ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শাখায় আসা ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

  1. নিম্নলিখিত তথ্যাদি হতে বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর: প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, ক্রয় ৫,০০,০০০ টাকা, ক্রয়ফেরত ২৫,০০০ টাকা আন্তঃপরিবহণ ব্যয় ১৫,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১,০০,০০০ টাকা । বিক্রয়মূল্য উপর মোট মুনাফার হার ২০%  – ৫,০০,০০০ টাকা
  2. প্রারম্ভিক খরচ কোন ধরনের সম্পত্তি? অলীক সম্পদ
  3. ক ও খ দুইজন অংশীদার ৭ঃ৫ অনুপাতে লাভ-ক্ষতি বন্টণ করে। তারা গ কে নতুন অংশীদার হিসাবে অন্তভূক্ত এবং ৫ঃ৩ঃ২ অনুপাতে লাভ- ক্ষতি বন্টনে চুক্তিবদ্ধ হলো। ক ও খ এর ত্যাগ অনুপাত নির্ণয় কর। – ৫ঃ৭
  4. ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের বিবরণী প্রস্তুতের সময় বকেয়া চেকসমূহের অর্থ যা করা হয় তা হলো জমাদাকারীর হিসাব অনুযায়ী প্রাপ্ত ব্যাংক জেরের সাতে যোগ করা হয়
  5. নিম্নের কোনটি রাজস্বজাতীয় খরচ? ইজারাধীন সম্পত্তি অবচয় খরচ
  6. পুঞ্জীভূত অবচিতি উদাহরণ হলো একটি প্রতি হিসাবের
  7. একটি ক্রয় চালানো প্রতিটি ৮০০ টাকার ৫টি পণ্য অন্তভূক্ত রয়েছে, যাতে শতকরা ২৫ টাকা হারে কারবারি বাট্টা ও শতকরা ৫ টাকা হারে নগদ বাট্টা রয়েচে। যদি ধারে ক্রয়ের সময়কালে মধ্যে পরিশোধিত হয়, তাহলে তোমার চেকটি কত টাকা হবে? ২,৮৫০ টাকা
  8. ভাড়া ব্যয় হিসাবে কেডিট জের থাকা মানে বোঝায় – তারিখে আমাদের ভাড়া বকেয়া আছে
  9. কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের উদাহরণ? অগ্রিম ভাড়া
  10. যদি প্রারম্ভিক মুলধন ১৬,৫০০০ টাকা, বছরের মাঝামাঝি অতিরিক্ত মূলধন ৩,৭০০ টাকা, সমাপনী মূলধন ১১,৩৫০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হয়, তাহলে উক্ত বছরের লাভ ও ক্ষতি কত? ক্ষতি ৫,৫৫০ টাকা
  11. আধুনিক কারবার জগতে হিসাববিজ্ঞানে প্রধান উদ্দেশ্য হলো সংশ্রিষ্ট পক্ষসমূহের প্রয়োজনীয় তথ্য সরবারহ করা
  12. সাধারণত লাভ ওক্ষতি হিসাবে যে সব হিসাব দেখানো হয় তা হলো নামিক হিসাব
  13. মজুদ পণ্যের মুল্যায়নের রীতিগত ভিত্তি হলো ক্রয়মূল্য বর্তমান বাজারমূল্য মধ্যে যেটি কম
  14. উদ্বর্তপত্রে রিজার্ভ ফান্ডের মালিক হলো শেয়ারহোল্ডার
  15. একটি হিসাবের জের ১২০ টাকা, যা রেওয়ামিলের বুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সবকিছু সঠিক হলে রেওয়ামিল দুই পাশ্বের্র পার্থক্য হবে ২৪০ টাকা
  16. হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুয়ায়া একটি সম্পদ বাজারমূল্যে লিপিবদ্ধ না হয়ে ক্রয়ের মূল্যে লিপিবদ্ধ করার যৌক্তিকতা প্রদান করে? ঐতিহাসিক মূল্য
  17. একটি ফার্মের নিট মুনাফা এ বছর ৫,০০০ টাকা হলে এবং কর হার ৪০% হলে, কর-পূর্ব মুনাফা কত? ৮,৩৩৩ টাকা
  18. অগ্রাধিকার শেয়ার সম্পর্কে কোনটি সত্য? ইহা ইক্যুইটি ঋণের মিশ্রণ
  19. হিসাব সমীকরণ সবসময় প্রভাবিত হয় লেনদেনের মাধ্যমে
  20. কোনটি উদ্বর্তপত্রের সম্পত্তি পামে উল্লেখ করা হয়/ প্রাথমিক খরচ
  21. নিম্নলিখিত সমন্বয় এন্ট্রিসমূহের মধ্যে কোনটি প্রধান সমন্বয় এন্ট্রি নয়? অর্জিত রাজস্ব
  22. প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় ২০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্য এর উপর ২০% মুনাফা আশা করে তাহলে প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত হবে? ২৫ টাকা
  23. একটি অব্যসায়ী প্রতিষ্ঠানের মুলধন তহবিল সৃষ্টি হয় প্রতিষ্ঠানের দায় অপেক্ষা আয়ের বাড়তি থেকে
  24. আজিম লিমিটেড ১.১.১৯৯৬ তারিখে একটি ক্রয় করে এবং ১০% অবচয় ১৪,৫৮০ টাকা ধার্য করা হলে মেশিনটির ক্রয়মূল্য কত? ২,০০,০০০ টাকা
  25. মতিন, যতিন ও রথিন একটি অংশীদারি কারবারের যথাক্রমে ৪ঃ২ঃ১ হারে মুনাফা ও ক্সতি বন্টনের ভিত্তিতে ব্যবসায় করছে। মতিন রথিনকে বৎসরে ১০,০০০ টাকা মুনাফা ওদওয়ার নিশ্চয়তা দেয়। উক্ত বৎসরে মোট ৫৬,০০০ টাকা মুনাফা হয়। উক্ত বৎসরে যতিনের প্রাপ্য মুনাফার পরিমাণ কত? ১৬,০০০ টাকা

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eleven =