে ধরা পড়ে যে, ১৯৯৮ সালে বীমা সম্পর্কে কোনো দাখিলা দেওয়া হয়নি এবং এজন্য ১৯৯৮ সালের নিট আয় (কোনো কর নাই নিয়ে) ,০০০ টাকা বেশি দেখানো হয়েছেএই পলিসিটি যে তারিখে ক্রয় করা হয়েছিল?

০১ , জানুয়ারি ১৯৯৮

০১ ফেব্রুয়ারি ১৯৯৮

 ০১, মার্চ ১৯৯৮

০১, এপ্রিল ১৯৯৮

০১ মে, ১৯৯৮

৯) বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিলির পর শেয়ার বাজেয়াপ্ত হিসাবএর জের কোন হিসাবে নেওয়া হয়?

মূলধন হিসাব

লাভ-ক্ষতি হিসাব

মূলধন সঞ্চিতি বন্টন হিসাব

মুনাফা সঞ্চিতি হিসাব

 মুলধন সঞ্চিতি হিসাব

১০) একজন ব্যবসায়ী ৫০ ইউনিট উৎপাদনে করতে নিম্নোক্ত খরচগুলো করেছে; কাঁচামাল ,০০০ টাকা, মজুরি ,০০০ টাকা, কারখানা উপরিব্যয় কাঁচামালের ২০% এবং বিক্রয় করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে?

১০০ টাকা

১০৪ টাকা

 ১১৪ টাকা

১২৪ টাকা

১৪০ টাকা

১১) একটি হিসাবেরর জের ৮০ টাকা, রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?

৮০ টাকা

৪০ টাকা

 ১৬০ টাকা

৮ টাকা

কোনটিই নয়

১২) যদি বিক্রীত পণ্যের ব্যয় ১৬,০০০ টাকা এবং প্রাম্ভিক মুনাফা শতকরা ২০ টাকা হয়, তবে বিক্রয়েরর পরিমাণ হবে

২০, ১৬০

১৩,৬০০

২১,০০০

২২,০০০

 কোনটিই নয়

১৩) উৎপাদন ব্যয় হিসাবেরর মুখ্য উদ্দেশ্য হলো

ব্যয় বন্টন

ব্যয় র্নিধারণ

 ব্যয় নিয়ন্ত্রণ

বিক্রিমূল্য নির্ধারণ

ব্যয় পরিকল্পনা

১৪) কোনো কোমআনি নিট আয় ২৪,০০০ টাকা; নিট বিক্রয় ,০০,০০০ টাকা; এবং গড় সম্পত্তি ,০০, ০০০ টাকা, তবে কোম্পানির প্রান্তিক মুনাফা হার হবে

 %

১২%

৪০%

২০০%

৪%

১৫) নির্দেশনা কৌশলগুলো হয়

আদেশ, পরিকল্পনা ও নিয়ন্ত্রন

আদেশ , নির্দেশের ঐক্য, এবং অবিযোগ পত্র

সিদ্ধান্ত গ্রহণ, বিকেন্দ্রীভূতকরণ, রণনীতি

 ক্ষমতা হন্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া, যোগাযোগ এবং আদেশ

ক্ষমতা, আদেশ

 

১৬) নিম্নের ঘটনাবলি মধ্যে কোনটি কোম্পানি শেয়ারহোল্ডারগণের স্বত্ব কমিয়ে দেয়?

পূর্বে ঘোষিত নগদ লভ্যাংশ প্রদান করলে

৬% লভ্যাংশ ঘোষনা যা , বোসান শেয়ারের মাধ্যমে প্রদেয় হবে-

লাভ থেকে বিলি করা হবে না এরূপ ১০,০০, ০০০ টাকা ধরে রাখা

 প্রতিটি অগ্রাধিকার শেয়ারে টাকা হিসাব নগদ লভ্যাংশ ঘোষণা

ধরে রাখা মুনাফা থেকে ৫,০০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি হিসাবে স্থানান্তর করলে

১৭) নিম্নের কোন লেনদেনটির ফলে কোম্পানি মোট সম্পত্তি ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে?

নগদ ১০,০০০ টাকায় একটি গাড়ি ক্রয় করা হলো

 ধারে ১০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো

দেনাদারের কাচ থেকে ১০,০০০ টাকা আদায় করা হলো

নগদে ১০,০০০ টাকার দায় পরিশোধ করা হলো-

উপরের কোনটিই নয়

১৮) মহব্বত লিমিটেড ,০০, ০০০০ টাকা একটি সম্পত্তি ক্রয় করে সম্পত্তিটির ২০.২০.২০০০ তারিখ হতে ব্যবহার উপযোগী করার জন্য আরো ১০,০০০ টাকা ব্যয় করে সম্পত্তিটি আয়ুষ্কাল ১০ বছর ২০০০ সালের শেষে এর অবচয় কত হবে?

১১,০০০

৯,৪৭২

৯,৪৯৭

 ,৫০৩

৯,৫২৩

১৯) হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভক্ত থাকে না

লেনদেনের চিহ্নিত করন

লেনদেনের বিশ্লেষণ

লেদেনের লিপিবদ্দকরন

লেনদেনের সম্পর্কিত তথ্য করবরাহকরণ

 উপরের কোনটিই নয়

২০) কোনটি নীতিগত ভুল?

একটি লেনদেনের হিসাবে একেবারেই আনা হয় নি

একটি লেনদেনের ২১৭৫ টাকার স্থলে ২১৫৭ টাকা লেখা হয়েছে

 মূরধনের ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয় ধরা

মূলধনজাতীয় ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয় ধরা

উপরের সবগুলোই

২১) সম্পত্তি মূল্যায়ন ক্রয়মূল্য না দেখিয়ে অবসায়ন মূল্যে করা নিচের কোনটির সাতে অসামঞ্জস্যপূর্ণ?

সংরক্ষণশীলতার নীতি

সময় কালের অনুমান

মিলনকরণ নীতি

 চলমান প্রতিষ্ঠানের অনুমান

বস্তুনিষ্ঠতার বাধা

২২) নিম্নের কোনটি অবচয় প্রক্রিয়া ?

মূল্যায়ন

 ব্যয় বন্টণ

নগদান একত্রীকরণ

মূল্য নির্ধারণ

কোনটিই নয়

২৩) নিম্নের কোনটি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে উদ্বর্তপত্রের ছক?

ফর্ম -এফ

 তালিকা১১

ফর্ম-বি

টেবিল -এ

কোনটিই নয়

২৪) কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না?

বেতন

ভাড়া

 অবচয়

অগ্রপ্রদত্ত বীমা খরচ

বিক্রয় কমিশন

২৫) Medona Ltd. এর আদায়যোগ্য সেবা আয়ের ২০.০০০ টাকার সমন্বয় ভুল বশত হিসাবে বাদ পড়েছে এই ভুলের কারন হিসাবে

২০,০০০ টাকা অতিরিক্ত নিট আয় দেখানো হয়

২০,০০০ টাকা াতিরিক্ত রাজস্ব দেখানো হয়

 ২০,০০০ টাকা আয় কম দেখানো হয়

২০,০০০ টাকা ঐদিনের অতিরিক্ত সম্পদ দেখানো হয়

আর্থিক বিবরণীতে কোনো পরিবর্তন হয়নি

 

১) কোন বানানটি ঠিক?

নিশিথ

 নিশীথ

নীশীথ

নিশীত

নীশীত

২) কাপুরুষ শব্দের সমাস কোনটি?

প্রাদি সমাস

উপপদ তৎপুরুষ সমাস

উপমিত কর্মধারয় সমাস

উপমান কর্মধারয় সমাস

 কোনোটিই নয়

৩) জীবন ভগবানের দান, সভ্যতা মানুষের সৃষ্টি উক্তিটি কার?

 মোহিতলাল মুজুমদারের

কাজী নজরুল ইসলামের

মানিক বন্দ্যোপাধ্যায় এর

সৈয়দ মুজতবা আলীর

কোনোটিই নয়

৪) মরণোত্তর একুশে পদক কে পেয়েছেন?

কাজী নজরুল ইসলাম

 ফররুখ আহমদ

আহসান হাবীব

সুকান্ত ভট্টাচার্য

শরৎচট্টোপাধ্যায়

৫) লগ্ন এর বিপরীত কোনটি?

গুরু

শেস

 চ্যুত

ভোলা

লয়

৬) কোনটি তদ্ভদ শব্দ?

হস্ত

সূর্য

কর্ম

 মাথা

চন্দ্র

৭) বর্ণচোরা বাগধারাটির অর্থ হলো

পাকা আম

কপটচারী

কপটহীন

 ভন্ড সাধু

অতিরিক্ত চালাক

8) ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?

যদি

 ধাতু

উক্তি

পকৃতি

পরপদ

৯) ব্যাকরণ শব্দের ঠিক অর্থ হলো

বিশেষভাবে বিশ্লেষণ

বিশেষভাবে বিভাজন

বিশেষভাবে পর্যালোচনা

 বিশেষভাবে বিয়োজন

কোনোটিই নয়

১০) লালসালূ উপন্যাসের শেষ বাক্য কোনটি?

খোদার উপর তোয়ক্কাল রাখা

দুনিয়াটা বড়ি কঠিন কেন্দ্র

 বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোথ

দান দিয়া কি হইব, মানুষের জান যদি না থাকে

কোনোটি নয়

১১) বিপদে মোরে রক্ষা কর বিপদে কোন কারক?

 অপাদানে মী

অধিকরণে ২য়া

অপাদানে ২য়া

কর্মে ৭মী

কর্তৃকারকে ৭মী

১২) পঞ্চাম স্বর এর অর্থ কী?

পায়ের পাতা

দেবতার আরাধরা

 কোকিলের সুর লহরী

পল্লব

ঝরনা

১৩) নির্মোক কোন শব্দগুচ্ছ এর সংকুচিত রূপ?

পশুর খোলস

 নির্মোহ যে লোক

সাপের খোলস

নিমক রাখার পাত্র

কোনোটিই নয়

১৪) কিরণ শব্দের প্রতিশব্দ কোনটি?

কর

প্রবা

দীপ্তি

রশ্মি

 সবগুলোই

১৫) বড় যদি হতে চাও ছোট হও তবে এই বাক্যে ছোট শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?

উতর

নঅচ

ক্ষুদ্র

 নম্র

সবকটি

১৬) তর্করত্ন কার উপাধি?

আলাওল

হেমচন্দ্র

 রামনায়ণ

বিষ্ণদে

করো নয়

১৭) সূর্য শব্দটির সমার্থক নয় কোনটি?

ভানু

রবি

ভাস্কর

 দ্বিজরাজ

কোনোটিই নয়

১৮) বাংলা গদ্যের জনক কে?

কাজী নজরুল ইসলাম

 কোনোটিই নয়

রাজা রামমোহন রায়

রবীন্দ্রনাথ

গিরিশচনদ্র সেন

১৯) ডামাডোল বাগধারাটির সঠিক সঠিক অর্থ হচ্ছে

হৈ চৈ

চিৎকার

 গোলযোগ

যুদ্ধ

কোনোটিই নয়

২০) ওকি দরিয়ারওকি বেদনা মজলুমের ওকি ক্ষুধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী পঙক্তির কোন কবিতার অংশ?

সোনারতরী

 পাঞ্জেরি

জীবন-বন্দনা

আঠারো বছর বয়স

কোনোটিই নয়

২১) ভাতের সঙ্গে ডার মাখিয়া দক্সিণ হস্তে তুলিয়া,. মুখে পুরিয়া গলাধঃকরণ করি উক্তিটি কার?

গৌরীশংকর

হৈমন্তী

 তমলা কান্তের

নসীবাবু

কারোই নয়

২২) জীবনবন্দনা কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্ত থেকে সংরক্ষিত হয়েছে?

 সন্ধ্যা

মৃত্যুক্ষুধা

রুদ্র মঙ্গল

যুগবাণী

ব্যথার দান

২৩) অর্ধাঙ্গী গল্পে নাকের দড়ি , শব্দ কী অর্থে ব্যবহার করা হয়েছে?

 নাকাল বাধ্য করার অস্ত্র

সন্তুষ্ট করার অংম

নাকে বাঁধিবার এক প্রকার অস্ত্র

এক প্রকার রশি

কোনোটিই নয়

২৪) ইহারা অন্য জাতের মানুষকারা?

ঋসিরা

অপুরা

অপুর মা- বাবা

অপুর কুটম্বরা

 কোনোটিই নয়

২৫) কোন ভাষায় কথায় কতায় স্ত্রীকে অংমিনী উত্তমার্ধ বলা হয়েচে?

বাংলা ভাষায়

হিন্দি ভাষায়

উর্দু ভাষায়

 ইংরেজী ভাষায়

ফারসি ভাষায়

১) . Fake is the opposite of real. Which of the following pair of words suggests opposite ?

Transient:temporary

Flater: praise

Happy: Blissful

 Adultrated: pure

Hard:tough

২) Choose the pair which best expresses a relationship similar to that expressed in the capitalized pair: CONSTELLATION:STARS::

prison:bars

essembly:speaker

 troupe:actors

mountain:peak

flock:shepreds

৩) The possibility of massive earthquakes in Dhaka -regarded by most residents with a mixture of skeptisim and caution.

are

have been

 is

were

had

৪) Dramatic monologue as a type poem was made popular by :

 Robert Browing

Lawrence Binyon

John Keats

H.W. Longfellow

P.B Shelley

৫) What is the meaning of White Elephant/

An elephant of white olour

A big elephant

 A very costly or troublesome possession

A barder

A rainy day

৬) Choose the pair of words that best completes the analogy-= OWNER: SLAVE::

solder: Civilian

Captain: tar

Policeman: Prsoner

Native: Alien

 Master: Vassal

৭) I quickly lost interest in Mr. Rahim’s story because he was _____himself.

repetitions

respeated

 repeating

repeatedly

repeats

৮) Walking in the morning is good for health . This is _______

 an example of gerund

an example of infinites

an example of participle

an example of verbal noun

None

৯) Which one is the correct passive voice of who will help you?

 By whom will you be helped

By who will you be helped

Who will be helped byyou

By whom you will be helped

By who you will be helped

১০) A person who does not mind traffic rules or litters the street or pick people’s pocket cannot be said to be_______.

dogmatic

patritic

 law abiding

intelligent

১১) Conscious21. Dell can offer its computers at a lower price its competitors because of the;

low quality of Dell computers

low profit margin kept by Dell computers

poor salry paid to the emplyees

 low salary paid to the Dell emplyees

low production cost of dell computers

১২) Which id the correct usage of the word descnt?

The girl arrived in a descent dress

All agreed to the propasal but only Akbar descreted

 the plane is on the descent

A and B

None of these

১৩) Which word came to the author ‘s mind when she met jerry in the story ‘A Mother in Manville’?

purity

 integrity

sinerity

simplicity

clarity

Question 17, 18, 19, 20, 21 and 22 are based on the following reading.

Read the following passage carefully and choose the most appropriate answer of the question given on the basis of you comprehension of the passage:
Think customer says a huge in the lobby of Dell 3, one of Dell Computer Corporation’s their biuding at the Round Rock Texas campus, The reminder almost seems redundant because that’s what Dell’s Computer Corporation has room to symbolize since its humble beginning in Michael Dell’s dorm room in 1983.
Rather than let the computer re sellers medicate the relationships between company and customer, Dell began with a redically different business model
for a high tech company ; Sell computers directly to customers and offer them direct technical support ‘ We have a tremendously clear business model’ says Michel  Dell , the 35 years old founder. There’s no confusion about what the value proposition is, what the company offers and why it’s great for customers. That’s very simple thing but it also garners tremendous profits for the company . In 1998, Dell’s revenues were 12.3 billion, with thew company growing at the rate of 52 percent a year. It recently passed IBM to become the nation’s second largest seller or business computers and is because the gaining of Compaq. Dell is running rings around competitors because the direct to customer business model enables the company to be extremely responsive Because model enables the company to be extremely responsive . Because its computers are built to order allowing it to slash inventories and keep costs low. Dell can prices products 10% to 15% less than its rials can.

১৪) How old was Mr. Michael Dell when he began the comppany/

21 years

35 years

27 years

40 years

 None

১৫) If Dell computer has been continuing to grow at the given growth rate, and if it continues to do so in 2002 also, how much approximate revenues will it earn this year?

$ 48 billion

$ 79 billion

$ 35 billion

 $ 66 billion

$ 57 billion

১৬) Which company is the largerst seller of business computers’?

IBM

Dell

 Compaq

Both Dell and IBM

Both IBM and Compaq

১৭) Think Customer means’

Customers are requested to think

Customers are orderderd to think

Thinking how to find out

Thinking how to serve the customers need up to their satisfaction

 None of the above

১৮) Choose the correct sentence:

If would have realized the danger in this wor, I would not have asked you the undertake it

If should have realized the danger in this work, I would not have asked you the undertake it

 If I had realized the danger in this work, I would not have asked you to undertake it

When I realized the danger in this work, I would nothave asked you to do it

When I realized the danger in this work, I would nothave aske you do it

১৯) Are you looking forward ______ your friends again?

seeing

to see

 to seeing

to saw

to seen

২০) identify the grammatically incorrect word in the following sentence: Ironically,Elizabeth and her rival for the English throne, Mary Stuart, whom she had executed , lay side side in Westminster Abbey

her

 lay

whom

in

had

২১) How many error are there in the following sentence? Certain−−−−→1infectionsare−→2made by both−→3viral and bacterial  elements that makes−−−→4tratement of those infections−−−−−→5difficult.→1Certaininfections→2aremade by →3bothviral and bacterial  elements that →4makestratement of those →5infectionsdifficult.

1

2

3

 4

5

২২) The opposite meaning from the word DECOROUS:

Appropraite

Befitting

Decent

 Unsuitable

Afraid

১) নিকাশ ঘর আনুষ্ঠানিক ভাবে প্রথম প্রতিষ্ঠিত হয়

রোম

 লন্ডন

নিউইর্য়ক

ব্রাসেলসে

ইতালী

২) যদি ব্যাংক হার বৃদ্ধি পায় তাহলে অর্থ সরবরাহ

 হ্রাস পায়

অপরিবর্তিত তাকে

বৃদ্ধি পায়

উর্গনামা করে

কোনটিই নয়

৩) নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়/

আমানত সংগ্রহ

 ঋণ নিয়ন্ত্রণ

ঋণদান

ঋন আমানত সৃষ্টি

কোনোটিই নয়

৪) ব্যাংক তহবিলের প্রদান উৎস?

 পরিমোধিতমূলধন

সঞ্চিত তহবিল

আমানত সবচেয়ে বড় উৎস

ক্রেডিট লাইন

আসল ও সুদ

৫) বাণিজ্যের প্রধান কাজ হলো নিম্নোক্ত বাধাগুলো দূর করা

ব্যক্তি

সময়, স্থান, বিনিময়

তথ্য

কোনটিই নয়

 সবগুলো

৬) পৌর এলাকায় এক মালিকানা ব্যবসায় করতে যা প্রয়োজন হয়

মিউনিসিপাল রেজিস্ট্রশন সার্টিফিকেট

ব্যাট রেজিষ্ট্রশন সার্টিফিকেট

 ট্রেড লাইসেন্স

আয়কর পরিশোধ এর সার্টিফিকেট

সবগুলো

৭) বাংলাদেশে শেয়ার বাজারের সংখ্যা?

১টি

 টি

৩টি

৪টি

৫টি

৮) কোম্পানি বিলোপ সাধনের পদ্ধতি গুলো হল

ঐচ্ছিক বিলোপ সাধন

আদালত কর্তৃৃক বিলোপ সাধন

আদালতের তত্ত্বধানে বিলোপ সাধন

 কোনোটিই নয়

সবগুলো

৯) কোনটি ব্যবস্থাপনার কার্য/

 সংগঠন

মুনাফা অর্জন

ঝুঁকি গ্রহণ

উপযোগ সৃষ্টি

কোনটিই নয়

১০) কোন ধরনের সমস্যার জন্য স্থায়ী পরিকল্পনা করা হয়/

 পরিনাবৃত্তিমূলক সমস্যা

এককালীন সমস্যা

আসাধরণ সমস্যা

কোনটি নয়

সবগুলো

১১) যৌথমূলধনী কারবার নিবন্ধিত হয় কত সালে

১৯১৩

১৯৩৪

১৯৭৩

 ১৯৯৪

১৯৯৩

১২) ঋণপত্র ইস্যু করতে পারে

 পাবলিক লিঃ

প্রাইভেট লিঃ

প্রাইভেট ও পাবলিক

অংশীদারী

কোনোটিই নয়

১৩) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক

 F.W Taylor

চার্লজ ব্যাবেজ

রবার্ট ওয়েন

হেনরি ফেওল

কোনোটিই নয়

১৪) সাবান তৈরি কোন শিল্প/

বিশ্লেষণমূলক

 যৌগিক শিল্প

প্রক্রিয়াগত

গঠনমূলক

কোনটিই নয়

১৫) বৈদেশিক মুদ্রবাজার নিম্নোক্ত কোনটির সাতে জড়িত?

বিদেশী শেয়ার

 বিদেশী মুদ্রা

বিদেশী ব্যবস্যা প্রতিষ্ঠান

বিদেশী পণ্য

কোনোটিই নয়

১৬) নির্দেশনা কৌশলগুলো হয়

আদেশ, পরিকল্পনা ও নিয়ন্ত্রন

আদেশ , নির্দেশের ঐক্য, এবং অবিযোগ পত্র

সিদ্ধান্ত গ্রহণ, বিকেন্দ্রীভূতকরণ, রণনীতি

 ক্ষমতা হন্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া, যোগাযোগ এবং আদেশ ক্ষমতা, আদেশ

ক্ষমতা, হস্তান্তর

১৭) প্রেষণার নীতিমালা প্রতিষ্ঠা মোটেই সহজসাধ্য নয় কারণ

 মানবীয় আচরণ খুবই জটিল

মানুষ কাজ করতে পছন্দ করে না

কর্মীরা দায়িত্ব এড়িয়ে যেতে চায়

কর্মীরা দায়ত্ব খুবই আত্মকেন্দ্রিক

কোনোটিই নয়

১৮) কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল?

বিবরনপত্র

 পরিমেল বন্ধ

পরিমেল নিয়মাবলি

সবকটি

কোনটি নয়

১৯) .টি এম (অটোমেটেড টলার মেশিন) এর মা্যধমে বাণিজ্যিক ব্যাংক গুলো সুবিধা দিচ্ছে

দিনরাত যে কোন সময় অর্থ উত্তোলন

দিনরাত যে কোন সময় সময় অর্থ উত্তোলন

দিনরাত যে কোন সময় অর্থ উত্তোলন

দিনরাত যে কোন সময় অর্থে জমাদান

 সবগুলো

২০) বীমা গ্রহীতা কর্তৃক িপরিশোধিত প্রিমিয়ামের যে অংম বীমাপত্র ফেরত দানের বীমা গ্রহীতাকে পরিশোধ করা হয় তাকে

প্রিমিয়াম

 সমর্পণ মূল্য

বোনাস

অবসর বৃত্তি

তাৎক্ষণিক বৃত্তি

২১) আগুণ লাগার কোন কারণে একটি বীমার পরিশোধ করা যাবে না?

বজ্রপাত

বৈদ্যুতিক সম্পর্ক

 বোমা

গ্যাস ক্ষয়

কোনটিই নয়

২২) ব্যাংক হার পরিবর্তনের ফলাফল কি?

ব্যবসাকি কার্যক্রমের পরিবর্তন

বাজার সুদের হার পরিবর্তন

কর্মসংস্থানের পরিবর্তন

 সবগুলো

কোনোটিই নয়

২৩) ঋণ দানের ক্ষেত্রে ব্যাংক কোন নীতির প্রতি অধিক গুরুত্ব দেয়

মুনাফা নীতি

তারল্য

 নিরাপত্তা

গ্রাহকসেবা

সবগুলোই

২৪) কোন আইন বলে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রিত হয়?

১৯৪৫

 ১৯৪৭

১৯৭২

১৯৯১

কোনটিই নয়

২৫) বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মূল পার্থক্য হল

বাণিজ্যিক ব্যাংকের ন্যায় জনগণের নিকট আমানত সংগ্রহ করে

 ইহা নোট ইস্যু করার একচেটিয়া ক্ষমতা আছে

উদ্দেশ্যে হল মুনাফা অর্জন করা

ইহা জনগণের চেক প্রদান করে

কোনটি নয়

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =