DU Admission Question Solution 2009 [C unit]

  1. দ্বৈত বীমা ধারণাটির প্রযোজ্য ক্ষেত্র হচ্ছে-

নিশ্চয়তা প্রদান
ক্ষতি পূরণ
 দক্ষতা বৃদ্ধি
পুজিঁ সরবরাহ

  1. যখন একজন বীমাকারী তার গৃহীত ঝুঁকির কোন অংশ অন্য বীমাকারীর কাছে হস্তান্তর করে তাকে বলে-

 পুনঃবীমা
দ্বৈতবীমা
আইন বীমা
মুনাফা ক্ষতির বীমা

  1. PSI বলতে কি বোঝ ?

পারচেইজ সিপ ইন্সট্রুমেন্ট
প্রি শিপমেন্টে ইমপোর্ট
প্রি সিস্টেম ইমপোর্ট

 প্রি শিপমেন্ট ইনসপেকশন

  1. কোনটি বিশেষায়িত ব্যাংক নয় ?

বাংলাদেশ শিল্প ব্যাংক

 বাংলাদেশ কমার্স ব্যাংক
বাংলাদেশ কৃষি ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

  1. কোম্পানি গঠন তন্ত্র হল-

 স্মারকলিপি বা পরিমেল বন্ধ

পরিমেল বন্ধ
বিবরণীপত্র
পরিমেল নিয়মাবলী

  1. শেয়ার বাজারের কাযক্রম নিয়ন্ত্রণ করে :

 শেয়ার বাজারের কাযক্রম নিয়ন্ত্রণ করে :

শেয়ার বাজারের কাযক্রম নিয়ন্ত্রণ করে :
কেন্দ্রীয় ব্যাংক
বিনেয়োগ ব্যাংক

  1. প্রেষণার চাহিদা সোপান তত্বের প্রবর্তক ?

 আব্রাহাম মাসলো
ম্যাগ্রেগর
ভ্রুম
হার্জবার্গ

  1. কোম্পানি আইন ১৯৯৪ এর ৯০ ধারা অনুযায়ী প্রত্যেক পাবলিক কোম্পানিতে কমপক্ষে কতজন পরিচালক থাকতে হবে ?

 3
7
9
2

  1. বাংলাদেশে ব্যাংকের গভনরের মেয়াদকাল কত বছর ?

3
5
 4
2

  1. কোম্পানির Birth Cerfificate’ হল-

 নিবন্ধপত্র
বিবরণীপত্র
কার্যারম্ভের অনুমিতিপত্র
স্মারকলিপি

  1. পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলির বিকল্প হল:

 `টেবিল

টেবিল-বি

টেবিল-এফ

টেবিল-পি

  1. নিয়ক্রণের প্রধান উদ্দেশ্যে কোনটি ?নিয়ক্রণের প্রধান উদ্দেশ্যে কোনটি ?

 পরিকল্পনা মাফিক সবকিছু চলছে কি না তা দেখা

কর্মীদের শাসন করা

কর্মীদের সংশোধন করা

ভুল ধরীয়ে দেয়া

  1. অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কতধারা অনুয়ায়ী আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে?

 ৪৪

৩৪

২৪৩

২৩

  1. সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিময় মাধ্যম কোনটি ?

 নগদ অর্থ

চেক

ড্রাফট

বিল

  1. কোনটি বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন প্রকার দর উল্লেখ পদ্ধতি নয় ?

 উৎপাদন ব্যয়

লোকো

সি.এন্ড. এফ

সি. এন্ড. আই

  1. ব্যাংক তহবিল এর প্রাথমিক ব্যবহার হচ্ছে-

 ঋণ প্রদান

বিলবাট্টাকরণ

মুনাফা জমাকরণ

স্থায়ী সম্পত্তি ক্রয়

  1. বাংলাদেশের বীমা কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়ের অধীন?

শিল্প

 অর্থ

শিক্ষা

বাণিজ্য

  1. বর্তমানে SIBL এর পূর্ণরুপ কী ?

 সোস্যাল ইসলামী ব্যাংক লি:

সোস্যাল আইডিয়াল ব্যাংক লি:

সোস্যাল ইনডিপেন্ডডেন্ট ব্যাংক লি:

সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লি:

  1. বাংলাদেশ ব্যাংক কোন সেবাটি প্রদান করে ?

হিসাব খোলা

ভোক্তার ঋণ

গাড়ি ঋণ

 রেপো

  1. কোনটি ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় না ?

 মানি এট কল এন্ড শর্ট নোটিশ

খোলা বাজার নিয়ন্ত্রণ

ব্যাংক হার

নৈতিক প্রভাব

  1. প্রেণণার Two-Factor তত্ত্ব প্রবর্তন করেন-

মাসলো

ভ্রুম

 হার্জবার্গ

ম্যাগ্রেগর

  1. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান কাজ হচ্ছে ?

ঋণ নিয়ন্ত্রণ

মুদ্রাবাজার নিয়ন্ত্রণ

ব্যাংকিং ব্রবস্থা নিয়ন্ত্রণ

 শেয়ার বাজার নিয়ন্ত্রণ

  1. কোনটি আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানা দলিল হিসাবে ব্যবহৃত হয়?

 বহনপত্র

প্রত্যয়পত্র

বীমাপত্র

চার্টার পত্র

  1. কে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী?

পাইকারী ব্যবসায়ী

খুচরা ব্যবসায়ী

 পণ্য প্রাপক

ব্যাংক

 

  1. একটি ফটোগ্রাফ যে কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে তার নাম –

বন্দী শিবির থেকে

বিধ্বস্ত নীলিমা

নিজ বাসভুমে

 এক ফোঁটা কেমন অনল

  1. অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্ত তেলাপোকা টিকিয়া আছে । উক্তিটির লেখক কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

শামসুর রহমান

 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

  1. সেতারা হেলাল এখনো উঠেনি জেগে।উক্ত লাইনটিতে কী ভাব ব্যক্ত করা হয়েছে ?

 উদ্বেগ

আশা

উদ্যম

উদ্দীপনা

  1. কাজী নজরুল ইসলামের জীবন-বন্দনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ?

 সন্ধ্যা

অগ্নি-বীমা

ছায়ানট

বিষাদ সিন্ধু

  1. পাঞ্জেরি কবিতাটি কোন ছন্দে রচিত ?

 মাত্রাবৃত্ত ছন্দে

গদ্য ছন্দে

অক্ষরবৃত্ত ছন্দে

মুক্তক অক্ষরবৃত্ত ছন্দে

  1. শর্বরী কথাটির অর্থ ?

 রাত

শিকারী

চাঁদ

আলোক বর্তিকা

  1. গুরুজনে ভক্তি কর-গুরুজনে কোন কারক?

কর্তৃ

করণ

কর্ম

 সম্প্রদান

  1. হা ভাত এর ব্যাসবাক্য কোনটি ?

হা ও ভাত

 ভাতের অভাব

হাতে ভাত

যেই হা সেই ভাত

  1. পেয়ারা শব্দটি কোন ভাষা হতে আগত?

হিন্দি

উর্দু

গ্রিক

 পর্তুগিজ

  1. শিক্ষককে সকলেই সম্মান করে’ এটি কোন বাচ্যের উদাহরণ ?

 কর্তৃবাচ্য

কর্মবাচ্য

ভাববাচ্য

কর্মকর্তৃবাচ্য

  1. মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?

মহি + মা

মহা + ইমা

ম + হিমা

 মহা + ইমা

  1. প্রতি বর্গর দ্বিতীয় ও চতুর্থ উচ্চারণকালে এদের সঙ্গে প্রাণ বা শ্বাস বায়ু বেশি বের হলে এগুলোকে বলা হয় ?

 মহাপ্রাণ বর্ণ

নাসিকা বর্ণ

অল্পপ্রাণ বর্ণ

ঘৃস্ট বর্ণ

  1. সাক্ষী গোপাল এর অর্থ কী ?

সক্রিয় দর্শক

কর্তব্যবিমুখ

অলস ব্যক্তি

 নিষ্কিয় দর্শক

  1. চন্দ্র শব্দের সমার্থক নয় কোনটি ?

 বিভাকর

ইন্দু

সোম

কলাধর

  1. ঋত্বিক কথাটির অর্থ ?

বৃষভ

এলানো

ঋজু

 হোমক

  1. কোনটি শরৎচন্দ্র চেট্টোপাধ্যায়ের উপন্যাস নয় ?

পল্লী সমাজ

দোনাপাওনা

 নৌকাডুবি

গৃহদাহ

  1. ফের যদি আসি তবে সিঁধকাটি সঙ্গে করিয়াই আসিব এটি কার উক্তি ?

হৈমন্তীর

অপুর

বনমালী বাবুর

 গৌরীশঙ্করের

  1. মাতৃ হৃদয়ের পক্ষপাতিত্ব নেই এ বাক্যটি কোন প্রবন্ধ/ গল্পের অংশ ?

সৌদামিনী মালো

 অর্ধাঙ্গী

শকুন্তলা

হৈমন্তী

  1. একটি তুলসী গাছের কাহিনী রচনাটি সৈয়দ ওয়ালীউল্লাহর কোন রচনার অন্তর্গত ?

 দুই তীর অন্যান্য গল্প

তরঙ্গভঙ্গ

চাঁদের অমাবস্যা

কাঁদো নদী কাঁদো

  1. বঙ্গভাষা কবিতায় কুললক্ষ্মী বলতে কাকে বোঝানো হয়েছে ?

বঙ্গলক্ষী

 ভাষাদেবী

সরস্বতী

দেবী

  1. নিপাতনে সিদ্ধ কোনটি ?

তদ্ + কাল = তৎকাল

কম + তান = সন্তান

 গো + পদ =গোষ্পদ

অন্ত: + ধান = অন্তর্ধান

  1. প্রমথ চৌধুরী কোন সাহিত্যের আদের্শে উজ্জীবিত ?

 ধ্রুপদী

মধ্যযুগীয়

বর্তমান

ফারসি

  1. নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কোনটি ?

 করণে শূন্য

কর্মে শূণ্য

অপাদানে শূণ্য

সম্প্রদানে শূণ্য

  1. কোনটি শুদ্ধ বানান ?

 পৌনঃপুনিক

পুনঃ পৌনিক

পুনঃপুরন

পুনপুনিক

  1. সন্ধি শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে:

সন+ধি

সম+ধি

 সম্ + ধি

সং + ধি

 

  1. আয় অর্জিত হয়েছে, কিন্তু নগদে গ্রহণ করা না হলে তাকে বলে ?

অনুপার্জিত আয়

অগ্রীম আয়

 বকেয়া আয়

সেবা আয়

  1. হাসানের নিকট থেকে ঋণ গ্রহণের জাবেদা হবে ?

হাসান ডেবিট, নগদ ক্রেডিট

নগদ ডেবিট, ঋণ ক্রেডিট

নগদ ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট

 নগদ ডেবিট, হাসান ক্রেডিট

  1. একটি কোম্পানির উদ্বর্ত পত্রে নিম্নোক্ত তথ্যসমূহ রেয়েছে।নগদান ১০,০০০ টাকা, মজুদ পণ্য ২০,০০০ টাকা প্রদেয় বিল ১০,০০০ টাকা সুনাম ১০,০০০ টাকা। উক্ত কোম্পানির চলতি অনুপাত কত?

২:১

৩:১

 :

৫:১

  1. রেওয়ামিলের দুদিকে মিলবেনা যদি –

আসবাবপত্র ক্রয় হিসাবে লেখা হয়

 বেতন প্রদান বেতন হিসাবে খতিয়ানভুক্ত কর না হয়

বাকীতে যন্ত্রপাতী ক্রয় ভুলে ক্রয় হিসাবে ও নগদান হিসাবে ক্রেডিট করা হয়

অগ্রীম বীমা ভুলে বীমা খরচে ডেবিট করা হয়

  1. মজুদ পণ্য মুল্যায়নের ক্ষেত্র হিসাববিজ্ঞানের কোন নীতি অনুরণ কর হয়?

ব্যয় নীতি

 রক্ষণশীলতার নীতি

সত্ত্বা নীতি

প্রকাশ নীতি

  1. টাইটান কোম্পানির সমাপনী মজুদ পণ্য 4,000 টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নীট আয়ের উপর, এই ভুলের প্রভাব হবে-

কম প্রদর্শিত. বেশি প্রদর্শিত

বেশি প্রদর্শিত, কম প্রদর্শিত

 বেশি প্রদর্শিত, বেশি প্রদর্শিত

কম প্রদর্শিত. বেশি প্রদর্শিত

  1. হিসাব কাল শেষ সমন্বয় লিখনকালে কি ঘটে?

সব সময় উদ্বর্ত পত্রে দুটো হিসাব জড়িত হয়

সব সময় নগদান হিসাবকে সমন্বয় করে

 সবসময় কমপক্ষে আয় বিবরণীর একটি এবং উদ্বৃত পত্রের একটি হিসাব জড়িত

কোনটিই নয়

  1. কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?

 যে কোন সময়কালের জন্য যা উপযুক্ত বলে বিবেচনা করা হয়

একবছর

এক মাস

ছয় মাস

  1. কোন হিসাবটি বছরের শেষে বন্ধ করে দেয়া হয় ?

মূলধন

আসবাবপত্র

চলতি হিসাব

 উত্তোলন

  1. হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী সমন্ধে কোন বিবৃতিটি ভুল?

ব্যবস্থাপনা হল অভ্যন্তরীণ ব্যবহারকারী

কর কর্তপক্ষ হল ব্যবহারকারী

 কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী

পাওনাদার হলো বহিঃস্থ ব্যবহারকারী

  1. কোন কোম্পানির নীট আয় ২৪,০০০ টাকা, নীট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা। উক্তকোম্পানির মুনাফার হার কত?

১২%

১০%

 %

২%

  1. কোনটি লেনদেন নয় ?

 গতবছরের তুলনায় এবছর বিক্রি .০০০ টাকা কম হয়েছে

বাকীতে মাল ক্রয় করা হয়

নগদে মাল ক্রয় করা হয়

দালান কোঠার উপর ১০% হারে অবচয় ধরা হয়

  1. কোনটি দায় নয়?

বকেয়া বেতন

প্রদেয় বিল

অনার্জিত আয়

 অগ্রিম প্রদত্ত ভাড়া

  1. বাকীতে পণ্য বিক্রয় মৌলিক হিসাব বিজ্ঞান সমীকরণের উপর নিম্নের কোন প্রভাব ফেলবে ?

সম্পদ বৃদ্ধি এবং মালিকের স্বত্ত্ব-হ্রাস

 সম্পদ বৃদ্ধি এবং মালিকের স্বত্ত্ববৃদ্ধি

সম্পদ বৃদ্ধি এবং দায়-হ্রাস

সম্পদ হ্রাস এবং দায় বৃদ্ধি

  1. সুনাম একটি-

চলতি সম্পত্তি

তরল সম্পত্তি

কাল্পনিক সম্পত্তি

 অস্পর্শনীয় সম্পত্তি

  1. চলতি মূলধন বলতে বোঝায় ?

মোট সম্পত্তি বাদ মোট দায়

মোট সম্পত্তি বাদ চলতি দায়

 চলতি সম্পত্তি বাদ চলতি দায়

তরল সম্পত্তি বাদ চলতি দায়

  1. যে সকল হিসাবের সাধারণত ডেবিট উদ্বর্ত থাকে , হা হল-

সম্পদ,ব্যয়,এবং আয়

সম্পদ. আয়

সম্পদ, দায় এবং লভ্যাংশ

 সম্পদ, ব্যয় এবং লভ্যাংশ

  1. সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় কালে কোন বিষয়টি বিবেচিত হয় না ?

 সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় কালে কোন বিষয়টি বিবেচিত হয় না ?

সম্পত্তির ক্রয়মুল্য

সম্পত্তির আনুমানিক নিঃশেষিত মূল্য

উপরের সবগুলোই

 

  1. Find the correct sentences

 A Rahim left for home after the storm had stopped

Rahim leaves for home after the strom had stopped

rahim had left for home atrer the torm had stopped

Rahim left for home after the stormhas stopped

  1. Find the correct sentences-

I like to get for the truth

I like to get down the truth

I like to get about the rtuth

 I like to get at the rruth

  1. Find the correct sentences-

He agreed at my proposal

He agreed for my proposal

 He agreed to my propsal

He agrdd with my proposal

  1. Find the correct sentences-

Karim takes pride for wealth

karim takes pride over wealth

Karim takes pride from wealth

 Karim takes pride in wealth

  1. what is ther meaning of the word lip-service in the second paragraph of the passage ?

a plan followed by actions

a promise with commitment

a blank firing

 a promise not followed by actions

  1. Pungent

tide

Rain

 Overpowering

Bland

  1. Aroma

Food

Fruits

Colorless

 Fragarace

  1. INTINERARY : TRIP

LOTTERY: Chance

Signal:light

 Agenda : Meeting

Railroad : Transportation

  1. LIMERICK : POEM

Motif :Symphony

prologue : pay

 catch: song

Sequcnce : sonnet

  1. _____ that life hegan billions of years ago in the water.

 its is believed

in the belief

the beliet

the beliet

  1. what is the ceritical meassageof the passage ?

 a collective effort is needed from the inernational community wo wards combating the effects of global warming

global warming is having an adverse effects on agriculture

global warming is causing droughts in many parts of the earths

The us is responsible for 25% of the global warming

  1. What should be most appropriate title of the above passage?

 consequences of global warming

cause of global warming

Threats of Drought

Sharp Rise om Temperature

  1. what is the main cause of global warming as inferred from the passage ?

A continued rise in sea levels

 Emission of carbon dixide

melting of ice-caps in the polar counineuts

Frequent droughts in many parts of the earth

  1. What was the rate oif increase in global warming in the last centry ?

 100%

30%

76%

354%

  1. The government. ____ UN Millennium Development Goals. finalized approved and has started implementation of the full PRSP

as dicated bty

 inline with

as a support to

consistent withe the

  1. The economy of Bangladesh experieneed an upward trend mainly ___ abnormal price hike of oil and other essential imported commodities in internatonl market.

upon

 due to

as aresult of

for

  1. Flawlessness

excellence

 imperfectness

accurateness

faultlessness

  1. Approach

come

 retreat

decrease

move

  1. Rich countries can sometimes afford to take measures to offset cultural intrusion, Which of the following ored bes describe the meaning of the word ifn bold ?

 counerbalance

barter

normalize

monitor

  1. Being’down-to -earth means:

 Realistic

close to nature

hopeful

soft hearted

  1. Questions on writing ability are framed to test your writing skills ___ on correct usage of grammar punctuation, composition, and synatax.

 with emphasis

to be emphasized

reported

seen

  1. when Belel called me I ____ that we ____ fishing soon:

rememberedhad gone

was rememberingwould be going

 rememberedwould go

had rememberedwill go

  1. you should refrain yourself ___ smoking

to

 from

ef

at

  1. The fact ______ money orders can usually be easily cashed has made them a popular form of payment.

of

 that

is that

which is

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 2 =