BUET Admission Question Solution 2006

  1. Fill in the blank with an appropriate idiomatic expression chosen from the corresponding list provided below. He has supported the team for over ten years-

 through thick and thin

skin and bone

out of the wood

in vogue

  1. Fill in the blank with an appropriate idiomatic expression chosen from the corresponding list provided below. Though he had tough fight with his rival, he somehow-

oil in troubled waters

 carried the day

trembled in the balance

had a finger in the pie

  1. The passage mainly discusses about-

the invention of radar

 the early stage of electronics

the invention of electricity

the invention of transistor

  1. What is the synonym of the word ‘sophisticated’ used in the first paragraph of the passage?

 Highly developed

Shining

Electrically operated

Working

  1. It post world War II era, which of the following brought most massive social change?

Radio

Record player

Telephone

 Television

  1. The first working transistor was developed

 in 1957

during World War II

before World War II

in 1960

  1. a এর কোন মানের জন্য(a2, 2)(a2, 2), (a, 1) এবং (0,0) বিন্দুত্রয় সমরেখ হবে?

0, -1

2, 2

-2

 0, 2

  1. অনুভূমিক দিকে এবং অনুভূমিকের সাথে 30° কোণে ক্রিয়াশীল দু’টি বল 5 একক ওজনের বস্তুকে স্থিরভাবে ধরে রাখে। বল দু’টির মান কত?

5√3,1053,10

 5√3,1053,10

5, 10

5,10√35,103

  1. 5x–5√3y+2=05x–53y+2=0এবং 3√3x+ 3y–4=033x+ 3y–4=0 রেখা দুটির অন্তভুক্ত কোণ হবে-

30°

 90°

60°

45°

  1. নিচের যােগজ এর মান হবে- ∫10xdx1+x4∫01xdx1+x4

π4π4

π3π3

 π8π8

π6π6

  1. নিচের যােগজ এর মান হবে- ∫1−1|x|dx∫-11xdx

2

1

 -1

0

  1. একটি বৃত্ত অক্ষদ্বয়কে স্পর্শ করে, যার কেন্দ্র তৃতীয় কোয়াড্রেন্ট এ অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ√22  হলে, বৃত্তটির সমীকরণ হবে=

 x2+y2+2√2x+2√2y+2 = 0x2+y2+22x+22y+2 = 0

x2+y2+2√2y = 0x2+y2+22y = 0

x2+y2−2√2x−2√2y+2 = 0x2+y2-22x-22y+2 = 0

x2+y2+2√2x=0x2+y2+22x=0

  1. যদি একটি কৃষ্ণবস্তুর তাপমাত্রা 27°C থেকে 327°C- তে বৃদ্ধি পায়, তবে তাপ বিকিরণের বৃদ্ধি হবে-

10 times

(32727)4 times327274 times

 16 times

8 times

  1. একটি সাবানের বুদবুদের (পৃষ্ঠটান 30 dyne/cm) ব্যাসার্ধ 2 cm. বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করার জন্য কাজের প্রয়ােজন হবে-

4525 ergs

2262 erge

1130 ergs

 9050 ergs

  1. দুটি ফোটন পরস্পর বিপরীত দিকে চলছে। একটির আরেকটি সাপেক্ষে আপেক্ষিক বেগ কত?

zero

 c

√2c2c

2c

  1. দু’ঘন্টা পর কোন তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের আইসােটোপের116th116thঅক্ষত থাকে। উক্ত আইসােটোপের অর্ধায়ু হল-

15 min

 30 min

45 min

1 hour

  1. সুরেলী কাঁটাদ্বয় A ও B প্রতি সেকেন্ড 10 বীট উৎপন্ন করে। যদি কাঁটা B এর কম্পাঙ্কVBVB, 480 Hz হয়, তাহলে কাঁটা A এর কম্পাঙ্ক, VAVAকত? (VA < VB)(VA < VB)

465 Hz

490 Hz

 470 Hz

495 Hz

  1. 100 K এবং 500 K তাপমাত্রাদ্বয়ের মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা কত?

 0.8

1.2

-4

6

  1. সরল ছন্দিত স্পন্দিত কোন বস্তুর সাম্যাবস্থা x দূরত্বে স্থিতি শক্তি নিচের কোনটির সমানুপাতিক?

√xx

x

 x2x2

x3x3

  1. PVT=PVT=ধ্রুবক, এই সূত্রটি সত্য, যখন-

সমােষ্ণ পরিবর্তন হয়

রুদ্ধতাপ পরিবর্তন হয়

 (A) এবং B. উভয়টিই

উপরের কোনটিই নয়

  1. পূর্ব-পশ্চিম দিক বরাবর একটি বৈদ্যুতিক তারে 10A কারেন্ট প্রবাহিত হয়।10−4T10-4Tভূ-চৌম্বক ক্ষেত্রের জন্য প্রতি মিটার তারে বলের পরিমাণ হবে?

10−5N10-5N

10−4N10-4N

 10−3N10-3N

10−2 N10-2 N

  1. ওজন ঝুলানাের জন্য যদি কোন একটি স্প্রিং (বল ধ্রুবক = K) এর দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি পায়, তবে স্প্রিং এ সঞ্চিত শক্তির পরিমাণ হবে- (স্প্রিং এর উপর প্রত্যায়নী বল হল T)

T22xT22x

 T22KT22K

2T2K2T2K

2KT22KT2

  1. ভেক্টর→AA→, →B B →এবং →CC→ এর মান যথাক্রমে 12, 5, এবং 13 একক এবং →A+→B =→CA→+B →=C→ ভেক্টর →AA→ এবং →B B → এর মধ্যবর্তী কোণ হবে:

ππ

 π2π2

zero

π4π4

  1. একটি বস্তু স্থিরাবস্থা থেকে শুরু করে সমত্বরণে 4 th সেকেন্ডেS1S1এবং 6 th সেকেন্ডে S2S2 দূরত্ব অতিক্রম করে। S1S2S1S2 হল-

2323

4949

611611

 711711

  1. 10 moles গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের সময় 350J কাজ সম্পাদিত হয়। উক্ত ব্যবস্থায় অন্তঃস্থ শক্তির পরিবর্তনের মান কত হবে?

50 J .

-150 J

350 J

 -350 J

  1. কোন দুটি মৌলের মধ্যে কর্ণ-সম্পর্ক বিদ্যমান?

Li, Be

Mg, Al

Be, Si

 B, Si

  1. প্রথম ক্রম বিক্রিয়া2N205(g) → 4NO2(g) +02(g)2N205(g) → 4NO2(g) +02(g)এর অর্ধায়ুকাল 30°C তাপমাত্রায় 2.40 ঘন্টা। বিক্রিয়াটির হার ধ্রুবক কোনটি?

 0.289 h−10.289 h-1

0.380 h−10.380 h-1

0.20 h−10.20 h-1

0.240 h−10.240 h-1

 

  1. একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্র ঘরের মান 1mm এবং ভার্নিয়ার স্কেলের 40 ঘর প্রধান স্কেলের 39 ঘরের সমান । এই স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কত?

 0.0025 cm

0.0025 mm

0.0025 m

None of them

  1. একটি ধারকের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ক্ষেত্রে বৈদ্যুতিক প্রাবল্য E কোন চার্জ q কে নিচের চিত্রানুযায়ী বদ্ধপথ PQRS বরাবর পরিচালিত করতে কাজের পরিমাণ কত?

2 units

-2 units

 0

None

  1. একটি স্যাটেলাইট পৃথিবীর চারদিকে বৃত্তাকার কক্ষপথে মােটE0E0(গতি শক্তি + স্থিতি শক্তি) শক্তিতে ঘুরছে। এর স্থিতি শক্তি কত?

−E0-E0

1.5 E01.5 E0

 2 E02 E0

E0E0

  1. কোন দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে কি ঘটবে?

সময় লাভ করবে

 সময় হারাবে

সময় একই থাকবে

ঘড়িটি বন্ধ হয়ে যাবে

  1. পৃথিবীর চারপাশে যদি বায়ুমন্ডল থাকতাে, তাহলে পৃথিবী থেকে | আকাশের রং কি দেখা যেত?

White

Blue

 Black

Orange

  1. পর্যায় সারণীতে কপারের স্থান কোথায়?

পর্যায় 3, শ্ৰেণী IA

 পর্যায় 4, শ্ৰেণী IB

পর্যায় 3, শ্ৰেণী IB

পর্যায় 4, শ্রেণী IA

  1. যদিx = a(θ−sinθ)x = a(θ-sinθ)এবংy = a(1+cosθ)y = a(1+cosθ) হয়, তবে dydxdydx এর মান হবে-

 −cotθ2-cotθ2

−sinθ-sinθ

1−cosθ1-cosθ

− tanθ2- tanθ2

  1. গাছ থেকে 2 কেজি ভরের একটি নারিকেল নিচের দিকে পড়ে। বাতাসের বাঁধা 7.6 N হলে, নারিকেলের মন্দন নির্ণয় কর।

12 m/sec212 m/sec2

 6 m/sec26 m/sec2

13.6 m/sec213.6 m/sec2

4 m/sec24 m/sec2

  1. i−49i-49এর মান-

-1

i

1

 -i

  1. একটি বুলেট লক্ষ্যবস্তুর 3 cm ভিতরে প্রবেশ করতে তার অর্ধেক বেগ হারায়। লক্ষ্যবস্তুর প্রতিরােধ সুষম হলে, আর কতদূর এটি প্রবেশ করবে?

 1 cm

1 m

2 cm

2 m

  1. 1-1+1-1+1-1+ ——–n সংখ্যক পদ পর্যন্ত যােগফল হবে-

[1−(−1)n]1–1n

0

1

 1/2[1−(−1)n]121–1n

 

  1. নিচের কোন উক্তিটি সত্য?

পাই (π)π বন্ধন সিগমা (σ)σ বন্ধনের চেয়ে শক্তিশালী

 সংকরণ অরবিটালে পাই (π)π বন্ধন ঘটে না

s- অরবিটাল এবং p-অরবিটাল দ্বারা পাই (π)π বন্ধন সৃষ্টি হয়

Px−Px- অরবিটাল ও Pz−Pz- অরবিটাল দ্বারা পাই (π)π

  1. নিচের চারটি পরমাণুর ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে কোন পরমাণুর প্রথম আয়ােনাইজেশন শক্তি সবচেয়ে কম?

1s22s21s22s2

1s22s22p21s22s22p2

1s22s22p51s22s22p5

 1s22s22p63s11s22s22p63s1

  1. 27°C তাপমাত্রায় ও 1.0 atm বায়ু চাপে 1.0 L বেলুনে হিলিয়াম মােল সংখ্যা নির্ণয় কর।

0.05

 0.04

0.06

0.03

  1. নিচের কোনটি জৈব যৌগ কাইরাল?

H2NC(CH3)COOHH2NC(CH3)COOH

HOCH(CH3)COOHHOCH(CH3)COOH

 (CH3)2COOH(CH3)2COOH

CH3CH(OH)CH2CH3 CH3CH(OH)CH2CH3

  1. নিচের কোনটি একটি সম্পূর্ণ তাপ-রাসায়নিক সমীকরণ?

2H2+O2→2H2O;△H=−571.70 Kj mol−12H2+O2→2H2O;△H=-571.70 Kj mol-1

 2H2(g)+O2(g)→2H2O(g); △H =−473.67 kJ mol−12H2(g)+O2(g)→2H2O(g); △H =-473.67 kJ mol-1

উপরের সবগুলাে

উপরের কোনটিই নয়

  1. হাইড্রোজেন পরমাণুর জন্য নিচের কোন বর্ণালী সারিটি আলাের দৃশ্যমান অংশে পাওয়া যায়?

Brackett series

Lyman series

Paschen series

 Balmer series

  1. নিচের ধর্মগুলাের কোনটি একটি পরমাণুর জন্য নির্দিষ্ট

ইলেকট্রন সংখ্যা

 প্রােটন সংখ্যা

নিউট্রন সংখ্যা

ভর সংখ্যা

  1. একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হওয়া উচিত

ওজন নেওয়ার সময় বাতাসে অপরিবর্তনশীল

পানিতে সহজে দ্রবণীয়

উচ্চ তুল্য ওজনবিশিষ্ট

 উপরের সব গুণাবলি বিশিষ্ট

  1. সাবানায়ন বিক্রিয়া হলাে:

গ্লিসারাইডের একটি অম্লীয় হাইড্রোলাইসিস বিক্রিয়া

একটি প্রশমন বিক্রিয়া

 গ্লিসরাইডের একটি ক্ষারীয় হাইড্রোলাইসিস বিক্রিয়া

উপরের কোনটিই নয়

  1. নিচের কোনটি কিটোনকে জারিত করে?

Tollen’s solution

 Benedict’s solution

Fehling’s solution

উপরের কোনটিই নয়

  1. একটি ফাংশনf: R→R, f(x) = 2x +1f: R→R, f(x) = 2x +1দ্বারা সংজ্ঞায়িত হলে, f−1(2)f-1(2) এর মান হবে:

0

 1/212

5

1

  1. m এর কোন মানের জন্য2ˆi +3ˆj − 6ˆk2i^ +3j ^- 6k^এবং mˆi+2ˆj + 4ˆkmi^+2j^ + 4k^ ভেক্টর দুটি লম্ব হবে?

-18

18

 9

-9

  1. A ও B স্বাধীন ঘটনা এবংP(A) = 13P(A) = 13, P(B) = 34P(B) = 34হলে, P (A∪B)P (A∪B) এর মান হবে-

712712

512512

1616

 5656

  1. সাধারণ সমাধান কি? tan2θ.tanθ=1tan2θ.tanθ=1

2nπ+π32nπ+π3

2nπ±π32nπ±π3

 nπ±π6nπ±π6

nπ+π6nπ+π6

  1. একটি ট্রেন t সেকেন্ডে3t+t283t+t28ফুট দূরত্ব যায়। 5 মিনিট পর ট্রেনটির বেগ কত হবে?

 78 ft/sec

174ft/sec174ft/sec

75 ft/sec

1458ft/sec1458ft/sec

  1. মােলারিটিতে 5% Na2C03Na2C03দ্রবণের মাত্রা কত?

 0.471 (M)

0.5821 (M)

0.5000 (M)

0.3215 (M)

  1. কোনটি পানিতে অদ্রবণীয়?

Na2C03Na2C03

FeSO4FeSO4

 CaCO3CaCO3

CaCl2CaCl2

  1. নিচের কোনটি[Co(NH3)6]3+CoNH363+জটিল আয়নের জ্যামিতিক কাঠামাে?

বর্গাকার

সরলরৈখিক

টেট্রাহেড্রাল

 অক্টাহেড্রাল

  1. নিচের কোনটি সুপার অক্সাইড?

Na2ONa2O

Na2O2Na2O2

 KO2KO2

K2OK2O

  1. একটি ত্রিভুজের বাহুগুলাে 13, 14 এবং 15 একক হলে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে-

 84 sq. units

88 sq. unit

80 sq. units

64 sq. Units

  1. নিচের কোন উৎপাদক সাম্য ধ্রুবক পরিবর্তন করতে পারে?

চাপ

 তাপমাত্রা

ঘনমাত্রা

প্রভাক

  1. একটি দশভুজের কৌণিক বিন্দুগুলাের সংযােগ রেখার সাহায্যে কতগুলাে কর্ণ টানা যেতে পারে?

20

 35

45

25

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =