Medical Admission Question Solution 2018

  1. ‘মুজিবনগর সরকার’ কবে গঠিত হয়?

১২ এপ্রিল ১৯৭১

 ১০ এপ্রিল ১৯৭১

১৪ এপ্রিল ১৯৭১

১৭ এপ্রিল ১৯৭১

  1. নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র?

→P(→Q+→R)=→P.→Q +→P.→R →P(→Q+→R)=→P.→Q +→P.→R

  →P+→Q=→Q+→P →P+→Q=→Q+→P

(→P+→Q)+→R=→P+(→Q+→R)(→P+→Q)+→R=→P+(→Q+→R)

→P+→Q=→P .→Q→P+→Q=→P .→Q

  1. Ca(OH)2Ca(OH)2    দ্রবণ চোখে পড়লে নিচের কোন দ্রবণ দিয়ে ধুতে হয়?

HCl দ্রবণ

     H3BO3    H3BO3 দ্রবণ

NaOH দ্রবণ

NaCl দ্রবণ

  1. একটি বন্দুকের গুলি কোন কাঠের তক্তার মধ্যে .05m প্রবেশের পর এর অর্ধেক বেগ হারায়, গুলিটি তক্তার মধ্যে আর কতখানি প্রবেশ করতে পারবে?

1.86 m

 0.187 m

  1. 67 m

0.157 m

  1. what is the adjective form of the world home?

homelike

homeful

 homely

homage

  1. নিচের কোনটি বাদামি শৈবালের (Phaeophyta ) সঞ্চিত খাদ্য নয় ?

ম্যানিটবা

 স্টার্চ

ল্যামিনারিন

এলগিন

  1. কোন গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে, ঐ গ্যাসের ত্বরণের অবস্থায় কী পরিবর্তন হবে?

ত্বরণ শুন্য হবে

ত্বরণ অপরিবর্তিত থাকবে

 ত্বরণ বৃদ্ধি পাবে

ত্বরণ হ্রাস পাবে

  1. ‘প্রোটোনেমা ‘ নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়?

ফার্ন

নগ্নবীজী উদ্ভিদ

সুপ্তজীবী উদ্ভিদ

 মস

  1. নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয় ?

আদর্শ স্প্রিং এর বল

 ঘর্ষণ বল

অভিকর্ষীয় বল

বৈদ্যুতিক বল

  1. বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতজীবী উদ্ভিদ কোনটি?

Eucalyptus

 Wolffia

Pisttia

Azolla

  1. ‘ মাস্টার বু – প্রিন্ট ‘ বলা হয় কোনটিকে ?

DNA

 Genome

Chromosome

Nucleus

12 নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয় ?

Hg

Zn

Cd

 Au

  1. নিচের কোন উদ্ভিদটি নোনা পানিতে জন্মায় না?

বোবো (Rhizophora)

সুন্দরী (Heritiera)

পশুর ( Xylocarpus )

 বাবলা (Acacia)

  1. শব্দের উপরিপাতন নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় ?

মুক্ত কম্পন

পরবশ কম্পন

অনুনাদ

 স্বরকম্প

  1. তরলের পৃষ্ঠতানের উপর নিচের কোনটির প্রভাব নাই ?

তাপমাত্রা

 চাপ

দূষিত করণ

দ্রবীভূত বস্ত্তর উপস্থিতি

  1. মঙ্গল গ্রহের ব্যাস 6000 km, এর পৃষ্ঠে g এর মান3.8 ms−23.8 ms-2হলে মঙ্গল গ্রহ থেকে কোন বস্ততর মুক্তি বেগ কত ?

9.7 kms−19.7 kms-1

 4.77 kms−14.77 kms-1

3.77 kms−13.77 kms-1

11.2 kms−111.2 kms-1

  1. সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন কোনটি ?

পানি ও শর্করা

ATP ও শর্করা

NADP ও শর্করা

 NADPH2NADPH2  ATP

  1. পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ কোনটি ?

T ∞√KT ∞K

 T∞1√KT∞1K

C.K∞√TC.K∞T

T∞KT∞K

  1. মুখবিবরে ‘র‍্যাডুলা’ নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে ?

Chordata

 Mollusca

Arthropoda

Nematoda

  1. War and Peace এর লেখক –

 Leo Tolastoy

George Bernard shaw

Charles Dickens

Wlliam Shakespeare

  1. নাড়ানি হিসাবে গ্লাস রডের বিকল্প নিচের কোনটি?

রাবার রড

 টেফলন রড

সিরামিক রড

পলিভিনাইল রড

  1. কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্যিকেন্দ্রিক সৌরকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন?

কেপলার

টলেমি

ডেমোক্রিটাস

 কোপার্নিকাস

  1. নিচের কোন অঙ্গাণুটি কোষে ‘Translation ‘ প্রক্রিয়ার সাথে জড়িত?

mitochondria

1ysosome

endoplasmic reticulum

 ribosome

  1. কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে?

1972

 1974

1976

1977

  1. Which one is the correct form of sentence ?

 Mathematics is a subject of study in any school

Mathematics are subject of the study in school

Mathematics are hard in the school level

Mathematics are road to higher education

  1. The antonym to ‘well mannered’ is —

decorous

courteous

chivalrous

 sassy

  1. Choose the correct sentence from below—

Man poses but God disposes

Man propose but God dispose

Man proposes but God dispropose

 Man propose but God disposes

  1. ‘Poll took place peacefully —- the country ‘. Fill up the blank with correct option.

 across

besides

into

for

  1. পর্যায় সারণির কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয় ?

গ্রুপ-১ এর মৌলসমূহ

১ম পর্যায়ের মৌলসমূহ

 ২য় ৩য় পর্যায়ের মৌলসমূহ

গ্রুপ-১ এর মৌলসমূহ

  1. হাইড্রার বহিঃত্বকে সমগ্র জুড়ে অবস্থান করে কোনটি ?

সংবেদী কোষ

নিডোব্লাস্ট কোষ

স্নায়ু কোষ

 পেশি আবরণী কোষ

  1. ‘আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ’।Which one is the correct English translation ?

I am much obliged to you

 I am very much grateful to you

I am very grateful to you

I am most obliged to you

  1. ‘BIMSTEC’ কোন ধরনের প্রতিষ্ঠান ?

সামরিক

সামাজিক

 অর্থনৈতিক

পরিবেশগত

  1. অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি ?

CaO

MgO

CuO

 SiO2SiO2

  1. করোটিক স্নায়ুর কাজ সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয় ?

ট্রকলিয়ার – অক্ষিগোলকের সঞ্চালন

ফ্যাসিয়াল – মুখের অভিব্যক্তি

গ্লসোফ্যারিঞ্জিয়াল – গলবিলের সঞ্চালন

 হাইপোগ্রোসালস্বাদ গ্রহণ

  1. বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহ্নত হয় ?

৫%

১২%

 ৫৫%

১৮%

  1. নিচের কোন তারিখটি ‘বিশ্ব তামাক মুক্ত দিবস’ রূপে পালিত হয় ?

৭ এপ্রিল

১ জুলাই

 ৩১ মে

৪ ফেব্রুয়ারি

  1. ‘ব্যাঙের শীতনিদ্রা’ কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ ?

 ধনাত্মক থার্মোট্যাক্সিস

ধনাত্মক জিওট্যাক্সিস

ঋণাত্মক থার্মোট্যাক্সিস

ধনাত্মক কেমোট্যাক্সিস

  1. নিচের কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয় ?

প্রজাতিগত প্রতিরক্ষা

গোষ্ঠীগত প্রতিরক্ষা

ব্যক্তিগত প্রতিরক্ষা

 সক্রিয় প্রতিরক্ষা

  1. চশমার লেন্স তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহত হয় ?

fibre glass

 Crookes glass

Gena glass

Flint glass

  1. শত ভাগ রিসাইকেল করা যায় নিচের কোনটি ?

 তামা

লোহা

জিঙ্ক

সিসা

  1. কোনটি প্রতিফলক দূরবীক্ষ্ণ যন্ত্রের বৈশিষ্ট্য ?

বর্ণ ত্রুটি বিদ্যমান

 বড় উন্মেষের দর্পণ ব্যবহত হয়

নির্মাণ খরচ বেশি

ছোট উন্মেষের দর্পণ ব্যবহত হয়

  1. নিচের কোন জোড়াটি , আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহওম ও ক্ষুদ্রতম জেলা ?

বান্দরবান ও মেহেরপুর

রাঙামাটি ক মেহেরপুর

ময়মনসিংহ ও ঝালকাঠি

 রাঙামাটি নারায়ণগঞ্জ

  1. কোনটি মানুষের পশ্চাৎ মস্তিস্কের অংশ নয় ?

মেডুলা অবলংগাটা

পনস

সেরেবেলাম

 থ্যালামাস

  1. পাইন ওয়েলে নিচের কোন উপাদানটি থাকে ?

ইথানল

 ααটারপিনল

মিথানল

কার্বলিক এসিড

  1. নিচের কোন রাসায়নিকটির ব্যবহার সঠিক ?

কার্বন টেট্রাক্লোরাইড – কীটনাশক

ডিডিটি পাউডার – অগ্নিনির্বাপক

গ্যামাক্সিন-চেতনানাশক

 ,, ট্রাইক্লোরোইথেনড্রাইওয়াশ

  1. নির্দিষ্টি ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ?

ঘনত্ব

আয়তন

চাপ

 তাপমাত্রা

  1. ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষির বিভিন্ন অংশের কাজ ?

কর্নিয়া

 ্যাবডোম

কর্নিয়াজের কোষ

ক্রিস্টালাইন কোণ কোষ

  1. রুই মাছের আইশ কোন ধরনের ?

প্ল্যাকয়েড

সাইনয়েড

টিনয়েড

 সাইক্লয়েড

  1. কত তাপমাত্রায় তুঁতে সাদা অনার্দ্র সালফেটে রূপান্তরিত হয় ?

160°C160°C

150°C150°C

 260°C260°C

60°C60°C

  1. ‘একজন নতুন শিক্ষার্থীকে ডাক্তার হবার জন্য পাঁচ বছর কঠোর পরিশ্রম করতে হয়’। Which one is the correct English translation ?

An entrant will have been working hard for five years to make him a physician.

An entrant will be working hard for five years to be a physician.

 An entrant will have to require to work hard for five years to become physician.

Five years hard working for an entrant will make him a physician.

  1. নিচের কোনটি এশিয়া কাপ ২০১৮ তে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে ?

সহসাই পিচের চরিত্র পরিবর্তন

টসে জিতে বিপক্ষ দলকে ফিল্ডিং এ আহ্বান

বিচক্ষ্ণতার সাথে সময়মতো বোলার পরিবর্তন

 অধিনায়কের অসামান্য মানসিক দৃঢতা

  1. The antonym of ‘revenge’ is ?

reprisal

penalty

 grace

wrath

  1. চোখের রেটিনার ভিতর সবচেয়ে আলোক সংবেদী অংশের নাম কি ?

অন্ধ বিন্দু

আলোক বিন্দু

 পীত বিন্দু

সাদা বিন্দু

  1. তেজস্ক্রিয়তার SI-Unit কোনটি ?

কুরি

 বেকেরেল

হেনরি

অ্যাম্পিয়ার

  1. পাকা কলায় নিচের কোনটি থাকে ?

 পেন্টাইল এসিটেট এস্টার

অক্সাইল এসিটেট এস্টার

বিউটাইল এসিটেট এস্টার

বেনজাইল এসিটেট এস্টার

  1. একজন রোগীর রক্তে গ্নুকোজের পরিমাণ 190 mg/dl হলে , mmol/L এককে এর মান কত ?

9.56 mmol/L

 10.56 mmol/L

8.56 mmol/L

12.56 mmol/L

  1. মানবদেহের সবচেয়ে ছোট অনাল গ্রন্থি কোনটি ?

থাইরয়েড

শুক্রাশয়

 পিটুইটারি

সুপ্রারেনাল

  1. ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় ?

NaCI

 NaOH

NaO

NaHCO3NaHCO3

  1. অডিটোরিয়ামে কতজন দর্শক ঢুকছেন বা বের হচ্ছেন তা গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্র নিচের কোনটি ব্যবহত হয় ?

শুষ্ক কোষ

 আলোক তড়িৎ কোষ

এক্স-রে

গামা রে

  1. কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচের কোন ধারকটি ব্যবহ্রত হয় ?

অভ্র ধারক

সিরামিক ধারক

পরিবর্তনীয় বায়ু ধারক

 ইলেকট্রোলাইটিক ধারক

  1. ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা -চরণের রচয়িতা কে ?

যতীন্দ্রলাল বাগচী

কাজী নজরুল ইসলাম

 দ্বিজেন্দ্রলাল রায়

রবীন্দ্রনাথ ঠাকুর

  1. হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ ?

Lymphocyte

 Besophil

monocyte

neutrophyil

  1. নিচের কোনটি ‘ডেটল’ এর উপাদান নয় ?

আইসোপ্রোপাইল অ্যালকোহল

ক্যাস্টর ওয়েল

 পিকরিক এসডি

সাবান

  1. হ্রতপিন্ডের কোন কপাটিকায় তিনটি কাস্প (cusp) থাকে না ?

ডান আট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা

বাম আট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা

 আওর্টিক কপাটিকা

পালমোনারি কপাটিকা

  1. রক্তেCO2CO2পরিবহনের মাধ্যম নয় কোনটি?

কার্বনিক এসিড

বাইকার্বনেট যৌগ

 কার্বন মনোক্সাইড

কার্বামিনো যৌগ

  1. ভূপৃষ্ঠ থেকে পাঠানাে বেতার তরঙ্গ , বায়ুমন্ডলের কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে?

এক্সােস্ফিয়ার

 আয়োনোস্ফিয়ার

ম্যাগনেটোস্ফিয়ার

মেসোস্ফিয়ার

  1. চৌম্বক সম্পর্কিত নিচের কোন এককটি সঠিক?

চৌম্বক ফ্লাক্স– ওয়েবস্টেড

চৌম্বক প্রবেশ্যতা — ওয়েবার

 চৌম্বক ক্ষেত্রটেসলা

চৌম্বক ভ্রামক — হেনরি

  1. হেয়ার ওয়েলের ইমালসিফায়ার (Emulsifier) রূপে নিচের কোনটি ব্যবহত হয় ?

ইথাইল অ্যালকোহল

 অলিক এসিড

বিউটাইল হাইড্রো কুইনোন

প্রোপাইল অ্যালকোহল

  1. Choose the correct preposition for the following sentence. ‘He lives —- honest means.’

 by

on

within

for

  1. নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয় ?

শ্বাসনালি

ব্রঙ্কাস

প্রান্তীয় ব্রঙ্কিওল

 অ্যালভিওলার নালি

  1. পানির গলন তাপ কত ?

+60 KJmol−1KJmol-1

 +6 KJmol−1KJmol-1

-60 KJmol−1KJmol-1

-6 KJmol−1KJmol-1

  1. নিচের কোনটি সঠিক ?

রেটিনলের অভাবে রিকেটস হয়

থায়ামিনের অভাবে স্কার্ভি হয়

 ফলিক এসিডের অভাবে রক্তশূন্যতা হয়

এসকরবিক এসিডের অভাবে রাতকানা রোগ হয়

  1. গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহার করা হয় কি উদ্দেশ্যে ?

গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ বাড়ানোর জন্য

 গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য

গ্যালভানোমিটারের বিভব পার্থক্য বাড়ানোর জন্য

গ্যালভানোমিটারের বিভব পার্থক্য কমানোর জন্য

  1. নিচের কোনটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয় ?

এটি একটি ধীর প্রক্রিয়া

এই প্রক্রিয়া চলাকালীন সময় অপচয় শক্তির সৃষ্টি হয় না

কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে

 এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া

  1. কোন জাতীয় ব্যারোরিসপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে?

উচ্চচাপ ব্যারোরিসপ্টর

ক্যারোটিড ব্যারোরিসেপ্টর

 নিম্নচাপ ব্যারোরিসেপ্টর

অ্যাট্রিয়াল ব্যারোরিসেপ্টর

  1. আবিষ্ট তড়িৎ প্রবাহমাত্রা নিচের কোনটির উপর নির্ভর করে না?

কুণ্ডলীর পাক সংখ্যা

চুম্বকের মেরু শক্তি

চুম্বকের আপেক্ষিক বেগ

 কুণ্ডলীর ক্ষেত্রফল

  1. What is the synonym of -‘exhausted’?

plenty

stored

animated

 drained

  1. কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয় ?

ন্যাসাল অস্থি

ম্যাক্সিলা অস্থি

 এথময়েড অস্থি

ম্যান্ডিবল অস্থি

  1. ঐচ্ছিক পেশি নিচের কোনটির দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে?

পেরিঅস্টিয়াম

লিগামেন্ট

 টেনডন

পেরিমাইসিয়াম

  1. কোনো একটি নমুনা পানির BOD (Biochemical Oxygen Demand ) 3 mg/L হলে নমুনা পানিটি সম্পর্কে সঠিক?

খুবই ভালো

 মোটামুটি ভালো

দূষণমাত্রা খারাপ

দূষণমাত্রা খুবই খারাপ

  1. ‘ইচ্ছা থাকলেই উপায়ু হয়।’ Which one is the correct English translation ?

 Where there is a will, there is a way

Where there is a will, there is to way

Where there is will, there is way

Where there is to will, there is a way

  1. নিচের কোনটির কার্যকরী মূলক সঠিক?

 কিটোন -CO-

এস্টার -COOH

জৈব এসিড – COOR

অ্যালকেন নাইট্রাইল CONH2CONH2

  1. which of the following sentence is correct ?

I forbade him form going

I forbade him to go

I forbade him going

 I forbade him not to go

  1. নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?

রেনিন

অ্যানজিওটেনসিন

 অ্যালডোস্টোরন

থাইরক্সিন

  1. ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে সত্য নয় কোনটি?

ওজনে হালকা

অত্যন্ত ক্ষুদ্রাকৃতি

দামে কম

 কম বিদ্যুৎ খরচ করে

  1. মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয়?

prophase

metaphase

 anaphase

telophase

  1. স্পিরিট ল্যাম্প সম্পর্কে সত্য কোনটি ?

 সাশ্রয়ী

শিখার তাপমাত্রা বেশি

শিখা নিয়ন্ত্রণ করা যায়

জ্বালানি ইথানল ব্যবহৃত হয়

  1. একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 cm এবং প্রকৃতমান 10.40 cm হলে, পরিমাপের শতকরা ক্রটি কত?

4%

3.6%

 3.64%

0.4%

  1. ‘Pragmatic’ শব্দের অর্থ কী?

মরীচিকা

 বাস্তবধর্মী

ঘৃণা

সৌহার্দপূর্ণ

  1. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ২০১৬ সালে ওষুধ প্রতিরোধী কোন কোষের ‘চিকিৎসার নির্দেশিকায়’ বাংলাদেশের উদ্ভাবিত পদ্ধবিত স্বীকৃতি দেওয়া হয়েছে?

টাইফয়েড

যক্ষ্মা

 কলেরা

ম্যালেরিয়া

  1. গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটি?

এটি রিডিউসিং সুগার

 একে আখের চিনি বলা হয়

গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে

ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না

  1. লিভার সিরোসিস করতে পারে নিচের কোনটি?

টলুইন

 হ্যালোজেনযুক্ত যৌগ

জৈব অক্সাইড

অ্যানিলিন

  1. নিচের কোনটি RNA ভাইরাসের উদাহরণ নয়?

Mumps virus

Rabes virus

Polio virus

 Variola virus

  1. He was wise enough to accept the other. Here enough is –

adjective

preposition

conjunction

 adverb

  1. World Wide Web (WWW) এর প্রতিষ্ঠতা কে ?

বিল গেটস

মার্ক জুকারবার্গ

স্টিভ জবস

 টিম বার্নার্স লি

  1. নিচের কোনটি প্রক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না ?

 কর্টেক্স

ফ্লোয়েম

জাইলেম

ক্যাম্বিয়াম

  1. নিচের কোন মৌলটি স্থায়ী আইসোটোপ আছে ?

Na

K

Fe

 কোনটিই নয়

  1. পারদের রেখা বর্ণালিতে কোন রংটি সুস্পষ্ট ভাবে পাওয়া যায়?

নীল

হলুদ

 কমলা

আসমানি

  1. নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয় না?

বীজ

 যাইগোস্পো

সস্যকলা

ভ্রূণ

  1. Choose the correct sentence–

I have been lived here since five years

I am living here for five for years

 I have been living here for five years

I live here for five years

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

1 thought on “Medical Admission Question Solution 2018”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 2 =