Dhaka University Admission Question Solution

DU Admission Question Solution 2000 [C unit]

  1. কোন বানানটি ঠিক?

নীরিক্ষণ

নীরিক্ষণ

 নিরীক্ষণ

নীরীক্ষণ

  1. মাংসভোজী পমু অত্যন্ত বলবান্ এটি কোন ধরনের বাক্য?

যৌগিক বাক্য

সরল বাক্য

 জটিল বাক্য

মিশ্র বাক্য

  1. প্লবগ শব্দটি কোন বাক্যের সংকুচিত রূপ?

হরিনের চামড়া

 যে লাফিয়ে চলে

পূর্বজন্ম স্মরণ করে যে

প্রথমে মধুর পরিণামে নয়

  1. আপনারে বড় বলে বড় নেই নয়। এখানে বড় শব্দটির প্রকৃত অর্থ হলো-

ধনী

উদার

 শ্রেষ্ঠ

জ্যেষ্ঠ

  1. অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ কোনটি?

আগ্রহ

 নিগ্রহ

সাগ্রহ

উপগ্রহ

 

  1. তস্কর ও নিন্দুক শব্দগুলোর বিপরীত শব্দ কোনগুলো-

কঠিন, নির্দয়

 সাধু, স্তাবক

কপটতা, বিাদ

ডাকাত, অহংকারী

  1. পদ্ম ও পুষ্প শব্দের সমার্থক শব্দ কোনগুলো?

 অরবিন্দু, প্রসূদ

কমল, শিতাংশ

নলিনী, শশধর

ফুল, কামিনী

  1. ছত্র, শব্দের অর্থ কী?

 ছাতা

ছায়া

পঙক্তি

জীবাণু বিশেষ

  1. অপচয় এর বিপরীত শব্দ কোনটি?

সাশ্রয়

কৃচ্ছতা

কৃফনতা

 সঞ্চয়

  1. কোনটি অগ্নির প্রতিশব্দ?

বৈশ্বানয়

কৃশানু

সর্ববুক

 সবগুলোই

  1. কৌতুহলী কল্পনার কিশলয়গুলোর মধ্যে একটা যেন কানাকানি পড়িয়া গেল্ উক্তিটি কোন গল্পের?

 হৈমন্তী

শকুন্তলা

যৌবনের গান

বিলাসী

  1. 1 আমি পাইলাম আমি ইহাকে পাইলাম । একানে কাকে পাওয়ার কথা বলা হয়েছে/

অপু

বনমালী

গৌরীশংকর

 হৈমন্তী

  1. বিলাসী গল্পে কে, কাকে অন্নপাপের দায়ে দায়ী করেছে?

 মৃত্যঞ্জয়ের রোভী খুড়া মৃত্যঞ্জয়কে

মৃত্যুঞ্জয় লোভী খুড়াকে

ভুদেব বাবু নারায়ণকে

শ্রীকৃষ্ণ নারায়ণকে

  1. মৃত্যুঞ্জয়ের কিভাবে মৃত্যু হয়েছিল?

অনাহার

 সাপের কামড়ে

নৌকাডুবিতে

ডুবে

  1. পথহারা এই দরিয়া – কোন কবিতার াংশ ?

ঝড়

মেঘনা

সোনার তী

 পাঞ্জেরী

  1. যে বাচ্য কর্ম থাকে না বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে বলে-

 ভাববাচ্য

কর্মবাচ্য

কর্তৃবাচ্য

কোনোটিই নয়

  1. শীল এর সমার্থক শব্দ কোনটি?

পাথর

ঘর্ষণ

অবসান

 চরিত্র

  1. আঁজলা ‘ শব্দের শব্দ কোনটি?

 অঞ্জলি

পৃষ্ঠদেশ

মুখমন্ডল

পায়ের পাতা

  1. যাহা দিরাম তাহা উজাড় করিয়া দিলাম। এখন ফিরিয়া তাহাকেই গেলে দুঃক পাইতে হইবে। অধিকার ছাড়য়া অধিকার রাখিতে যাইবার মত এমন বিড়ম্বনা আর নাই। এ উক্তিটি কার?

 গৌরৗশংকরের

হৈমন্তী

বনমালী

অপুর

  1. এমন সব যারা বড় লোক তাদের বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? এ অংশটুকু কোন গল্প তেকে নেওয়া হয়েছে?

হৈমন্তী

 বিলাসী

যৌবনের গান

জীবন ও বৃক্ষ

  1. 2 ঐরৈাবত এর সমার্থক শব্দ-

মৃগরাজ

মৃগেন্দ্র

 গজ

অর্ণব

  1. ব্যাকরন শব্দের ঠিক অর্থ কোনটি?

বিশেষভাবে পর্যালোচনা

বিশেষভাবে বিভাজন

 বিশেষভাবে বিশ্লেষন

বিশেষভাবে বিয়োজন

  1. তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে, শুনিনােই, রাখিনাই সন্ধান? পঙক্তিদ্বয় কোন কবিতায় অংশ?

 তাহারেই পড়ে মনে

বিলাসী

যৌবনের গান

জীবন ও বৃক্ষ

  1. কোনটি মিশ্র বাক্য?

ছুঁচোর গোলাম চামচিকে , তার মাইনে চৌদ্দ দিকে

 যে রক্ষক সে ভক্ষক

ধনের ধর্মই অসামান্য

লোকটি দরিদ্র, কিন্তু সৎ

  1. রাত ও ক্ষীণ শব্দ দুটির বিকল্প শব্দ কোন গুলো?

যামিনী, আত্ম

রজনী, অনুগ্রহ

 বিভাবরী, শীর্ণ

নিশীথ, হৃদয়

 

  1. Which one of the following is correct?

Pioneer men and women endured terrible hardship and so do their children.

Pinoneer mena and women endured terrible hardships, and neither did the chldren

Pionerr men and women endured terrible hardship, and also children

 Pioneer men and women endured terrible hardship, and so did their children

  1. Find the correct indirect speech of the sentence: He said Let me have some milk.

He said the he wanted some milk

He prayed that he might have some milk

 He prayed that might have some milk

He wished that he might have some milk

  1. Fill in the gap with anyone of the follwoing , We can use to kill insects ?

Paste

 insectide

medicine

none of these

  1. Which of the following is a correct sentecne?

There is not lessons today

 There are no lessons today

There are not lessons today

None of the above

  1. In the poem ‘The Solitary Reaper,’ Reaper what is meant by Heberides?

A flock of birds

 A group of islands off Scottish coast

A town in Ireland

A type vegetable

  1. Which one is the correct translation of the following of the following ণengali sentence – তার সঙ্গে আমার সুসম্পর্ক নেই-

I am not in good terms with him

 I am not good terms with him

I am not in good terms with him

There exists no good relationship between him and me

  1. Identify the correct translation of “Health is Wealth” into a complex sentence.

Health and wealth are the same

 It is health which is wealth

Health and waelth are the same

Health is a good wealth

  1. What type phrase/clause is the follwoing underlined words: A woman with a veil over her body approached the doctor.

Verbal phrase

Adverbial phrase

 Adjective phrase

Prepositional phrase

  1. At daggers drawn means-

very slowly

in disorder

 on the point of fighting

at a stands reason

  1. A Gerund does the work of-

 A verb and noun

a verb and an adjective

a verb and a adverb

a verb and a conjunction

  1. The Ancient Mariner finds pease and happiness as soon as-

 he tells the story to others

he sets out for a new voyage

he remembers the events

he sees sky

  1. The plural form of dwarf id-

Dwarves

Dwarfes

 Dwarfs

Dwarx

  1. In M.K Rawlings’ A Mother in Manville, the sound of chopping wood was of such texture that the authoress felt like____

going back to work

going to be

 going to sleep

going away from the place

  1. Who said the following?

The little girl in Justice

Della of the Gift of the magi

 The olf Man of The Ancuent mariner

The author of the “Luncheon”

  1. These two statements do not_____

 very slowly

in disorder

on the point of fighting

at a standstill

  1. Select the correct spelling

Elephanthasis

 Elephantiasis

Elephanthiases

Elephanthesis

  1. An antonym of abstract is-

Abase

 Concreate

Abstruse

Refrain

  1. You must meet a book as a —

teacher

 friend

partmer

comparnies

  1. Choose the word closet inmeaning to the word absrbed:

fatigued

disturbed

 engrossed

successful

  1. A synonym for hostility is-

 fatigued

disturbed

engrossed

successful

  1. She was easily intimidated by her employer, who made a practice of ____ his authority over her.

compounding

dismissing

 abusing

denying

  1. URGE: INSIST

refuse:deny

imulse:push

 request:demand

expunge:purge

  1. DOCTOR:DISEASE

symptom:Cure

Headmaster:teacher

 psychiatrist:maladjustment

broker:stocks

  1. Select the phrase which is most nearly opposite to the capitalized word in meaning : Retaliate

Standstill

 Turn the other check

Improve relations with

Entertain the views of

  1. Past tense of the verb shear is-

 Sheared

Shore

Shear

Shorn

 

  1. নিম্নের কোন বিবরণটি সত্য?

একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ও একটি লিমিটেড পার্টনারশিপ ফার্মের মধ্যে কোনো তপাত নেই

 একটি লিমিটেড পার্টনারশিপ ফার্মের আলাদা আইনগত সত্তা থাকবে হবে

নিয়মতান্ত্রিক সকবায় সমিতিগুলো নগদ লেনদেনের ভিত্তিতে কারবার পরিচালনা করে থাকে

একটি পাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ারহোল্ডারের সংখ্যা সর্বাধিক ২০ জন

  1. নিচের কোনটি বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষদ্রায়তন একমালিককানা ব্যবসায় টিকে থাকার কারণ নয়?

ঝঁকির স্বল্পতা

 মুনাফার স্বল্পতা

সহজ গঠন প্রণালি

স্বল্প পুঁজির ব্যবসা

  1. পি্ওিস এর পূর্ণ হলো-

প্রি- সিস্টেম ইমপোর্ট

 প্রিশিপমেন্ট ইন্সপেকশন

প্রি-সার্ভিস ইমপোর্ট

প্রি-সার্ভিস ইন্সপেকশন

  1. র‌্যাক জবার এক ধরনের?

খুচরা ব্যবসায়ী

 পাআকার

শেয়ার ব্যবসায়ী

কোনটিই নয়

  1. ক্রয় ক্ষমতার সতার ত তত্ত্বটির প্রবক্তা হলেন-

ইংল্যান্ডের জে. এম. কীনস

আমেরিকার সি. স্যামুয়েলসন

ফ্রান্সের গুস্তাভ ক্যাসেল

 সুইডেন হগুস্তাত্ব ক্যাসেল

  1. বিবরণ পত্র প্রচারের পর কতদিনের মধ্যে নূন্যতম প৭জি সংগৃহীত হলে শেয়ার আবেদন বাবদ প্রাপ্ত টাকা আবেদনকারীকে ফেরত দিতে হবে?

৪০ দিন

১২০ দিন

৮০ দিন

 ১৮০ দিন

  1. রবিশালের বালাম চাউল আনলে যে উপযোগ সৃষ্টি হয় তার নাম-

 স্থানগত উপযোগ

সময়গত উপযোগ

স্বত্ব উপযোগ

আকৃতিগত উপযোগ

  1. ন্যূনতম চাঁদার বিষয়টি জড়িত?

প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে

সরকারি বিভাগের ক্ষেত্রে

 পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে

প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে

  1. সমবায় সমিতিতে আমরা সহযোগিতা কথাবলি এবং সে সহযোগিতা হচ্ছে-

 ইচ্ছাকৃত

অনিচ্ছাকৃত

কখনও ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত

উপরের কোনটিই নয়

  1. একটি আদর্শ অংশীদারি কারবার নিম্নের কোন শর্তটি পূরন করবে?

অংশীদাররা একই এলাকা ও অঞ্চলের হবে

অংশীদাররা সঠিকভাবে তাদের আয়কর পরিশোধ করবে

তারা অবশ্যই বিশ্ব লোক হবে

 অংশীদারদেরসাধারণ উদ্দেশ্যে থাকবে এবং একে অন্যকে বিশ্বাস করবে

  1. নিম্নের কোন বিবরণটি সত্য?

একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ও একটি লিমিটেড পার্টনারশিপ ফার্মের মধ্যে কোনো তপাত নেই

 একটি লিমিটেড পার্টনারশিপ ফার্মের আলাদা আইনগত সত্তা থাকবে হবে

নিয়মতান্ত্রিক সকবায় সমিতিগুলো নগদ লেনদেনের ভিত্তিতে কারবার পরিচালনা করে থাকে

একটি পাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ারহোল্ডারের সংখ্যা সর্বাধিক ২০ জন

  1. নিচের কোনটি বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষদ্রায়তন একমালিককানা ব্যবসায় টিকে থাকার কারণ নয়?

ঝঁকির স্বল্পতা

 মুনাফার স্বল্পতা

সহজ গঠন প্রণালি

স্বল্প পুঁজির ব্যবসা

  1. পি্ওিস এর পূর্ণ হলো-

প্রি- সিস্টেম ইমপোর্ট

 প্রিশিপমেন্ট ইন্সপেকশন

প্রি-সার্ভিস ইমপোর্ট

প্রি-সার্ভিস ইন্সপেকশন

  1. র‌্যাক জবার এক ধরনের?

খুচরা ব্যবসায়ী

 পাআকার

শেয়ার ব্যবসায়ী

কোনটিই নয়

  1. ক্রয় ক্ষমতার সতার ত তত্ত্বটির প্রবক্তা হলেন-

ইংল্যান্ডের জে. এম. কীনস

আমেরিকার সি. স্যামুয়েলসন

ফ্রান্সের গুস্তাভ ক্যাসেল

 সুইডেন হগুস্তাত্ব ক্যাসেল

  1. তুমি তোমার বন্ধুর কাছ থেকে প্রতি ডলার ৫০ টাকা দরে ১,০০০,০০০ ডলার এ শর্তে কিনলে যে সে তোমাকে ডলার ও তুমি তাকে টাকা দেবে তিনমাস পর বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে এ ধরনের লেনদেনের হারকে কী বলা হয়?

ভবিষ্যৎ হার

নগদ হার

 অগ্রিম হার

উপরের কোনটিই নয়

  1. নিচের কোন ব্যাংকটি বিদেশি ব্যাংক?

 স্টান্ডার্ড ব্যাংক

সিটি ব্যাংক

ওয়ান ব্যাংক

আই.এফ. আই.সি ব্যাংক

  1. নিচের কোন দেশে ইউনিট ব্যাংকিং পদ্ধতি প্রচলিত?

 বাংলাদেশ

ইংল্যান্ড

ভারত

যুক্তরাষ্ট্র

  1. নিচের কোনিট শ্রেনিবিন্যাসিত ঋণ বলে পরিচালিত?

 সন্হেজনক ঋন

কৃষি ঋণ

শিল্প ঋন

গৃহনির্মাণ

  1. তালিকাভুক্ত বাণ্যিজিক ব্যাংকসমূহের তারল্য হার হলো-

 ১৯.৫%

২০%

১০%

৫%

  1. কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে বুঝায়?

কোম্পানি কৃত্রিম একটি আইন সুষ্ট প্রতিষ্ঠান

কোম্পানি কৃত্রিম একটি আইন সৃষ্টি প্রতিষ্ঠান

কোম্পানি অস্তিত্ব কখনই বিলুপ্ত প্রতিষ্ঠাান

 চুক্তি সম্পাদন, লেনদেন আইনগত অধিকার, স্বাধীন ব্যক্তিসত্ত্বার অধিকার

  1. মোহনীয় ব্যক্তিত্ব , বাজারজাতকরন প্রসারের কোন হাতিয়ারের বেলায় প্রয়োজনীয়?

 ব্যক্তিক বিক্রয়

বিজ্ঞাপন

প্রচার

বিক্রয় প্রচার

  1. সাধারণ শেয়ারহোল্ডার লভ্যাংশ গ্রহণ করে-

পাওনাদারকে দায় মিটানোর পরে

অগ্রাধিকারযুক্ত শেয়াহোল্ডারগণের লভ্যাংশ বন্টনের পূর্বে

 অগ্রাধিকারযুক্ত শেয়ারহোল্ডারগণের লভ্যাংশ বন্টনের পূর্বে

উপরের কোনটিই নয়

  1. পাবলিক লিমিটেড কোম্পানির দৈনন্দিক ব্যবস্থাপনা কারা সম্পন্ন করে?

সকল মালিক

পরিচালক পরিষদ

 নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপকগণ

উপরের সকলে

  1. সাবার তৈরি কোন ধেরনের শিল্প ?

বিশ্লেষণ শিল্প

 যৌগিক শিল্প

প্রক্রিয়াগত শিল্প

গঠনমূলক শিল্প

  1. কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে বুঝায়?

কোম্পানি কৃত্রিম একটি আইন সুষ্ট প্রতিষ্ঠান

কোম্পানি কৃত্রিম একটি আইন সৃষ্টি প্রতিষ্ঠান

কোম্পানি অস্তিত্ব কখনই বিলুপ্ত প্রতিষ্ঠাান

 চুক্তি সম্পাদন, লেনদেন আইনগত অধিকার, স্বাধীন ব্যক্তিসত্ত্বার অধিকার

  1. মোহনীয় ব্যক্তিত্ব , বাজারজাতকরন প্রসারের কোন হাতিয়ারের বেলায় প্রয়োজনীয়?

 ব্যক্তিক বিক্রয়

বিজ্ঞাপন

প্রচার

বিক্রয় প্রচার

  1. সাধারণ শেয়ারহোল্ডার লভ্যাংশ গ্রহণ করে-

পাওনাদারকে দায় মিটানোর পরে

অগ্রাধিকারযুক্ত শেয়াহোল্ডারগণের লভ্যাংশ বন্টনের পূর্বে

 অগ্রাধিকারযুক্ত শেয়ারহোল্ডারগণের লভ্যাংশ বন্টনের পূর্বে

উপরের কোনটিই নয়

  1. পাবলিক লিমিটেড কোম্পানির দৈনন্দিক ব্যবস্থাপনা কারা সম্পন্ন করে?

সকল মালিক

পরিচালক পরিষদ

 নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপকগণ

উপরের সকলে

  1. সাবার তৈরি কোন ধেরনের শিল্প ?

বিশ্লেষণ শিল্প

 যৌগিক শিল্প

প্রক্রিয়াগত শিল্প

গঠনমূলক শিল্প

  1. বিবরণ পত্র প্রচারের পর কতদিনের মধ্যে নূন্যতম প৭জি সংগৃহীত হলে শেয়ার আবেদন বাবদ প্রাপ্ত টাকা আবেদনকারীকে ফেরত দিতে হবে?

৪০ দিন

১২০ দিন

৮০ দিন

 ১৮০ দিন

  1. রবিশালের বালাম চাউল আনলে যে উপযোগ সৃষ্টি হয় তার নাম-

 স্থানগত উপযোগ

সময়গত উপযোগ

স্বত্ব উপযোগ

আকৃতিগত উপযোগ

  1. ন্যূনতম চাঁদার বিষয়টি জড়িত?

প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে

সরকারি বিভাগের ক্ষেত্রে

 পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে

প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে

  1. সমবায় সমিতিতে আমরা সহযোগিতা কথাবলি এবং সে সহযোগিতা হচ্ছে-

 ইচ্ছাকৃত

অনিচ্ছাকৃত

কখনও ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত

উপরের কোনটিই নয়

  1. একটি আদর্শ অংশীদারি কারবার নিম্নের কোন শর্তটি পূরন করবে?

অংশীদাররা একই এলাকা ও অঞ্চলের হবে

অংশীদাররা সঠিকভাবে তাদের আয়কর পরিশোধ করবে

তারা অবশ্যই বিশ্ব লোক হবে

 অংশীদারদেরসাধারণ উদ্দেশ্যে থাকবে এবং একে অন্যকে বিশ্বাস করবে

  1. বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইন কত সালে পাস হয়?

১৯৯৪

 ১৯৯১

১৯৭২

১৯৮৩

  1. গ্রীণলেজ ব্যাংকের বর্তমান নাম হচ্ছে-

এ এন জেড ব্যাংক

চার্টার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক

 কোনটিই নয়

  1. নিচের কোন মুদ্রা বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ?

এক টাকার মুদ্রা

 পাঁচ টাকার মুদ্রা

পঞ্চাশ পয়সার মুদ্রা

সবকটি

  1. নিচের কোনটি মালিকানা স্বত্ত্বা বহন করে?

বিনিময় বিল

 বিল অব লেডিং

চার্টার পার্টি

লোন অব ক্রেডিট

  1. নিচের কোন প্রক্রিয়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রযোজ্য নয়?

সিকিউরিটি মার্জিন বৃদ্ধি করা

ব্যাংকের তারল্য বৃদ্ধি করা

ব্যাংকে রেট বৃদ্ধি করা

 ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করা

  1. তুমি তোমার বন্ধুর কাছ থেকে প্রতি ডলার ৫০ টাকা দরে ১,০০০,০০০ ডলার এ শর্তে কিনলে যে সে তোমাকে ডলার ও তুমি তাকে টাকা দেবে তিনমাস পর বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে এ ধরনের লেনদেনের হারকে কী বলা হয়?

ভবিষ্যৎ হার

নগদ হার

 অগ্রিম হার

উপরের কোনটিই নয়

  1. নিচের কোন ব্যাংকটি বিদেশি ব্যাংক?

 স্টান্ডার্ড ব্যাংক

সিটি ব্যাংক

ওয়ান ব্যাংক

আই.এফ. আই.সি ব্যাংক

  1. নিচের কোন দেশে ইউনিট ব্যাংকিং পদ্ধতি প্রচলিত?

 বাংলাদেশ

ইংল্যান্ড

ভারত

যুক্তরাষ্ট্র

  1. নিচের কোনিট শ্রেনিবিন্যাসিত ঋণ বলে পরিচালিত?

 সন্হেজনক ঋন

কৃষি ঋণ

শিল্প ঋন

গৃহনির্মাণ

  1. তালিকাভুক্ত বাণ্যিজিক ব্যাংকসমূহের তারল্য হার হলো-

 ১৯.৫%

২০%

১০%

৫%

  1. বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইন কত সালে পাস হয়?

১৯৯৪

 ১৯৯১

১৯৭২

১৯৮৩

  1. গ্রীণলেজ ব্যাংকের বর্তমান নাম হচ্ছে-

এ এন জেড ব্যাংক

চার্টার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক

 কোনটিই নয়

  1. নিচের কোন মুদ্রা বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ?

এক টাকার মুদ্রা

 পাঁচ টাকার মুদ্রা

পঞ্চাশ পয়সার মুদ্রা

সবকটি

  1. নিচের কোনটি মালিকানা স্বত্ত্বা বহন করে?

বিনিময় বিল

 বিল অব লেডিং

চার্টার পার্টি

লোন অব ক্রেডিট

  1. নিচের কোন প্রক্রিয়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রযোজ্য নয়?

সিকিউরিটি মার্জিন বৃদ্ধি করা

ব্যাংকের তারল্য বৃদ্ধি করা

ব্যাংকে রেট বৃদ্ধি করা

 ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করা

 

  1. নিম্নলিখিত তথ্যাদি হতে বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর: প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, ক্রয় ৫,০০,০০০ টাকা, ক্রয়ফেরত ২৫,০০০ টাকা আন্তঃপরিবহণ ব্যয় ১৫,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১,০০,০০০ টাকা । বিক্রয়মূল্য উপর মোট মুনাফার হার ২০%

৪,০০,০০০ টাকা

৫,৮০,০০০ টাকা

 ৫,০০,০০০ টাকা

৬,০০,০০০ টাকা

  1. ক ও খ দুইজন অংশীদার ৭ঃ৫ অনুপাতে লাভ-ক্ষতি বন্টণ করে। তারা গ কে নতুন অংশীদার হিসাবে অন্তভূক্ত এবং ৫ঃ৩ঃ২ অনুপাতে লাভ- ক্ষতি বন্টনে চুক্তিবদ্ধ হলো। ক ও খ এর ত্যাগ অনুপাত নির্ণয় কর।

 ৫

৭ঃ৫

৩ঃ২

১২ঃ৭

  1. ভাড়া ব্যয় হিসাবে কেডিট জের থাকা মানে বোঝায়-

  তারিখে আমাদের ভাড়া বকেয়া আছে

ঐ তারিকে আমাদের ভাড়া আসাম দেওয়া আছে

আমরা অনেকে বেশি ভাড়া দিয়েছি

আমরা ভাড়া বাবদ খুব অল্প টাকাই দিয়েছি

  1. ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের বিবরণী প্রস্তুতের সময় বকেয়া চেকসমূহের অর্থ যা করা হয় তা হলো-

ব্যাংক বিবরণীতি প্রাপ্ত ব্যাংকের জের থেকে বাদ দেওয়া হয়

 জমাদাকারীর হিসাব অনুযায়ী প্রাপ্ত ব্যাংক জেরের সাতে যোগ করা হয়

জমাদানকারীর হিসাব অনুযায়ী প্রাপ্ত ব্যাংক জেরের সাথে যোগ করা হয়

জমাদানকারীর হিসাব অনুযায়ী প্রাপ্ত অনুযায়ী প্রাপ্ত ব্যাংক জের থেকে বাদ দেওয়া হয়

  1. নিম্নের কোনটি রাজস্বজাতীয় খরচ?

ইজারাধীন সম্পত্তি অর্জন ব্যয়

 ইজারাধীন সম্পত্তি অবচয় খরচ

ইজারাধীন স্পত্তি অর্জনের জন্য আইনি খরচ

একটি নতুন মেশিনের সংস্থাপন মজুরি

  1. পুঞ্জীভূত অবচিতি উদাহরণ হলো-

একটি ব্যয়ের

একটি অলিখিত আয়ের

একটি দায়ের

 একটি প্রতি হিসাবের

  1. একটি ক্রয় চালানো প্রতিটি ৮০০ টাকার ৫টি পণ্য অন্তভূক্ত রয়েছে, যাতে শতকরা ২৫ টাকা হারে কারবারি বাট্টা ও শতকরা ৫ টাকা হারে নগদ বাট্টা রয়েচে। যদি ধারে ক্রয়ের সময়কালে মধ্যে পরিশোধিত হয়, তাহলে তোমার চেকটি কত টাকা হবে?

 ২,৮৫০ টাকা

২,৮০০ টাকা

২,৬০০ টাকা

কোনোটিই নয়

  1. কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের উদাহরণ?

শেয়ার বাট্টা

 অগ্রিম ভাড়া

অবচয় ব্যয়

সবগুলো

  1. যদি প্রারম্ভিক মুলধন ১৬,৫০০০ টাকা, বছরের মাঝামাঝি অতিরিক্ত মূলধন ৩,৭০০ টাকা, সমাপনী মূলধন ১১,৩৫০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হয়, তাহলে উক্ত বছরের লাভ ও ক্ষতি কত?

ক্ষতি ১,৮৫০ টাকা

লাভ ১, ৮৫০ টাকা

 ক্ষতি ৫,৫৫০ টাকা

কোনোটিই নয়

  1. হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুয়ায়া একটি সম্পদ বাজারমূল্যে লিপিবদ্ধ না হয়ে ক্রয়ের মূল্যে লিপিবদ্ধ করার যৌক্তিকতা প্রদান করে?

প্রকাশ

 ঐতিহাসিক মূল্য

রক্ষণশীলতা

স্থিরতা

  1. আধুনিক কারবার জগতে হিসাববিজ্ঞানে প্রধান উদ্দেশ্য হলো-

 সংশ্রিষ্ট পক্ষসমূহের প্রয়োজনীয় তথ্য সরবারহ করা

বৎসর শেষে আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করা

সকল তথ্যের লিপিবদ্ধকরণ

মুনাফা অর্জন

  1. মজুদ পণ্যের মুল্যায়নের রীতিগত ভিত্তি হলো-

সর্বদাই ক্রয়মূল্য

সবর্দাই বর্তমান বাজারমূল্য

 ক্রয়মূল্য বর্তমান বাজারমূল্য মধ্যে যেটি কম

কোনটিই নয়

  1. উদ্বর্তপত্রে রিজার্ভ ফান্ডের মালিক হলো-

কোম্পানি

পরিচালকবৃন্দ

ব্যাংক

 শেয়ারহোল্ডার

  1. একটি হিসাবের জের ১২০ টাকা, যা রেওয়ামিলের বুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সবকিছু সঠিক হলে রেওয়ামিল দুই পাশ্বের্র পার্থক্য হবে-

১২০ টাকা

৬০ টাকা

২১০ টাকা

 ২৪০ টাকা

  1. সাধারণত লাভ ওক্ষতি হিসাবে যে সব হিসাব দেখানো হয় তা হলো-

বাস্তব হিসাব

ব্যক্তিগত হিসাব

অনার্জিত আয় হিসাব

 নামিক হিসাব

  1. প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় ২০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্য এর উপর ২০% মুনাফা আশা করে তাহলে প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত হবে?

 ২৫ টাকা

২০ টাকা

২২ টাকা

৩০ টাকা

  1. একটি ফার্মের নিট মুনাফা এ বছর ৫,০০০ টাকা হলে এবং কর হার ৪০% হলে, কর-পূর্ব মুনাফা কত?

৯,০০০ টাকা

৭,৯৪২ টাকা

 ৮,৩৩৩ টাকা

কোনোটিই নয়

  1. প্রারম্ভিক খরচ কোন ধরনের সম্পত্তি?

স্থায়ী সম্পদ

চলতি সম্পদ

 অলীক সম্পদ

অসম্পর্শীয় সম্পদ

  1. অগ্রাধিকার শেয়ার সম্পর্কে কোনটি সত্য?

ইহা শেয়ারহোল্ডারগণের ইক্যুইটর অংশ

ইহা একটি ঋণ

 ইহা ইক্যুইটি ঋণের মিশ্রণ

কোনটিই নয়

  1. কোনটি উদ্বর্তপত্রের সম্পত্তি পামে উল্লেখ করা হয়/

দীর্ঘমেয়াদি ঋণ

শেয়ার প্রিমিয়াম

বিবিধ পাওনাদার

 প্রাথমিক খরচ

  1. হিসাব সমীকরণ সবসময় প্রভাবিত হয়-

 লেনদেনের মাধ্যমে

আয়-ব্যয় বিবরণীতে মাধ্যমে

রেওয়ামিল মাধ্যমে

দাখিলা মাধ্যমে

  1. একটি অব্যসায়ী প্রতিষ্ঠানের মুলধন তহবিল সৃষ্টি হয়-

 প্রতিষ্ঠানের দায় অপেক্ষা আয়ের বাড়তি থেকে

প্রতিষ্ঠানের খরচ অপেক্ষা বাড়তি থেকে

প্রতিষ্ঠানের খরচ অপেক্ষা বাড়তি থেকে

প্রতিষ্ঠানের মজুদ মজুদ নগদ থেকে

  1. নিম্নলিখিত সমন্বয় এন্ট্রিসমূহের মধ্যে কোনটি প্রধান সমন্বয় এন্ট্রি নয়?

অগ্রপ্রদত্ত খরচ

 অর্জিত রাজস্ব

বকেয়া খরচ

বকেয়া রাজস্ব

  1. আজিম লিমিটেড ১.১.১৯৯৬ তারিখে একটি ক্রয় করে এবং ১০% অবচয় ১৪,৫৮০ টাকা ধার্য করা হলে মেশিনটির ক্রয়মূল্য কত?

৩,০৪,৮৩১ টাকা

২,৭৪,৩৪৮ টাকা

 ২,০০,০০০ টাকা

৩,৩৮,৭০১ টাকা

  1. মতিন, যতিন ও রথিন একটি অংশীদারি কারবারের যথাক্রমে ৪ঃ২ঃ১ হারে মুনাফা ও ক্সতি বন্টনের ভিত্তিতে ব্যবসায় করছে। মতিন রথিনকে বৎসরে ১০,০০০ টাকা মুনাফা ওদওয়ার নিশ্চয়তা দেয়। উক্ত বৎসরে মোট ৫৬,০০০ টাকা মুনাফা হয়। উক্ত বৎসরে যতিনের প্রাপ্য মুনাফার পরিমাণ কত?

 ১৬,০০০ টাকা

১৫,৩৩৩,৩৩ টাকা

১৩,৬৬৬.৬৭ টাকা

কোনোটিই নয়

 

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =