Medical Admission Question Solution 2006

    1. এর মধ্যে কোনটি মূলের বৈশিষ্ট্য-

    জাইলেম এন্ডার্ক

     ভাস্কুলার বান্ডল সব সময়ই অরীয়

    কর্টেক্স অপেক্ষাকৃত ছোট

    অর্ধঃত্বক থাকে

    1. কোন উক্তিটি সত্য নয়?

    সুষম বেলনাকৃতি বস্তুর অভিকর্ষকেন্দ্র এর অক্ষের মধ্য বিন্দুতে অবস্থিত

    গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যাস্তানুপাতিক

    স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোন বস্তুকে অন্য কোন অবস্থায় বা অবস্থােনে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে।

     সংরক্ষণশীর বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব নয়

    1. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

    প্যারিস

    লন্ডন

     লিঁও

    রোম

    1. কোনটি সঠিক নয়?

    প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড তৈরিতে সকল তড়িৎদ্বারে দ্রবণের তাপমাত্রা 298 k (250C)298 k (250C) রাখা হয়

     ধাতব বন্ধন সমযোজী বন্ধনের চেয়েও দুর্বল

    শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই সাম্যবস্থা কার্যকর হলেও সব বিক্রিয়াই উপযুক্ত অবস্থায় উভমুখী হতে পারে

    ক্যাটায়ন বা ধনাত্মক আয়নের ব্যাসার্ধ তার পারমাণবিক ব্যাসার্ধ অপেক্ষা কম হয়

    1. প্রতিবিম্বের অবস্থান : বক্রতার কেন্দ্রে প্রকৃতি : বাস্তব এবং উল্টো বিবর্ধন : 1 অবতল দর্পণে বস্তুর যে অবস্থায় উপরেরগুলি সত্য হবে-

    বস্তু প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থিত

     বস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত

    বস্তু অসীম দূরত্বে অবস্থিত

    বস্তু বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিত

    1. Hold water means-

    Keep water for the dry season

     bear examination

    store water

    patience

    1. কোন উক্তিটি সত্য নয়?

    রেকটিফাইড স্পিরিড হল ৯৫.৬% ইথারল ও ৪.৪% পানির মিশ্রণে

    জলীয় দ্রবণের ফেরিক ক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়ে ফেরিক হাইড্রোক্সাইড ও লঘু HCl এসিড উৎপন্ন করে। তাই FeCl3FeCl3 এর জলীয় দ্রবণে অম্লধর্মী হয়।

     ডাইক্লোরোডাইফ্লোরো মিথেনকে Freon 21 বলে

    চেতনানাশক CHCl3CHCl3 বিশুদ্ধ কিনা সেটা জানার জন্য এটি ব্যবহারের পূর্বে এর 2-1 ফোঁটা AgNO3AgNO3 দ্রবণে যোগ করা হয়

    1. কোন উক্তিটি সত্য নয়?

     ্যাফিনোজ একটি ডাইস্যঅকারাইড

    ভাইরাসে DNA ও RNA উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে

    দ্বিবীজপত্রী উদ্ভিদের পুষ্পস্তবকগুলো সাধারণত তিন বা তিনের গুণিতক হয়

    জাইমেজ নামক এনজাইমের কার্যকারিতায় ফার্মেন্টেশন ঘটে

    1. বাইরে শক্তির সাহায্য ছাড়া কোন স্বয়ঃক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতায় উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। এটি কোন বিবৃতি?

    কেলভিনের বিবৃতি

    কার্নোর বিবৃতি

     ক্লসিয়াসের বিবৃতি

    প্ল্যাঙ্কের বিবৃতি

    1. কোনটি সঠিক নয়?

    হাইড্রোজেনকে শ্রেণী 1A এবং শ্রেণি VIIA এ উভয় শ্রেণিতে স্থান দেয়ার পক্ষে যুক্তি দেখানো সম্ভব

     তুলনামূলকভাবে দ্রবণে যে উপাদানের পরিমাণ কম থাকে এবং অন্য উপাদানকে দ্রবীভূত করে, তাকে দ্রাবক বলে

    শুষ্ক কোষ একটি লেকল্যান্স বিদ্যুৎ কোষের ভিন্নরূপ

    দ্রবণ তাপে দ্রাবের পরিমাণ ১ মোল এবং দ্রাবকের পরিমাণ তুলনামূলকভাবে অনেক অনেক বেশি হতে হয়

    1. কোন উক্তিটি সত্য নয়?

    অভিস্রবণ প্রক্রিয়া শুধুমাত্র এক ধরনের দ্রাবকের মধ্যে ঘটে

    নিউক্লিওলাস রাইবোসোম প্রস্তুত করে

     মাইটোসিসের মেটাফেজ লুপ সৃষ্টি হয়

    C3C3 উদ্ভিদের পাতার বান্ডল সিথ কোষ ফটোসিনথেটিক নয়

    1. কোন উক্তিটি সত্য নয়?

    লিচু ও জায়ফলের বীজে যে তৃতীয় স্তর সৃষ্টি হয়, তাকে এরিল বলে

     পেয়ারা গাছে বেষ্টনী বাকল পাওয়া যায়

    শালগম ক্রুসিফেরি গোত্রের অন্তর্ভক্ত

    সবুজ উদ্ভিদে গ্লাইকোজেন সম্পূর্নভাবে অনুপস্থিত

    1. কোন উক্তিটি সত্য নয়?

    আরশোলার প্রথম বক্ষীয় এবং প্রথম উদরীয় শ্বাসরন্ধ্র সবসময় খোলা থাকলেও প্রয়োজন অনুপাতে বাকীগুলো খোলা বা বন্ধ থাকে

     অমেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড দেহের অঙ্কীয়দেশে থাকে

    আলমোনারি ধমনি হৃৎপিণ্ড থেকে ফুসফুসে অক্সিজেন বিহীন রক্ত বহন করে

    আরশোলার অ্যান্টেনার গোড়ায় অবস্থিত ওসেলাস একক প্রতিবিম্ব সৃষ্টিতে সাহায্য করে

    1. তেলা পোকার প্রথম ম্যাক্সিলার অংশ নয় –

    সাবমেন্টাম

     কার্ডো

    স্টাইপস

    ল্যাসিনিয়া

    1. ব্রঙ্কিয়াল নালীগুলোর কোনটি সঠিক পর্যায়ক্রম?

    মুখ্য ব্রঙ্কাই-ব্রঙ্কিওল-গৌণ ব্রঙ্কাই-শ্বসন ব্রঙ্কিওল -প্রান্তীয় ব্রঙ্কিওল-অ্যালভিওলারনালি -অ্যালভিওলি

    মুখ্য ব্রঙ্কাই-ব্রঙ্কিওল-গৌনব্রঙ্কাই-শ্বসন ব্রঙ্কিওল-প্রান্তীয় ব্রঙ্কিওল-অ্যালিভিওলারনালি -অ্যালভিওলি

    মুখ্য ব্রঙ্কাই-গৌণ ব্রঙ্কাই-ব্রঙ্কিওল-শ্বসন ব্রঙ্কিওল-প্রান্তীয় ব্রঙ্কিওল-অ্যালভিওলার নালি-অ্যাভিওলার থলি-অ্যালভিওলি

     মুখ্য ব্রঙ্কাই গৌণ ব্রঙ্কাইব্রঙ্কিওলপ্রান্তীয় ব্রঙ্কিওলশ্বসনব্রঙ্কিওলঅ্যালভিওলারনালিঅ্যালভিওলার থলিঅ্যালভিওলি

    1. Climacteric rise – এর ফলে যেটি হয়ে থাকে-

    ফল পাকায় সুগন্ধি দ্রব্যের সৃষ্টি

    ফলে পেকটিন পদার্থের নামকরণ ঘটে

     ফল পাকার শুরুতে হঠাৎ শ্বসন হার বৃদ্ধি পাওয়া

    ফল পাকায় রং-এর পরিবর্তন

    1. মানুষের রেচনতন্ত্রে সাহায্যে দেহের প্রায় কত শতাংশ রেচিত হয়?

    ৭০

     ৮০

    ৯০

    ১০০

    1. According to the above passage , WHO estimate of people infected with HIV in the 21th century , compared to the current trend will be ___ the actual number.

     less than

    almost equal to

    more then

    far less than

    1. Now, the people at risk for developing HIV include the

    general population

    intravenous drug users

     homosxuals

    female sex workers

    1. According to the passage , the segment of the — with probably constitute majority of AIDS cases in the 21th Century .

     heterosexual men and women

    heterosexual women and children

    heterosexual women

    homosexual men

    1. For the following sentence , choose the one underlined word that is incorrect in standard written English : Over eating, in addition to lack of attention to nutrition , are said to be the major cause of obesity among est the affluent.

    Lack

     are

    be

    cause

    1. ’তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?

    ফিলিপাইন

    চীন

     রাশিয়া

    ইসরাইল

    1. প্রবাহ এবং প্রবাহকাল পরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহের ফলে উদ্ভূত তাপ পরিবাহকের রোধের সমানুপাতিক হয়। এটি হলো-

    তাপ উৎপাদন সম্পর্কিত জুলের প্রথম সূত্র

    কার্শফের প্রথম সূত্র

    কার্শফের দ্বিতীয় সূত্র

     তাপ উৎপাদন সম্পর্কিত জুলের দ্বিতীয় সূত্র

    1. ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে যেটি তরুণাস্থির প্রকারভেদে পড়েবে না-

    ক্যালসিফাইড

     স্পঞ্জ

    স্বচ্ছ

    স্থিতিস্থাপক

    1. A person whose ‘head’ is in the ‘clouds’ is

    useless

    proud

    an aviator

     a day dreamer

    1. কোনটি সালফার ট্রাইঅক্সাইড এর ধর্ম নয়?

    পানিতে সালফিউরিক এসিড উৎপন্ন করে

    কঠিন কিন্তু উদ্বায়ী

    পানিতে খুব বেশী দ্রবণীয়

     এটি মূলত বিজারক পদার্থ

    1. যে সকল যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা যায় তাদের বলে-

    থার্মোমিটার

     পাইরোমিটার

    থার্মোকাপল

    হিপসোমিটার

    1. কোনটি বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য নয়?

    বিকীর্ণ তাপ বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে

    বিকীর্ণ তাপের সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না

     বিকীর্ণ তাপের শূন্যস্থানের মধ্য দিয়ে সঞ্চালিত হতে পারে না

    বিকীর্ণ তাপ আলোর বেগে সঞ্চালিত হয়

    1. যেটি আমিষ সংশ্লেষণ ও স্নেহজাতীয় পদার্থের বিপাক সাধন করে-

    মাইটোকন্ড্রিয়া

    এন্ডোপ্লাজম রেটিকুলাম

    গলজি বডি

     রাইবোসোম

    1. যেটি শ্বসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়-

    পানি পরিত্যক্ত হয়

    শক্তি নির্গত হয়

    দিন-রাত এই প্রক্রিয়া চলতে থাকে

     সমস্ত বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে সংঘটিত হয়

    1. কোনটি সঠিক নয়?

    আয়নিক যৌগের গলনাঙ্ক অত্যন্ত উচ্চ

    ক্ষার ধাতুসমূহের প্রথম আয়নীকরণ শক্তি কম হলেও দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেক বেশি

    ’শক্তির সৃষ্টি বা বিনাশ ঘটে না; শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় মাত্র।’ এটি তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র

     বাষ্পে বা বাষ্পীয় পদার্থে আন্তঃকণা আকর্ষণ সবচেয়ে বেশি

    1. আন্তর্জাতিক পরিবেশ দিবস যে দিন পালিত হয়-

      জুন

    ৯ মার্চ

    ২১ মে

    ৩১ মে

    1. কোনটি অক্ষিপেশি নয়?

    সুপিরিয়ার রেক্টাস

    সুপিরিয়ার অবলিক

     এক্সটাারনাল অবলিক

    এক্সটারনাল রেক্টাস

    1. Most appropriate translation of the sentence : সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা কাজ করেছিলাম।’

    We have been working before the sunset

    We had been working before the sunset

     We had worked before the sunset

    We would have been working before the sunset

    1. কোনটি সত্য নয়?

    হুইটস্টোন ব্রীজের নীতি ব্যবহার করে কোন অজানা রোধ নিণয় করা যায়

    যথাযথভাবে তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলী রাখা হলে, ফ্লেমিঙের বামহস্ত সূত্র অনুসারে বৃদ্ধাঙ্গুলী বলের দিক নির্দেশ করে

     ফেরোচৌম্বক পদার্থের নির্দিষ্ট কোন কুরীবিন্দু নাই

    তেজস্ক্রেয়তার একক কুরী

    1. কোন উক্তিটি সত্য নয়

    এস্টারের সংকেত R-COOR; এখানে R ও R হল অ্যালকোহল অথবা অ্যারাইল মূলক

    দুটি অরবিটালের অধিক্রমণে সব সময় সিগমা বন্ধন সৃষ্টি হয়

    1o, 2o, 3o 1o, 2o, 3o -এ তিন শ্রেণির মনোহাইড্রিক অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিণয়ে লুকাস বিকারক ব্যবহৃত হয়

     s-ব্লক মৌলসমূহের তুলনায় d-ব্লক মৌলসমূহে ধাতব বন্ধন কম শক্তিশালী

    1. হাইড্রা যখন তার দেহের ভর পদতলের উপর না রেখ কর্ষিকার উপর স্থাপন করে এবং কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টাভাবে ধীরে ধীরে চলে, তখন সেটি কি ধরনের চলন?

    গ্লাইডিং

    হেঁচড়ান

    ভাসা

     নতমুখী

    1. নিষেকক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে যেটি বলা হয়-

    অ্যাগ্যামোস্পার্মি

    অ্যাপোগ্যামি

    অ্যাপোস্পোরি

     অ্যাপোস্পার্মি

    1. কোনটি সঠিক নয়?

     বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি যদি উৎপাদনের মোট অভ্যন্তরীণ শক্তির চেয়ে বেশি হয় তাহলে সেই ধরনের বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বলে

    সন্ধি তাপমাত্রার নিচে অবস্থিত গ্যাসীয় অবস্থাকে কোন পদার্থের বাষ্প বলে

    দুটি ভিন্ন মৌলের পারমাণবিক ভর একই হতে পারে

    হিলিয়ামের গলনাংক ও স্ফুটনাংক সব মৌল ও যৌগের মোট অভ্যন্তরীণ

    1. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

    পাহাড়পুর

     সোনারগাঁ

    ময়নামতি

    ঢাকা

    1. কোনটি তড়িৎ বলরেখার ধর্ম নয়?

    দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না

    তড়িৎ বলরেখা খোলা বক্রাকার

     বলরেখা ধনাত্মক পরিবাহকের পৃষ্ঠের সাথে লম্বভাবে প্রবেশ করে

    তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে বেরে হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়

    1. Na2CO3Na2CO3এ কার্বনের শতকরা হার যত-

    15.9%

    43.4%

    45.3%

     11.3%

    1. Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP)-এর সদর দপ্তর কোথায়?

     ঢাকা

    নয়াদিল্লি

    ম্যানিলা

    ব্যাংকক

    1. কোনটি সত্য নয়?

    আলো তথ্য যে কোন বিকিরণ অসংখ্য কোয়ান্টা বা ফোটনের সমষ্টি

     একটি তড়িৎবীক্ষণ যন্ত্রে আধান যদি ’_’ এবং পরী্ক্ষণীয় বস্তুর আধান যদি ’+’ হয়, তবে পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পাবে।

    অসমভাবে উত্তপ্ত কোন পরিবাহকের তড়িৎপ্রবাহ চালনা করলে পরিবাহকের কোথাও উদ্ভব এবং কোথাও তাপের শোষণ হয়। একে বলে পেলশিয়ার ক্রিয়া

    সমোত্তল ও সমাবতল লেন্স-এর আলোক কেন্দ্রের অবস্থান লেন্সের ভিতরে মধ্য বিন্দুতে

    1. Choose the right from of verb : I have the (little) money.

     least

    less

    slightest

    little

    1. যেটি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য নয়-

    সহজেই হ্যালোজেনেশন, নাইট্রেশন প্রভৃতি প্রতিস্থাপন বিক্রিয়া দেয়

    বলয় আকৃতির

     KMnO4KMnO4 দ্বারা সহজেই জারিত হয়

    কার্বনের শতকরা হার অ্যালিফেটিক যৌগের চেয়ে অপেক্ষাকৃত বেশী

    1. Which sentence would be the most appropriate continuation of ‘We didn’t want to wake anybody up as.;..

    We went for a walk by the sea

    all the shops were shut

     we came in very quickly

    we didn’t know where we were going

    1. ফানজাই এর বৈশিষ্ট্য কোনটি নয়?

    এরা প্রধানত মৃতজীবী

     কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত

    সালোকসংশ্লেষণকারী রঞ্জক পদার্থ নেই

    অধিকাংশই বহুকোষী

    1. যদি কয়েকটি শব্দ একের পর এক উচ্চারিত হয়ে একটি সুরযুক্ত শব্দের সৃষ্টি করে, তবে তাকে বলে-

    অর্কেস্ট্রা

     মেলডি

    স্বরসংগতি

    সমতান

    1. কোন উক্তিটি সত্য নয়?

     ব্যাপন হার বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভরশীলএটি বাড়লে ব্যাপন হার বাড়বে, কমলে ব্যাপন হার কমবে

    ক্রসিং ওভারের শতকরা হার নিরূপনের দ্বারা ক্রোমাসোম ম্যাপ প্রস্তুত করা সম্ভব

    মায়োসিস, মেন্ডেলের সূত্রকে অনেকটাই ব্যাখ্যা করে

    স্ক্লেরেনকাইমার কোষপ্রাচীরে লিগনিনের উপস্থিতি থাকে

    1. কোনটি সঠিক নয়?

     পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে, তাপহারী বিক্রিয়াগুলো সাধারণত স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে

    হাইব্রিডিজেশন প্রক্রিয়ায় উৎপন্ন অরবিটালকে সংকর বা হাইব্রিড অরবিটাল বলে

    যে সব তড়িৎবিশ্লেষ্য পদার্থ দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয় এবং তড়িৎ পরিবহন করে তাদের তীব্র তড়িৎবিশ্লেষ্য বলে

    বেশির ভাগ বাস্তব দ্রবণই অনাদর্শ হিসেবে আচরণ করে

    1. Choose the right preposition : He died—-accident.

    for

     by

    at

    of

    1. গাঢ় সলিফিউরিক এসিড ও ম্যাঙ্গানিজ (IV) অক্সাইড বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে উত্তপ্ত অবস্থায় কোনটি বাদে যে কোন ধাতব হ্যালাইড এর বিক্রিয়ার ফলে হ্যালোজেন উৎপন্ন হয়?

     ফ্লুরাইড

    ব্রোমাইড

    ক্লোরাইড

    আয়োডাইড

    1. কোনটি অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য নয়?

     কণাগুলোর পর্যায়কাল সমান হলেও বিস্তার সমান নয়

    মাধ্যমের সকল কণাই পর্যাবৃত্ত গতি লাভ করে

    মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণায় সঞ্চলিত হয়

    মাধ্যমের কণাগুলো কখনো স্থির অবস্থা প্রাপ্ত হয় না

    1. প্রাইমারি ফ্লোয়েম যে ধরনের কোষ নিয়ে গঠিত হয় না-

     বাস্টতদ্ভ

    সীভনল

    সঙ্গীকোষ

    ফ্লোয়েম প্যঅরেনকাইমা

    1. যে সব পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তাদের এসিড বলে। অপরদিকে, যে সব পদার্থ প্রোটন দাতার কাছ থেকে প্রোটন গ্রহণ করতে পারে তাদের ক্ষারক বলে। এটি কোন মতবাদ

    লা শ্যাতেলিয়ারের মতবাদ

    অ্যারহেনিয়াস মতবাদ

    অসওয়াল্ডের লঘুকরণ মতবাদ

     ব্রানস্টেডলাউরি মতবাদ

    1. ’সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যাটির শিল্পী কে?

    শামিম শিকদার

     নিতুন কুণ্ডু

    হামিদুজ্জামান

    মৃণাল হক

    1. কোনটি সত্য নয়?

    কোন ডি, সি, মেইন লাইনের দুটি তারের কোনটি ধনাত্মক তা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করা যায়

    আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

    কোন কুণ্ডলীতে প্রবাহমাত্রা এক একক হলে, ঐ কুণ্ডলীর সাথে জড়িত মোট ফ্লাক্স সংখ্যাগতভাবে এর স্বাবেশ গুণাঙ্কর সমান

     অবতল উত্তল উভয় দর্পনের ক্ষেত্রে, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের সমান হয়

    1. আবেগ, উদ্বেগ প্রভৃতির প্রদান কেন্দ্র হিসেবে কাজ করে-

     হাইপোথ্যালামাস

    সেরেব্রাম

    কর্পাস স্ট্রায়েটাম

    থ্যালামাস

    1. The correct passive form of the sentence : ‘Take care of your health’ is-

    Let your health taken care of

    Health is taken care by you

    Let your health taken care

     Let your health be taken care of

    1. কোন উক্তিটি সত্য নয়?

    চেতনানাশক ক্লোরোফরমকে ফসজিন গ্যাসের বিপদ থেকে রক্ষার জন্য ১% ইথানল যোগ করা হয়

    ’ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড’ নাইট্রোজেনের একটি অক্সাইড যেটি বর্ণহীন কঠিন পদার্থ এবং HNO3HNO3 এর অন্যাহাইড্রাইড

    কক্ষ তাপমাত্রার লুকাস বিকারকের সঙ্গে প্রাইমারী বা ১ ডিগ্রী অ্যালকোহল যোগ করা মাত্রই সাদা অধঃক্ষেপ বা তৈলাক্ত স্তর সৃষ্টি করে

     থার্মোপ্লাস্টিক প্লাস্টিকগুলো গঠনে সরল শিকল পলিমার

    1. কোনটি মানবদেহের টার্সাল অস্থি নয়?

    কুনিফর্ম

     ট্রাপেজিয়াম

    ক্যালকেনিয়াস

    কিউবয়েড

    1. গ্রিগনার্ড বিকারকের সাথে যেটির বিক্রিয়া দ্বারা টারসিয়ারী বা3o3oঅ্যালকোহল উৎপন্ন করা যায়-

    ফরম্যালডিহাইড

    মিথানল

    ইথানল

     কিটোন

    1. কোন উক্তিটি সত্য নয়?

    আরশোলার ভ্রুণোত্তর রূপান্তরের দুই খোলস মোচনের অন্তবর্তী কালকে স্টেডিয়াম বলে

    মেদ কলা দেহের সুষম আকৃতি দানে সাহায্য করে

     মানবদেহের ডান ফুসফুস দুই খন্ডবিশিষ্ট এবং বাঁ ফুসফুস তিন খণ্ডবিশিষ্ট

    হাইড্রার সিলোম সিলোমিক পাউচ থেকে উৎপত্তি লাভ করে

    1. কোন উক্তিটি সত্য নয়?

    ভরবেগের একক হল ভরের একক x বেগের একক (kgms−1)(kgms-1)

     কৌণিক বেগকে বৃত্তের ব্যাসার্ধ ভাগ করলে রৈখিক বেগ পাওয়া যায়

    শব্দের তীব্রতা উৎসের কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক

    রূদ্ধতাপীয় রেখা সমোষ্ণ রেখার চেয়ে অধিকতর খাড়া

    1. অ্যামিনের সাধারণ নামকরণ পদ্ধতিতেCH3−CH2−NH−CH3CH3-CH2-NH-CH3অ্যামিনের নাম হল-

     ইথাইল মিখাইল অ্যামিন

    ইথাইল অ্যামিন

    আইসো প্রোপাইল অ্যামিন

    ট্রাই মিথাইল অ্যামিন

    1. উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি দেহাভ্যন্তরে থেকে বাষ্পাকারে বাইরে নির্গত হয় তাকে বলে-

    অভিস্রবণ

    ইনবাইবিশন

     প্রস্বেদন

    নিস্রাবণ

    1. কোন রাসায়ণিক বন্ধনের প্রকার ভেদে পড়ে না?

     সন্নিবেশ আয়নিক বন্ধন

    আয়োনিক বন্ধন

    সমযোজী বন্ধন

    সন্নিবেশ সমযোজী বন্ধন

    1. পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে সেটির নাম-

    তালেবান লাইন

    ম্যাকমোহন লাইন

    র‌্যাডক্লিফ লাইন

     ডুরাল্ড লাইন

    1. কোনটি সত্য নয়?

     গৌণ কোষের উপাদানগুলো শেষ হয়ে গেলে আবার নতুন উপাদান দিয়ে তৈরি করতে হয়

    বায়ু তড়িৎ পরিবাহী নয়

    তাপের একক ক্যালরিতে থাকলে তাকে ৪.২ দিয়ে গুণ করলে জুলে রূপাস্তরিত হয়

    অ্যামিটারের সাহায্যে বর্তনীয় তড়িৎপ্রবাহ সরাসরি অ্যাষ্পিয়ার এককে পরিমাপ করা যায়

    1. কোন উক্তিটি সত্য নয়?

    শুক্রাণু প্রতি সেকেন্ডে ১-৪ মিলিমিটার পথ অতিক্রম করে থাকে

    নিউরোনের অ্যাকসন স্নায়ুতন্ত্রের মায়োলিন আবরণীহীন অংশকে র‌্যানভিয়ার-এর পর্ব বলে

     অ্যান্টিজেন রক্তরসে দ্রবীভূত থাকে

    চেষ্টীয় স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে স্নায়ু আবেগ পরিবহন করে

    1. টায়ালিন ও মলটেজ কোন রসে পাওয়া যায়?

    আন্ত্রিক

    পাকস্থলী

     লালা

    অগ্ন্যাশয়

    1. Fill up the blank : The tree has been blown—-by the strong wind.

    off

     away

    up

    out

    1. তরলের পৃষ্ঠটানের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

     উষ্ণতা বৃদ্ধি পেলে পৃষ্ঠদান বৃদ্ধি পায়

    মুক্ততলের সংস্পর্শে যে মাধ্যম থাকে তার উপর পৃষ্ঠটানের মান নির্ভর করে

    তরলের মুক্ততলে বা পৃষ্ঠে কোন কিছু ভাসমান থাকলে তরলের পৃষ্ঠটান কমে যায়

    তরলের তড়িতাহিত হলে এর পৃষ্ঠটান হ্রাস পায়

    1. কোনটি সঠিক নয়?

    আয়নিক যৌগসমূহ দ্রবণে বিদ্যুৎ পরিবাহী

    গ্রুপ IIA এর মৌলসমূহের যোজ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস হল

     রাসায়নিক সমীকরণ প্রকাশের সময় বিক্রিয়ার উভয় দিকের সকল মৌলের সমতা আসলে সমীকরণের মাঝে ‘=’ চিহ্নের পরিবর্তে ‘—>’ চিহ্ন বসানো হয়

    ক্ষার ধাতুসমূহ পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে ধাতব হাইড্রক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়

    1. বিশুদ্ধ খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর যেখানে অবস্থিত-

    লন্ডন

    জেনেভা

     রোম

    প্যারিস

    1. কোনটি সত্য নয়?

    সান্টে একটি অল্পমানের রোধ সংযুক্ত করা হয়

    1oA = 10−10 metre1Ao = 10-10 metre

    6o6o অপেক্ষা কম প্রিজম কোণ বিশিষ্ট প্রিজমকে সরু বা পাতলা প্রিজম বলে

     যে সব পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয় এবং আবিষ্ট চুম্বকায়নে অভিমুখ আবেশী ক্ষেত্রের অভিমুখ বরাবর হয়, তাদেরকে প্যারাচুম্বক পদার্থ বলে

    1. কোন উক্তিটি সত্য নয়?

    হাইড্রার নেমাটোসিস্টের মধ্যে স্টিনোটিল বৃহত্তম

    অলিন্দের ডায়াস্টোল এবং নিলয়ের সিস্টোল এর সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে

    তরুণাস্থিতে অবস্থিত ল্যাকুনাগুলো তরলে পূর্ণ থাকে

     রেটিনারডকোষগুলি উজ্জল আলোকে সংবেদী

    1. Choose the correct indirect speech- He asked me, ‘Are you happy in your new job’?

    He asked me if had been happy in my new job

    H asked me if I have been happy in my new job

     He asked me if I was happy in my new job

    He asked me whether I am happy in my new job

    1. কোন উক্তিটি সত্য নয়?

    লুকাস বিকারকের সাথে ফেনলে বিক্রিয়া না করলেও, অ্যালকোহল লুেকাস বিকারকের সাথে অ্যালকোহল ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ দেয়

     নাইট্রেট মূলকের পরীক্ষার সনাক্তকরণের বলয় পরীক্ষার জন্য সব সময় ফেরিক সালফেটের দ্রবণটি সদ্য প্রস্তুত হতে হবে

    ’হাকেম নিয়ম’ অনুসারে বেনজিন একটি এরোমেটিক যৌগ কারণ বেনজিন অণুতে সঞ্চরণশীল 6টি ππ ইলেকট্রন আছে এবং ৬ একটি হাকেল সংখ্যা

    কিটোনের কার্যকরী মূলক হল ‘কিটোনিক মূলক’ -CO-

    1. কোন বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে তবে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন, মোট তাপশক্তির পরিবর্তন সর্বদা সমান হবে। এটিকে কোন সূত্র বলে?

    ল্যাভয়সিয়ে ল্যাপলাসের সূত্র

    রাউন্ডের সূত্র

     হেসএর তাপ সমষ্টিকরণ সূত্র

    ফাযানের সূত্র

    1. প্রম্বেদন হ্রাসের জন্য, কোনটি অঙ্গসংস্থানিক অভিযোজন নয, বরং অন্তর্গঠনিক অভিযোজন-

    পাতার আয়তন কমানো

    পাতার সংখ্যা হ্রাস

    পাতা গুটানো

     কাণ্ডে কর্ক টিস্যুর সৃষ্টি

    1. কোন উক্তিটি সত্য?

     কোনো সিস্টেমের শক্তির রূপান্তরের অক্ষমতাকে এনট্রপি বলে

    যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে নাল ভেক্টর বলে

    রৈখিক বেগের মাত্রা ms−1ms-1

    কোনো বস্তুর ত্বরণ বস্তুর নিট বলের ব্যাস্তানুপাতিক

    1. কোনর উক্তিটি সত্য নয়?

    কোন কারণে যদি ক্যাম্বিয়ান এর কার্যকারিতা ব্যাহত হয়ে একই ঋতুতে একাধিক কাণ্ঠ বলয় গঠিত করে, তাকে মেকী বর্ষ বলা হয়

    1. coll ব্যাকটেরিয়াতে বহুরূপীতা দেখা যায়

    ফলের রং ক্রোমোপ্রাস্ট দ্বারা সৃষ্ট

     উদ্ভিদের অবাত শ্বসন প্রক্রিয়াকে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র এই চারটি পর্যায়ে ভাগ করা যায়

    1. যেটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য নয়?

    এরা সচরাচর পানিতে অদ্রবণীয়

     এদের মাঝে সচরাচর সমাণুতা দেখা যায় না

    এগুলো সাধারণত অমেরুক বা অপোলার

    এগুলো সাধারণত উদ্বায়ী

    1. সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে বিষয়ে পুরস্কার দিয়ে যাননি-

    শান্তি

    চিকিৎসা বিজ্ঞান

    পদার্থবিজ্ঞান

     অর্থনীতি

    1. চৌম্বক বলরেখার ধর্মাবলির বেলায় যেটি সত্য নয়-

     চৌম্বক মেরুর কাছে এরা পরস্পরকে ছেদ করে

    চৌম্বক বলরেখা বদ্ধ বক্ররেখা

    এরা পরস্পরের উপর আড়াআড়িভাবে পার্শ্বচাপ প্রয়োগ করে

    একটি কাল্পনিক, বিচ্ছিন্ন ও মুক্ত উত্তর মেরু বলরেখা বরাবর পরিভ্রমণ করে

    1. কোন উক্তিটি সত্য নয়?

     ম্যালেরিয়ার পরজীবীর অযৌন চক্রের সর্বশেষ ধান স্পোরোজয়েট

    আলশোলার ট্রাকিয়ালতন্ত্রে দশজোড়া স্পাইরাকল বিদ্যামন

    নারীর বয়ঃসন্ধিক্ষণে রজঃচক্র শুরু করতে গোনাডেট্রপিক হরমোনের প্রভাব অপরিহার্য

    মানবদেহের শ্রেণি-অস্থিরচক্রের অ্যাসেটাবুলামে ফিমারের মস্তক আটকানো থাকে

    1. Which would be an acceptable synonym of the word ‘hospitality’?

     welcome

    sick

    pharmacy

    hospital

    1. কোনটি লাইপেজ এনজাইম নয়?

    লেসেথিনেজ

     হনুলিনেজ

    এন্টারেজ

    কোলএস্টারেজ

    1. কোন উক্তিটি সত্য নয়?

     বোরাক্স বিড পরীক্ষায় কোরাল্টের উপস্থিতিতে বোরাক্স বিড উত্তপ্ত শীতল উভয় অবস্থায় লালপে বাদামী দেখায়

    Br2Br2 এর লাল বর্ণ পরিবর্তন দ্বারা ππ বন্ধনের শনাক্তকরণ সম্ভব

    বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রক্সিল মূলক (-OH) দ্বারা প্রতিস্থাপিত হলে কার্বলিক এসিড নামক ফেনল পাওয়া যায়

    2 : 4- ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন কার্বনাইল মূলক (>C + O) এর শনাক্তকরণের একটি পরীক্ষা

    1. নিচের কোন উক্তিটি সত্য নয়?

    কক্ষ তাপমাত্রায় ও হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে ফেনলের মধ্যে লাল বর্ণের ব্রোমিন-পানি যোগ করলে 2, 4, 6 ট্রাইব্রোমা ফেনলের সাদা অধঃক্ষেপ ও HBr উৎপন্ন হয়। এটি একটি ফেনলের শনাক্তকরণ পরীক্ষা

    অ্যালকোহলের অম্লধর্মিতা পানি অপেক্ষা কম

    জারণ প্রক্রিয়ায় 1o, 2o, 3o1o, 2o, 3o পার্থক্য নিণয় করা যায়

     গাঢ় সালফিউরিক এসিডের সাথে ফেনলে উচ্চ তাপমাত্রায় (100oC)(100oC) অর্থো ফেনল সালফোনিক এসিড গঠন করে

    1. কোন উক্তিটি সত্য নয়?

    স্কেলার রাশির যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি সাধারণ গণিতের নিয়মানুসারে হয়

    কোন শব্দের মধ্যে যদি একাধিক কম্পাংক থাকে তাহলে সেই শব্দকে স্বর বলে

     সকল অকেলাসী পদার্থের গলনাংক হিমাংক একই

    অভিন্ন চাপ ও তাপমাত্রায় যে কোন গ্যাসের এক মোল একই আয়তন দখল করে

    1. কোনটি সঠিক নয়?

    গ্রাফাইটের কাঠামোতে প্রতি কার্বন পরমাণুতে তিনটি সংকর অরবিটালের মাধ্যমে অপর তিনটি কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত

    ট্রাইমেট্টিক বিশ্লেষণে বিক্রিয়ায় অংশ গ্রহণকারী দুটি দ্রবণের মাঝে যেটির শক্তিমাত্রা জানা থাকে, সেই দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে

     সাম্যধ্রুবকের মান বড় হলে বিক্রিয়কের তুলনায় উৎপাদের পরিমাণ অনেক কময় হয়

    বিটা রশ্মির ছেদন ক্ষমতা আলফা রশ্মি অপেক্ষা বেশি আবার গামা রশ্মি অপেক্ষা কম

    1. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধি লাভ করেন কতজন?

     ৪২৬

    ৬৮

    ১৭৫

    1. যেটি ক্যাথোড রশ্মির ধর্ম নয়-

    ক্যাথোড রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে

    ক্যাথোডে রশ্মি তাপ উৎপন্ন করে

     ক্যাথোডে রশ্মি পরস্পরকে আকর্ষণ করে

    ক্যাথোডে রশ্মির ভরবেগে আছে

    1. If restated, the sentence, that would best replace ‘As a conductor of heat and electricity, aluminium exceeds all metals except silver and gold.’

    Silver and gold are exceeded only by Aluminium as conductors of heat and electricity

    With the exception of aluminium, silver and gold are better than any other metal as conductors of heat and electricity

     Silver and gold are better conductors of hear and electricity than aluminium is

    Aluminium is a better conductor of heat and electricity than silver and gold

    1. যে বিক্রিয়ায় গাঢ়H2SO4H2SO4(নিরুদক) এর প্রভাবে 160oC160oC তাপমাত্রায় ইথানল থেকে অসম্পৃক্ত যৌগ ইথিন উৎপন্ন হয় :

    প্রতিস্থাপন বিক্রিয়া

     অপসারণ বিক্রিয়া

    যুত বিক্রিয়া

    পারমাণবিক পুনর্বিন্যাস

    1. ম্যালেরিয়া পরজীবীর কোন প্রজাতির সুপ্তাবস্থা সবচেয়ে কম?

    প্লাজমোডিয়াম ভাইভেক্স

    প্লাজমোডিয়াম ওভেলি

     প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম

    প্লাজমোডিয়াম ম্যালেরি

    1. পেনিসিলিয়ামের শ্রেণি বিন্যাসে কোনটি সঠিক নয় :

    শ্রেণি : অ্যাসকোমাইসিটিস

    জগত : ফাঞ্জাই

     গোত্র : পেনিসিলিয়াম

    ফাইলাম : অ্যাসকোমাইকোটা

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =