- ফরমালডিহাইট(CH2O)(CH2O)এর কার্বন পরমাণুতে কোন সংকর অরবিটালটি ব্যবহার হয়েছে?
- 2i–3k2i–3k, i+j+ki+j+kভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে:
sin−11√39sin-1139
cos−11√12cos-1112
cos−1−1√39cos-1-139
sin−11√13sin-1113
- (2,3) বিন্দু হতে 4x + 3y -7 = 0 রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর দূরুত্ব কত?
2 units
4 units
3 untis
6 units
- cos tan−1cot sin−1 xcos tan-1 cot sin-1 x এর মান কত?
–x
π2−xπ2-x
x
π2+xπ2+x
- যদিtan θ =y/xtan θ =yxহয়, তবে x cos 2θ + y sin 2θx cos 2θ + y sin 2θ এর মান হবে-
2x
x+y
x-y
x
- 3√x+iy= p+iq3x+iy= p+iqহলে, xp+yqxp+yqএর মান কত?
p2−q2p2-q2
4p2−q24p2-q2
4(p2−q2)4p2-q2
p2−q24p2-q24 বিঃদ্রঃ– (নিজে চেষ্টা করুন সঠিক উত্তর জানা নাই)
- x -এর কোন কোন মানের জন্য নিম্নলিখিত নিৰ্ণায়কের মান শূন্য হবে? ∣∣
∣
∣∣x2x221100−5∣∣
∣
∣∣=0x2x221100-5=0
x = 0, -2
x = 1, 2
x = 0, 1
x = 0, 2
- K-এর কোন মানের জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের অসংখ্য সমাধান বিদ্যমান? x – y = 3, 2x =2y = K
−∞<K<∞-∞<K<∞
K≠6K≠6
K = 3/2
K = 6
- √i+ √−ii+ -iএর মান কত?
√33
√2 2
2
1
- কোন শিক্ষা প্রতিষ্ঠানের 410 জন ছাত্রের মধ্যে 240 জন স্প্যানিশ এবং 180 জন ফ্রেঞ্চ ভাষা শিখছে। যদি 25 জন ছাত্র কোন ভাষা না শিখে, তবে কত জন উভয় ভাষা শিখেছে?
205
265
35
385
- একই পােষ্টে দুটি শূন্য পদে একজন পুরুষ ও একজন মহিলা চাকুরী প্রার্থী। পুরুষ ও মহিলার চাকুরী পাওয়ার সম্ভাবনা যথাক্রমে l/7 এবং 1/5. উভয়ের চাকুরী না পাওয়ার সম্ভাবনা কত?
134134
24352435
34353435
28352835
- একজন লােক তার কাঁধের উপর একটি লাঠির প্রান্তে বেঁধে বােঝা বহন করবে। তার হাত ও কাঁধের উপরে চাপ কিভাবে পরিবর্তিত হবে?
R ∞ x2R ∞ x2
R∞1x2R∞1×2
R∞1xR∞1x
R∞xR∞x
- যদি 5 কেজি ভরের একটি বস্তু মধ্যাকর্ষণের প্রভাবে 40 মি./সে. বেগে নীচে পড়ে তবে যে বল তাকে 10 মিটার দূরত্বে থামিয়ে দেবে তার পরিমাণ হবে:
449 N
99 N
49 N
944 N
- 5 N, 7N, এবং 8N বলত্রয় একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে 8N এবং 5 N বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে?
30°
60°
90°
120°
- একজন ব্যক্তি কোন স্থানে যাওয়ার সময় ঘন্টায় 4 মাইল বেগে যায় এবং আসার সময় ঘন্টায় 5 মাইল বেগে ফেরৎ আসে। তার গড় গতিবেগ কত?
5
4.54
4.44
4.50
- নীচের যােগজ-এর মান হবে- ∫e1Inx dx∫1eInx dx
-1
0
W
1
- নীচের যােগজ এর মান হবে: ∫π401−sin x1−sin2xdx∫0π41-sin x1-sin2 xdx
√2 –2 2 –2
2−√22-2
1−√21-2
√2−12-1
- cos 3x-এর n তম অন্তরক সহগ হবে:
3n sin(nπ2+3x )3n sinnπ2+3x
3n cos(nπ2−3x )3n cosnπ2-3x
3n sin(nπ2−3x)3n sinnπ2-3x
3n cos(nπ2+3x)3n cosnπ2+3x
- limx→0e2+e−x−2x2limx→0e2+e-x-2×2এর মান কত?
2
1
-2
-1
- 1015Hz1015 Hz কম্পাঙ্ক এবং 0.3 μm0.3 μm তরঙ্গদৈর্ঘ্যের আলােক 1 প্রতিসরাঙ্কের 1 এর মধ্য দিয়ে যাচ্ছে। এই আলােক 1.5 প্রতিসরাঙ্কের মাধ্যমে 2 এ প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
0.133 μm0.133 μm
0.2 μm0.2 μm
0.45 μm0.45 μm
0.67 μm0.67 μm
- একটি 10 cm দীর্ঘ সরল পরিবাহকের মধ্য দিয়ে +x দিকে 10A, প্রবাহিত হচ্ছে। পরিবাহকটি +x দিকে 0.1 T চৌম্বক ক্ষেত্রে থেকে থাকলে পরিবাহকটির উপর বলের মান ও দিক কত?
0.1 N, + x direction
0.1 N, +y direction
0.1N, +z direction
zero force
- কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলে থেকে 10° বেশি হবে?
-27.5°C
-27.5°F
27.5°C
27.5°F
- দুটি ভিন্ন আদর্শ গ্যাস একই চাপে ভিন্ন ভিন্ন পাত্রে আবদ্ধ আছে ৷ যদিρ1ρ1ও ρ2ρ2 এগুলাের ঘনত্ব এবং C1C1 ও C2C2 যথাক্রমে এগুলাের মূল গড় বর্গ হয়, তাহলে এর সমান হবে-
ρ21ρ22ρ12ρ22
ρ22ρ21ρ22ρ12
√ρ1ρ2ρ1ρ2
√ρ2ρ1ρ2ρ1
- একই বস্তুকণার মােট শক্তি পরিমাপ করে এর স্থিতাবস্থার 3 গুণ পাওয়া গেল। বস্তুটির দ্রুতি কত?
8.485×108 ms−18.485×108 ms-1
2.828×108 ms−12.828×108 ms-1
0.353×108 ms−10.353×108 ms-1
9×108 ms−19×108 ms-1
- একটি পূর্ণ বিকারক 0°C তাপমাত্রায়3.2x105erg cm−23.2×105 erg cm-2 হারে শক্তি বিকিরণ করে। স্টিফেনের ধ্রুবক কত?
5.761×10−5 erg cm−2 s−1 K−45.761×10-5 erg cm-2 s-1 K-4
0.11172×105 erg cm−2 s−1 K−40.11172×105 erg cm-2 s-1 K-4
3.2×105 erg cm−2 s−13.2×105 erg cm-2 s-1
None of the above
- 95 ওহম রােধ বিশিষ্ট একটি গ্যালভানােমিটারের ভিতর দিয়ে মূল তড়িৎ প্রবাহের 5% চালনা করতে চাইলে গ্যালভানােমিটারের প্রান্তদ্বয়ের সাথে কত মানের সান্ট ব্যবহার করতে হবে?
5 Ω5 Ω
5 KΩ5 KΩ
0.2 Ω0.2 Ω
23.77 Ω23.77 Ω
- 108N m−2108N m-2পীড়নের ফলে একটি তারের দৈর্ঘ্য 10−310-3 বৃদ্ধি ঘটে। তারটির ইয়ং মানাঙ্ক কত?
105 N m−2105 N m-2
10−11 N m−210-11 N m-2
1011 N m−21011 N m-2
10−5 N m−210-5 N m-2
- একটি ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটারে হিলিয়াম ব্যবহার করে পানি ত্রৈধ বিন্দুতে (27.16K) চাপ 19.5 kPa এবং শুষ্ক বরফ বিন্দুতে চাপ 13.94 kPa পাওয়া গেল। শুষ্ক বরফের তাপমাত্রা কত?
195.274 K
14.723 K
0.995 K
382.110 K
- কোন ধাতব তলের আলােক-তড়িৎ সূচন তরঙ্গ দৈর্ঘ্য330∘A330A∘, উক্ত তলে1100∘A1100A∘ তরঙ্গদৈর্ঘ্যে আলােকরশ্মি আপতিত হলে, নিঃসৃত (যদি হয়) ফটোইলেক্ট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত?
1.0 eV
2.0 eV
7.5 eV
no photoelectron is emitted
- একটি ট্রান্সফর্মারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 400 এবং 2000. 1000 V এ গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ক্ষমতা 12 kW হলে, মুখ্য কুণ্ডলীতে বিভবের মান-
200 V
300 V
400 V
500 V
- দুটি স্বচ্ছ মাধ্যম A ও B একটি সমতল বিভেদতল দ্বারা আলাদা। A ও B মাধ্যমে আলাের দ্রুতি যথাক্রমে2.0×108ms−12.0×108 ms-1 এবং 2.5×108 ms−12.5×108 ms-1 আলােকরশ্মি A ও B মাধ্যমে প্রবেশ করে তখন যে সংকট কোণের জন্য বিভেদতলে আলােক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, তা হল-
sin−1(12)sin-112
sin−1(25)sin-125
sin−1(45)sin-145
sin−1(13)sin-113
- বৃষ্টির দিনে পানির উপর তেলের পাতলা ফিল্ম সুন্দর সুন্দর রং দেখায় | এ রকমটি ঘটার কারণ-
বিচ্ছুরণ
সমবর্তন
অপবর্তন
ব্যতিচার
- দুটি +2 C এবং +6 C বিন্দু চার্জ 12 N. বলে বিকর্ষণ করে। যদি -4 C চার্জ প্রতিটি চার্জকে প্রদান করা হয়, তখন বল হবে-
4 N repulsive
4 N attractive
8 N repulsive
8 N attractive
- পৃথিবী থেকে V আদিবেগে এবং ভূ-পৃষ্ঠের সাথে 30° কোণে একটি রকেটকে নিক্ষেপ করা হল। ন্যূনতম বেগ কত হলে, রকেটটি পৃথিবীর অভিকর্ষ বলকে অতিক্রম করতে পারবে?
11.2 kms−111.2 kms-1
1√322.4kms−11322.4kms-1
22.4 kms−122.4 kms-1
5.6 kms−15.6 kms-1
- কোন প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট দূরে দাঁড়ানাে একটি ট্রেন 500 Hz. কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে। শব্দের দ্রুতি340 ms−1340 ms-1হলে, 10 ms−110 ms-1 দ্রুতিতে ট্রেনের দিকে দৌড়ে আসছেন এমন কোন ব্যক্তি যে কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ শুনতে পাবেন তা হল-
500 Hz, 0.70 m
500 Hz, 0.68 m
486 Hz, 0.70 m
515 Hz, 0.68 m
- কোন ব্যক্তি একটি স্থির লিফটের ভিতরে একটি সরল দোলকের পর্যায়কাল পান T. যদি লিফটটি g/3,ত্বরণে উপরে উঠতে থাকে তাহলে পর্যায়কাল হবে-
√3T3T
√32T32T
T√3T3
T3T3
- একজন ব্যক্তি 50 cm নিকটের কোন কিছু পরিষ্কার দেখতে পান না। তিনি 25 cm দুরত্বে পরিষ্কার দেখতে চাইলে কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে?
+ 2D
-2D
+ 0.5D
-0.5D
- কোনটি আয়নিক কঠিন পদার্থের উচ্চ গলনাঙ্ক হওয়ার সহায়ক?
ক্ষুদ্র আয়নিক ব্যাসার্ধ
উচ্চ আয়নিক চার্জ
উচ্চ ফর্মুলা ওজন
উচ্চ চার্জ ঘনত্ব
- নিম্নের শিল্প বিক্রিয়াগুলাের মধ্যে কোনটি ফিশার-ট্রপ পদ্ধতি নামে পরিচিত?
C2H4+H2Ni/Pt−−−→C2H6C2H4+H2→Ni/PtC2H6
CO+ H2OZn/CuO−−−−→ CO2+H2CO+ H2O→Zn/CuO CO2+H2
8CO+17H2Fe=CoMixture−−−−−−−−−→C8H18+8H2O8CO+17H2→Fe=CoMixtureC8H18+8H2O
CO+3H2Ni→ CH4+H2OCO+3H2→Ni CH4+H2O
- প্রথম ক্রম বিক্রিয়ার জন্য নিম্নের কোনটির রেখাচিত্র একটি সরল রেখা উৎপন্ন করবে? {[A] হলাে তীব্রতা এবং t হলাে সময়}
[A] vs t
In [A] vs t
1[A]vst1[A]vst
In t vs [A]
- ছয় কোঅর্ডিনেশন নম্বর এর যৌগিক মূলক এর জ্যামিতিক কাঠামাে-
সরল রৈখিক
বর্গাকার
টেট্রাহেড্রাল
অক্টাহেড্রাল
- নিম্নের কোন বক্তব্য অনুসারে একটি বিক্রিয়া সর্বনিম্ন সময়ে সাম্যাবস্থায় পৌছবে?
KcKc (সাম্য ধ্রুবক) অত্যন্ত বৃহৎ
KcKc এর মান আনুমানিক 1.0
KcKc অত্যন্ত ক্ষুদ্র
বলা সম্ভব নয়
- PH3PH3এর তুলনায় NH3NH3 উচ্চ তাপে ফোটে, কারণ NH3NH3
স্বল্প আণবিক আয়তন বিশিষ্ট
দ্বিপােল শক্তি প্রদর্শন করে
উচ্চ বন্ধন কোণ বিশিষ্ট
হাইড্রোজেন বন্ধন প্রদর্শন করে
- ফরমালডিহাইড(CH20)(CH20)এর কার্বন পরমাণুতে নিম্নের কোন সংকর অরবিটালটি ব্যবহার হয়েছে?
sp
sp2sp2
sp3sp3
d2sp3d2sp3
- নিচের কোন যৌগটি আলােক-সক্রিয়?
CH3 CH2 CH2 CH2 OHCH3 CH2 CH2 CH2 OH
(CO2H)2(CO2H)2
(CH3)2 CHOH(CH3)2 CHOH
CH3CH2(OH)CH2 CH3CH3CH2(OH)CH2 CH3
- নিচের কোনটি সঠিক আয়নিক সমীকরণ?
Cr2O2−7+H++ Fe2+→ 2Cr3+H2O+Fe3+Cr2O72-+H++ Fe2+→ 2Cr3+H2O+Fe3+
Cr2O2−7+14H++Fe2+→2Cr3++7H2O+Fe3+Cr2O72-+14H++Fe2+→2Cr3++7H2O+Fe3+
Cr2O2−7+14H++6Fe2+→2Cr3++7H2O+6Fe3+Cr2O72-+14H++6Fe2+→2Cr3++7H2O+6Fe3+
Cr2O2−7+10H++Fe2+→2Cr3++5H2O+6Fe3+Cr2O72-+10H++Fe2+→2Cr3++5H2O+6Fe3+
- কোন আণবিক গুণটি আদর্শ গ্যাস থেকে যথেষ্ট বিচ্যুতি ঘটায়?
উচ্চ আণবিক ভর
ক্ষুদ্রতর আণবিক ওজন
বৃহৎ আণবিক আয়তন
দুর্বল আন্তঃআণবিক আকষর্ণ
- 50 gm পটাসিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে প্রাপ্ত অক্সিজেনের NTP তে আয়তন হবে?
13.70 L
15.50 L
11.70 L
10.80 L
- পানির অণুতে বন্ধন কোণ 109.5° না হয়ে 104° হওয়ার কারণ:
bond pair-bond pair বিকর্ষণ
bond pair-lone pair বিকর্ষণ
lone pair-lne pair বিকর্ষণ
দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যকার বিকর্ষণ
- নিচের কোন দ্রবণটির pH মান বেশি?
0.01 MHC1
0.01 M HNO30.01 M HNO3
0.01 M HCIO40.01 M HCIO4
0.01 M CH3−COOH 0.01 M CH3-COOH
- NH4ClNH4Clযৌগের অণুতে কোন প্রকারের বন্ধনী আছে?
সমযােজী
তড়িৎ যােজী
সন্নিবেশ সমযােজী
উপরের সবগুলাে
- কোন ধারাবাহিক বিক্রিয়ার সাহায্যে গবেষণাগারে প্রােপানল-2 থেকে 1, 2- ডাইব্রোমােপ্রােপেন প্রস্তুত করা হয়-
জারনের পর হাইড্রোলাইসিস
সংযােজনের পর হাইড্রোলাইসিস
হাইড্রোলাইসিসের পর সংযােজন
নিরুদন–এর পর সংযােজন
- ইথানলকে আয়ডােইথেনে পরিণত করার সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হলো-
আয়ােডিন ও ইথানল রিফ্লাক্স করে
এসিডিও মাধ্যমে ইথানল ও পটাসিয়াম আয়ােডাইড বিক্রিয়া করে
লাল ফসফরাস, ইথানল ও আয়ােডিন রিফ্লাক্স করে
ঠাণ্ডা অবস্থায় ইথানল ও কপার (I) আয়ােডাইড বিক্রিয়া করে
- একটি বাফার দ্রবণে 0.2 মােল দুর্বল মনােবেসিক এসিড (pKa = 4.8) এবং 0.02 মােল এসিডের সােডিয়াম লবণ আছে। এর pH এর মান কোনটি-
2.8
3.8
4.8
5.5
- What kind of city will Marinnation be?
Underwater
Underground
Legendary
Marine
- What does the passage mainly discuss?
The construction of an independent city state
The uses of a city like Marinnation
The engineering feats needed for building an oceanic hyn
The inhabitants of a city built in the ocean
- The problems of Marinnation focused on here mainly
engineering
human
social
political
- What is the synonym of the word ‘akin’ used in the first paragraph of the passage?
Dissimilar
Peculiar
Similar
Familiar
- After I have studied and learned all I can, I have to take the test and ———–
null and void
sleep in
sink or swim
rant and rave
- I finally found the right key after lots of —————
ups and downs
willd fire
trial and error
hue and cry