Medical Admission Question Solution 2002

    1. কোনটি সত্য নয়?

    বৃদ্ধি পর্যায়ে স্পার্মাটোগোনিয়া বিপুল পরিমাণ পুষ্টিদ্রব্য ও ক্রোমাটিন পদার্থ সঞ্চয় করে

    স্পার্মাজোনেসিসে মূখ্য ঝিল্লি সৃষ্টি হয় না

    উত্তজেনেসিসে মূখ্য ঝিল্লি সৃষ্টি হয়

     স্পার্মাটোজেনেসিসে পূর্ণতা প্রাপ্তির সমস্ত প্রক্রিয়া শুক্রাশয়ে সম্পন্ন হয় না

    1. কোন নীতি/সূত্র অনুযায়ী অযুশ্ম ইলেকট্রনসমূহের স্পিন একই মুখী হবে?

    পাউলীর নীতি

     হুন্ডের সূত্র

    আউফবাউ নীতি

    আয়নিকরণ বিভব নীতি

    1. আন্তঃআণবিক বলের মাত্রা বা অণুতে বন্ধনের প্রকৃতির উপর নির্ভর করে যৌগসমূহের মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়?

    ভাগ করা যায় না

    দুটি ভাগে

     তিনটি ভাগে

    চারটি ভাগে

    1. কোনটি ধারকের শক্তির সমীকরণ নয়?

    12Q2C12Q2C

     12QC212QC2

    12CV212CV2

    12QV12QV

    1. চার্জের অবস্থান সবসময়ই বস্তুর-

     বাইরের পৃষ্ঠে

    সর্বত্র

    ভিতরের পৃষ্ঠে

    কেন্দ্রে

    1. Entamoeba histolytica – র জীবন চক্রের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
    2. histolytica মানুষের বৃহদান্ত্রে অন্তঃপরজীবী হিসেবে কাজ করে

    ক্রনিক অবস্থায় এরা অন্ত্রের প্রাচীর ভেদ করে রক্তে সংবহিত হয়ে যকৃতে ক্ষত সৃষ্টি করে

    জীবাণুর ট্রফোজয়েট দশা অত্যন্ত সক্রিয় ও সচল

    1. histolytica – সিস্টগুলো পোষকের মলের সঙ্গে দেহ থেকে নির্গত হয়ে সাধারণ ঘরের তাপমাত্রায় সপ্তাহ বেঁচে থাকে
    2. সরিষার (গোত্র -Cruciferae ) পুষ্প সংকেত হলো –

    ⊕0+বৃ+ ×পুং+ () [⊕0+K2+2 C2×2 A4+2G(2)]⊕0+বৃ২+২ দ২×২পুং৪+২ গ(২) [⊕0+K2+2 C2×2 A4+2G(2)]

    ⊕0+বৃ ()পুং(α) () [⊕0+KK5 C5 A(α)G(5)]⊕0+বৃ৫ দ(৫)পুং(α) গ(৫) [⊕0+KK5 C5 A(α)G(5)]

    ⊕0+বৃ+ ×পুং+ () [⊕0+K2+2 C2×2 A4+2G(3)]⊕0+বৃ২+২ দ২×২পুং৪+২ গ(২) [⊕0+K2+2 C2×2 A4+2G(3)]

     ⊕0+বৃ+ ×পুং+ () [⊕0+K2+2 C2×2 A4+2G(2)]⊕0+বৃ২+২ দ২×২পুং৪+২ গ(২) [⊕0+K2+2 C2×2 A4+2G(2)]

    1. কোনটি সত্য নয়?

    র‌্যাফাইড মুখে চুলকানী সৃষ্টি করে

    ক্যালসিয়াম কার্বনেট কেলাসিত হয়ে আঙ্গুরের ছড়ার মত হলে তাকে সিস্টোলিথ বলে

     প্রকৃত উদ্ভিদ কোষের ফটোসিনথেটিক কোষে গ্লাইকোপ্রোটিন আছে

    উচ্চশ্রেণির উদ্ভিদ কোষে ক্লোরপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মত হয়ে থাকে

    1. কোনটি সঠিক নয়?

    আরশোলার পুঞ্জক্ষি (১২০০-১৮০০) ওমাটিডিয়া নিয়ে গঠিত

    আরশোলার শুক্রাধার শুক্রাণু সাময়িকভাবে জমা রাখে এবং পুষ্টি দিান করে

    আরশােলার চোখে লেন্স নেই

     আরশোলার প্রতিটি অণুডিম্বাশয় থেকে এক এক করে ১০ টি পরিণত ডিম একসাথে জনন থলিতে নেমে আসে।

    1. কোনটি পরজীবীর বৈশিষ্ট্য নয়?

    পোষক দেহ থেকে পুষ্টি ও আশ্রয় লাভ করে

    পোষকের কিছু না কিছু ক্ষতি করে

     প্রজনন ক্ষমতা কম

    স্বাধীন জীবন-যাপনে অক্ষম হয়

    1. কোনটিকে পানি দিয়ে ফুটালে জিলেটিন পাওয়া যায়?

    ইউরিয়েজ

    নিউক্লিয়োপ্রোটিন

    কেরাটিন

     কোলাজেন

    1. কোনটি শ্রাব্যতার সীমা?

     20 Hz হতে 20000 Hz

    200 Hz হতে 2000 Hz

    20 Hz হতে 120000 Hz

    10 Hz হতে 10,000 Hz

    1. সব জীবের ক্ষেত্রেই DNA কয়টি রাসায়নিক ক্ষার নিয়ে গঠিত?

    তিনটি

    পাঁচটি

     চারটি

    দুইটি

    1. বিভিন্ন পেশিকলার গঠন প্রকৃতিতে যেটি সত্য নয়-

    রৈখিক বা ঐচ্ছিক পেশিতনম্তু’র সারলোলেমা সুস্পষট এক আবরণে আবৃত থাকে

    মসৃণ বা অনৈচ্ছিক পেশিতে কোষের আবরণী বা সারকোলেমা অস্পষ্ট

    হৃৎপেশি বা কার্ডিয়াক পেশিতে সারলোলেমা বেশ সূক্ষ্ম

     মসৃণ বা অনৈচ্ছিক পেশির কোষের নিউক্কিলয়াসটি কোষের সরু অংশে অবস্থান করে

    1. RCN কেRCH2NH2RCH2NH2তে পরিণত করতে যে বিকারক লাগবে তা হচ্ছে-

    CH2COClCH2COCl

     LiAIH4LiAIH4

    KMnO4KMnO4

    KCN

    1. sp2sp2সঙ্করিত অরবিটালের বন্ধন কোণ কত?

    180o180o

    109o109o

     120o120o

    107o107o

    1. PV = K, এই সমীকরণটি সাধারণভাবে কোন সূত্রের প্রকাশ-

    চার্লসের সূত্র

     বয়েলের সূত্র

    চাপের সূত্র

    আদর্শ গ্যাস সমীকরণ

    1. একটি ক্ষুদ্র গোলাকার বস্তু কোন তরলের মধ্য দিয়ে প্রান্ত বেগে পড়ছে বস্তুর ওজন 0.03 N হলে এবং বস্তুর উপর ক্রিয়ারত পুরতা 0.01 N হলে, বস্তুর ‍উপর ক্রিযারত সান্দ্রু বল হবে-

    0.01 N

     0.02 N

    0.03 N

    0.04 N

    1. হাইড্রার কর্ষিকা ও নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় যে কাজটিতে অংশ গ্রহণ করে-

     চলন

    খাদ্য সংগ্রহ

    আত্মরক্ষা

    জনন প্রক্রিয়া

    1. অ্যাসিটাইল কোলিন এস্টাররেজের ভূমিকা-

    গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে

    সংশ্লেষে

     স্নায়ু উদ্দীপনা বহনে

    ফসফরাস বিপাকে

    1. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী-

     SiO2SiO2

    CO2CO2

    MnO2MnO2

    H2SH2S

    1. কপার পিরাইট আকরিক মাত্র-

    3-4% কপার থাকে

    1-2% কপার থাকে

    4-5% কপার থাকে

     2-3% কপার থাকে

    1. ট্রাইক্লোরোমিথেন কোন কাজে ব্যবহৃত হয়?

    কীটনাশক

     চেতনানাশক

    হীমকারক

    অগ্নিনির্বাপক

    1. একটি বস্তুর জড়তার ভ্রামক হলো-

     বস্তুর সবগুলো কণার জড়তার ভ্রামকের যোগফল

    বস্তুর সবগুলো কণার জড়তার ভ্রামকের গুণফল

    বস্তুর কেন্দ্রের কণার জড়তার ভ্রামক

    বস্তুর উপরিতলের কণার জড়তার ভ্রামকের যোগফল

    1. ঘাতবল বলতে আমরা বুঝি-

    বলের মান কম ক্রিয়াকাল বেশি

    বলের মান ও ক্রিয়াকাল সমান

     বলের মান খুব বেশি ক্রিয়াকাল কম

    কোনটিই নয়

    1. Who did this? active voice টির সঠিক passive voice কোনটি?

     By whom was this done?

    By who this was done?

    This was done by whom?

    By whom this was done?

    1. আবৃতবীজী উদ্ভিদের প্রজনন সম্বন্ধে নিম্নের কোনটি সত্য নয়?

    পরাগরেণুর সাইটপ্লাজম থাকে ঘন এবং প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটি থাকে মাঝখানে

    ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষটি মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি করে

    ডিম্বাণুর দু’পাশের দুটি নিউক্লিয়াসকে সিনারজিড বা সাহায্যকারী নিউক্লিয়াস বলা হয়

     পরাগনলিকার ভিতরে অবস্থিত জনন নিউক্লিয়াসটি মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হলে দুটি শুক্রাণু তথা পুংগ্যামেট সৃষ্টি করে

    1. শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে রূপান্তরকে বলে-

    পরিপাক

    শোষণ

     আত্তীকরণ

    অভিশোষণ

    1. স্পোরাজয়েট দেখতে-

    ডিম্বাকার

     মাকু আকৃতি

    গোলাকার

    প্যাঁচানো

    1. জার্মেনিয়াম একটি-

    ধাতু

    অধাতু

     অর্ধধাতু

    অর্ধেক

    1. সিলিকনের ইলেকট্রন বিন্যাস কোনটি?

    Si(14)=1s22s22p63s23p2Si(14)=1s22s22p63s23p2

     Si(14)=1s22s62p63s2Si(14)=1s22s62p63s2

    Si(14)=1s22s22p23s22p22s4Si(14)=1s22s22p23s22p22s4

    Si(14)=1s22s22p63s2Si(14)=1s22s22p63s2

    1. কোনটিতে সৌর কোষ ব্যবহৃত হয় না?

    রিলে

    কৃত্রিম উপগ্রহে

    দ্রুতগতি সম্পন্ন গণকে

     রেকটিফায়ার

    1. গামা রশ্মির ভেদন ক্ষমতা X রশ্মির চেয়ে-

     বেশি

    কম

    সমান

    কোনটিই নয়

    1. সঠিক Preposition দিয়ে শূন্যস্থান পূরণ কর- He is afraid—–the dog.

    by

    for

     of

    to

    1. পাতা সীথযুক্ত, স্বরূপ বর্ষজীবী হার্ব, শিরাবিন্যাস সমান্তরাল, বৃতি নাই, তবে গ্লুম আছে, ফল নিরস অবিদারী, ক্যারিঅপসিস। উপরের বৈশিষ্ট্যসমূহ হতে এটি কোন উদ্ভিদ বলে শনাক্ত করা হবে-

    পেয়ারা

     ভুট্টা

    শাপলা

    বেগুন

    1. একটি চিহ্নিত পেশীতে নিউক্লিয়াস থাকে-

    একটি

    দুইটি

    পাঁচটি

     শতাধিক

    1. স্নায়ুতন্ত্র গঠিত হয়-

     এক্টোডার্ম থেকে

    মেসোডার্ম থেকে

    এন্ডোডার্ম থেকে

    এক্টো ও মেসোডার্ম থেকে

    1. সোডিয়াম হাইপোক্লোরাইট নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য-

    পানিকে ক্ষারতা মুক্ত করতে

    কাপড় ধোয়ার কাজে

     বস্তুকে বর্ণহীন করতে

    বস্তুতে বিশুদ্ধ করতে

    1. ক্রিপ্টন ডাইফ্রুরাইড তৈরিতে কোন তাপমাত্রা প্রয়োজন?

    169oC169oC

    296oC296oC

     196oC196oC

    269oC269oC

    1. নিম্নের কোনটি ইলেকট্রনের ভর?

    11.9 ×10−31 Kg11.9 ×10-31 Kg

     9.11 ×10−31 Kg9.11 ×10-31 Kg

    11.9 ×10−32 Kg11.9 ×10-32 Kg

    6.9 ×10−31 Kg6.9 ×10-31 Kg

    1. সমবর্তিত আলোর ক্ষেত্রে কোনটি সত্য?

    →E→E এর কম্পনতল নির্দিষ্ট এবং →B→B থাকে না

     →E→E এর কম্পনতল নির্দিষ্ট এবং →B→B থাকে

    →E→E এর কম্পনতল নির্দিষ্ট নয়

    কোনটাই থাকে না

    1. সঠিক Preposition দিয়ে শূন্যস্থান পূরণ কর-I shall do it—–Pleasure.

    in

     with

    for

    by

    1. জীব জগতের সুপার কিংডম ‘ইউক্যারিয়টা’ কিংডম ‘ফানজাই’ এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি?

    এদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত

    জাইগোটে মায়োসিস হয়

     উন্নত টিস্যু বিন্যাস বিদ্যমান

    হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বৃদ্ধি ঘটে

    1. উদ্ভিদ প্রজাতি বন্টনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবক হলো-

    মাটির গঠন

    মাটির তাপ

     পানি

    মাটিস্থ জৈব পদার্থ

    1. জলাতঙ্কের টিকার আবিষ্কারক হলেন-

     লুই পাস্তুর

    সোয়ান

    ওয়ালেস

    মর্গান

    1. ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ পদ্ধতির সর্বপ্রথম প্রবর্তন ও সঙ্গতভাবে ব্যবহার করেন?

    ১৬৭৬

     ১৭৫৩

    ১৮৯৫

    ১৯০২

    1. হ্যালোজেনসমূহের সক্রিয়তার ক্রম কোনটি?

    ক্লোরিন>ফ্লুরিন>ব্রোমিন>আয়োডিন

    ফ্লুরিন>ক্লোরিন>আযোডিন>ব্রোমিন

     ফ্লুরিন>ক্লোরিন>ব্রোমিন>আয়োডিন

    আয়োডিন>ক্লোরিন>ব্রোমিন>ফ্লুরিন

    1. এনজাইম একটি-

    অজৈব প্রভাবক

     জৈব প্রভাবক

    উদ্ভিদ ও প্রাণী দেহে উৎপন্ন মৌল

    কোনোটিই নয়

    1. কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?

    বেগুনী

    সবুজ

    হলুদ

     লাল

    1. গোলকীয় দর্পণের প্রধান অক্ষ দর্পণের সাথে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?

    0o0o

     90o90o

    180o180o

    45o45o

    1. He said ‘Be quiet and listen to my words’ এর কোনটি সঠিক indirect speech?

    He asked them to listen his words and be quiet

     He urged them to be quiet and listen to his words

    He said them to listen him and be quiet

    He ordered them to listen his words quietly

    1. মেটাকাইনেসিস ঘটে-

    লেপ্টোটিন পর্যায়ে

     মেটাফেজ পর্যায়ে

    অ্যানাফেজ পর্যায়ে

    প্রোফেজ পর্যায়ে

    1. একটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য-

    34oA34Ao

    10oA10Ao

     3.4oA3.4Ao

    0.34oA0.34Ao

    1. কোনটি সেরেবেলামের কাজ নয়?

    ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে

    ঐচ্ছিক পেশির পেশিটান নিয়ন্ত্রণ করে

    চলাফেরার দিক নির্ধারণ করে

     স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে

    1. করোটিকার অস্থি নয় কোনটি?

    ফ্রন্টাল অস্থি

    প্যারাইটাল অস্থি

     হাইঅয়েড অস্থি

    এথময়েড অস্থি

    1. উভমূখী বিক্রিয়াকে একমুখী করার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

    বিক্রিয়কগুলো যদি কঠিন বা তরল হয় এবং একটি উৎপাদ গ্যাসীয় হয়

    উৎপাদ দ্রবণ খেকে অধঃক্ষিপ্ত হলে

    কোন উৎপাদকে রাসানিক বিক্রিয়ার মাধ্রমে সরিয়ে নিলে

     সবকটিই

    1. দৈত্যাকার অণু বলা হয় যাদের-

    আণবিক শক্তি অত্যাধিক

    পারমাণবিক ভর অত্যাধিক

     আণবিক ভর অত্যাধিক

    পারমাণবিক ওজন অথ্যাধিক

    1. নরম লোহা কোনটি তৈরিতে বেশি উপযোগী-

    তড়িৎ চুম্বক

     অস্থায়ী চুম্বক

    স্থায়ী চুম্বক

    চুম্বক শলাকা

    1. 1 Kw – hr = কত Joule?

    36 J

    3600 J

     36 ×105 J36 ×105 J

    600 J

    1. ট্রেজার আইল্যান্ড কার লেখা?

     R.L. Stevenson

    Alwxaner Dumas

    Shakespeare

    Charles Diekens

    1. আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ’ বাক্যটির সঠিক ইংরেজি বাক্য কোনটি?

    I am much obliged to you

     I am very grateful to you

    I am very much pratcful to you

    I am most obliged to you

    1. I said to him ‘I don’t believe you’ এর কোনটি সঠিক indirect speech?

    I said I didn’t believe him

    I didn’t believe him, I said

    I said that I don’t believe him

     I said that I didn’t believe him

    1. পাইরুভিক অ্যাসিড হতে অ্যাসিটাইল কো-এ

    O2O2 ও H2OH2O উৎপন্ন হয়

     ATP NADP উৎপন্ন হয়

    CO2CO2 ও NADH +H+NADH +H+ উৎপন্ন হয়

    ATP ও NADH +H+NADH +H+ উৎপন্ন হয়

    1. মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়-

    শতকরা ৫০ ভাগ উদ্ভিদে

    শতকরা ২৫ ভাগ উদ্ভিদে

     শতকরা ৭৫ ভাগ উদ্ভিদে

    শতকরা ২০ ভাগ উদ্ভিদে

    1. কোনটি সেক্স লিংকত বৈশিষ্ট্যের উদাহরণ নয়?

    বর্ণান্ধতা

     হাইপারমেট্রপিয়া

    জুভেনাইল গ্লুকোমা

    হিমোফিলিয়া

    1. কোনটি উওজেনেসিসের জন্য প্রযোজ্য নয়?

    নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সাথে পূর্ণতা প্রাপ্ত হয়

    মূখ্য ঝিল্লি সৃষ্টি করে

     পূর্ণতা প্রাপ্তির শেষ পর্যায় ডিম্বাশয়ের ভিতরে সম্পন্ন হয়

    অ্যানিমেল ও ভেজেটাল মেরুর সৃষ্টি হয়

    1. স্বাভাবিক অবস্থায় মানব দেহে রক্তর pH এর মান-

    7.00

     7.40

    7.80

    7.04

    1. হেবার পদ্ধতিতেNH3NH3প্রস্তুতি একটি-

     তাপোৎপাদী বিক্রিয়া

    তাপহারী বিক্রিয়া

    সাম্যাবস্থার বিক্রিয়া

    সামা ধ্রুবক বিক্রিয়া

    1. আলোক কোয়ান্টাম তত্ত্বের চমকপ্রদ ধারণা প্রবর্তন করেন কে?

    নিউটন

    ম্যাক্সওয়েল

    আইনস্টাইন

     প্ল্যাঙ্ক

    1. শূন্যস্থানে আলোর বেগ কত?

    (3.9986±0.003)×108 m/sec(3.9986±0.003)×108 m/sec

     (2.9986±0.003)×108 m/sec(2.9986±0.003)×108 m/sec

    (3.9986±0.003)×106 m/sec(3.9986±0.003)×106 m/sec

    (2.9986±0.003)×1010 m/sec(2.9986±0.003)×1010 m/sec

    1. থাইলাকয়েড থাকে-

     ক্লোরোপ্লাস্টে

    নিউকোপ্লাস্টে

    মাইটোকন্ড্রিয়াতে

    নিউক্লিয়াসে

    1. কোনটি সত্য নয়?

    র‌্যাফাইড মুখে চুলকানী সৃষ্টি করে

    ক্যালসিয়াম কার্বনেট কেলাসিত হয়ে আঙ্গুলের ছড়ার মত বলে তাকে সিস্টোলিথ বলে

     প্রকৃত উদ্ভিদ কোষের ফটোসিনথেটিক প্লাইকোপ্রোটিন আছে

    উচ্চশ্রেণির উদ্ভিদ কোষে ক্লোরপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মত হয়ে থাকে

    1. কোনটি সঠিক নয়?

     পোষকের প্রচলিত সংজ্ঞা অনুযায়ী মানুষ পরজীবীর নির্দিষ্টচ পোষক

    প্রতিটি লোহিত কণিকার ভিতর থেকে যখন পড়ে ১২-১৮টি মেরোজয়েট বেরিয়ে আসে তখন কণিকাগুলো ভাঙ্গে এবং বিনষ্ট হয়

    সমগ্র এরিথ্রোসাইটিক স্লাইজোগনি চক্রটি ৪৮-৭২ ঘন্টার মধ্যে সম্পন্ন হয়

    ম্যালেরিয়ার পরজীবী অযৌন ও যৌন উভয় পদ্ধতিতে বংশবিস্তার করে

    1. কোনটি সঠিক?

    কখনো কখনো যৌগের স্থুল সংকেত ও আণবিক সংকেত একই হয়

    পরমাণুসমূহের সংখ্যা গ, সা, গও ১ হলে তখন স্থূল সংকেত এবং আণবিক সংকেত সমনা হয়

    কোন কোন ক্ষেত্রে যৌগের আণবিক সংকেত এর স্থূল সংকেতে সাধারণ গুণিতক হয়

     সবকটি

    1. সর্ববহিঃস্থ শক্তস্তরেs2p6s2p6ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলসমূহকে বলে-

    প্রতিরূপী মৌল

    অবস্থান্তর মৌল

    আন্তঃঅবস্থান্তর মৌল

     নিস্ক্রিয় গ্যাস

    1. তাপমাত্রা, উপাদান ও দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর-

    সমানুপাতিক

     ব্যস্তানুপাতিক

    বর্গের সমানুপাতিক

    বর্গের ব্যস্তানুপাতিক

    1. আপেক্ষিক রোধের একক হলে-

    ∩∩

     ∩−m∩-m

    (∩−m)−1(∩-m)-1

    (∩−m)2−1(∩-m)2-1

    1. আমার যদি পাখির মত ডানা থাকত-এই বাক্যটির সঠিক ইংরেজি বাক্য কোনটি?

    I wish I had the wings of a bird!

     Had I the winds of a bird!

    Have I the wings of bird!

    Wish I have the wings of bird!

    1. ফুলের হলুদ বর্ণের জন্য দায়ী-

    অ্যাস্থোসায়ানিন নামক বর্ণ কণিকা

    বিটাসায়ানিন নামক বর্ণ কণিকা

     বিটাজেস্থিন নামক বর্ণ কণিকা

    সূর্য্ রশ্মি

    1. রাইজোফোর বিশিষ্ট্য উদ্ভিদ হলো-

     Selaginella

    Pteris

    Cycas

    Equisetum

    1. কোন অংশটি রেনাল টিউব্যুল এর অংশ নয়?

    গোড়াদেশীয় বা প্রক্সিমাল প্যাঁচানো নালিকা

    হেনলি’র লুপ

    প্রাস্তীয় বা ডিস্টাল প্যাঁচানো নালিকা

     অ্যাফারেন্ট আর্টারিওল

    1. (H2C)2C=CH2+H2SO4→?(H2C)2C=CH2+H2SO4→?

    (2CH3CHO)(2CH3CHO)

    (H3C2−CH2OH)(H3C2-CH2OH)

     (H3C)2COH−CH3(H3C)2COH-CH3

    (H3C)2COH(H3C)2COH

    1. কোনটি কাঠামোগত সমাণুতা নয়?

    কেন্দ্রীয় সমানুতা

    অবস্থান সমানুতা

    কার্যকরীমূলক সমানুতা

     আলোক সমানুতা

    1. পয়সনের অনুপাতσσহলে নিম্নের কোনটি সঠিক?

     σσ=পার্শ্ব বিকৃত / দৈর্ঘ্য বিকৃতি

    σσ= দৈর্ঘ্য বিকৃতি / পার্শ্ব বিকৃতি

    σσ= পার্শ্ব বিকৃতি x দৈর্ঘ্য বিকৃতি

    σσ= পাশ্ব বিকৃতি

    1. সেকেন্ড দোলক বলতে বোঝায়-

    যে দোলকের দোলনকাল 1 সেকেন্ড

     যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড

    যে দোলকের দোলনকাল 3 সেকেন্ড

    যে দোলকের দোলনকাল 4 সেকেন্ড

    1. একটি স্থলজ বাস্তুতন্ত্রের বাঘ যে শ্রেণির খাদক-

     সর্বোচ্চ খাদক

    মাধ্যমিক খাদক

    প্রাথমিক খাদক

    তৃতীয় বা টারসিয়ারি খাদক

    1. ট্রফোজয়েট থেকে ভিলাই বেরোতে থাকে-

    তৃতীয় সপ্তাহে

    চতুর্থ সপ্তাহের শেষ দিকে

     দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে

    দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে

    1. কোনটি জৈব বিক্রিয়ার শ্রেণিবিভাগ নয়?

    সংযোজন

    প্রতিস্থাপন

    পুনর্বিন্যাস

     সহবস্থান

    1. কোনটি ক্রোমিয়ামের আকরিক নয়?

    FeCr2O4FeCr2O4

     Cr3O4Cr3O4

    PbCrO4PbCrO4

    Cr2O4Cr2O4

    1. কোন বস্তুকে অসীম দূরত্বে সরাতে যে কাজ করতে হবে তার সমীকরণ হবে-

    W =−GMrW =-GMr

    W =GMmr× αW =GMmr× α

    W =GMmrW =GMmr

     W =GMmrW =GMmr

    1. 0≤θ<9000≤θ<900হলে বলের দ্বারা কৃত কাজ-

    ঋণাত্মক হবে

     ধনাত্মক হবে

    কোন কাজ হবে না

    কোনটিই নয়

    1. আজকাল অধিক হারে শ্বাস-কষ্ট রোগের জন্য নিম্নের কোনটি দায়ী-

    SO2SO2

    CO2CO2

     NO2NO2

    CaSO2CaSO2

    1. বরফ তৈরি এবং পচনশীল দ্রব্য সংরক্ষণে নিম্নের কোনটি ব্যবহৃত হয়?

     তরল অ্যামোনিয়া

    তরল কার্বন

    তরল সালফার

    তরল নাইট্রেট

    1. দৃশ্যমান বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্যর বিস্তৃতি-

    4000 Ao − 10000 Ao4000 Ao – 10000 Ao

    3000 Ao − 8000 Ao3000 Ao – 8000 Ao

    6000 Ao − 10000 Ao6000 Ao – 10000 Ao

     4000 Ao − 8000 Ao4000 Ao – 8000 Ao

    1. ভর-শক্তির সম্বন্ধটি হলো-

     E = mc2E = mc2

    E = m/c

    `E = c/m

    E = mvc2E = mvc2

    1. সঠিক preposition বসিয়ে শূন্যস্থান পূরণ কর : Mati is absent——the class

    in

    to

     from

    by

    1. কাণ্ডের অন্তর্গঠনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?

     অন্তঃত্বক বিদ্যমান এবং বৃত্তাকার কোষেল পার্শ্ব প্রাচীর স্থূল

    ভাস্কুলার বান্ডল সংযু্ত

    মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটেজাইলেম কেন্দ্রের দিকে থাকে

    এপিডার্মিসের বাইরের দিকে কিউটিকল থাকে

    1. স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য কোনটি?

     কোষপ্রাচীর পুরু বলে অবস্থানকারী অঙ্গকে দৃঢ়তা প্রদান করে

    কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটির নির্মিত, তাই প্রাচীর ততটা নমনীয় নয়

    কোষপ্রাচীরের কোষগুলো স্থূলাকার, অন্যত্র পাতলা

    খাদ্য তৈরি, সঞ্চয় ও অঙ্গকে আংশিক দৃঢ়তা প্রদান এর কাজ

    1. হেপাটিক সাইজোগনি ঘটে-

    RBC তে

    WBC তে

    মশকী দেহে

     যকৃতে

    1. শিশুদের রক্তে লিস্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায়-

    কম

     বেশি

    সমান

    অর্ধেক

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 18 =