জীবন ও বৃক্ষ: মোতাহের হোসেন চৌধুরী

জন্মসাল: ১৯০৩ খ্রিস্টাব্দ ।
মৃত্যুসাল: ১৯৫৬ খ্রিস্টাব্দ ১৮ ই সেপ্টেম্বর ।
জন্মস্থান : নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম
শিক্ষাজীবন: মাধ্যমিক: ইউসুফ হাইস্কুল , কুমিল্লা । উচ্চ মাধ্যমিক : ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। উচ্চতর শিক্ষা: বি.এ., ভিক্টোরিয়া কলেজ। এম.এ(বাংলা) ঢাকা বিশ্ববিদ্যালয়-১৯৪৩ খ্রিস্টাব্দ।
কর্মজীবন: সহকারি শিক্ষক, ইউসুফ হাইস্কুল, কুমিল্লা । প্রভাষক, ইসলামিয়া কলেজ, কলকাতা। অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ।
অন্যতম পুরোধা ব্যক্তিত্ব : মুক্তবুদ্ধি চর্চা আন্দোলন।
সাহিত্য কর্ম: প্রবন্ধ গ্রন্থ “সংস্কৃতি কথা”। দুটি অনুবাদ গ্রন্থ হলোÑ “সুখ” ও “সভ্যতা” । তাঁর রচিত অন্যতম একটি প্রবন্ধ হল- “শিক্ষা ও মনুষ্যত্ব”।

এক নজরে জীবন ও বৃক্ষ –
১। ১ম লাইন: সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া ।
২। শেষ লাইন: বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়- প্রশান্তিরও ইঙ্গিত। অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে।
৩। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা।
৪। স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ ।
৫। যা তার প্রাপ্তি তাই তার দান, কথাটি কার সম্পর্কে বলা হয়েছে?- সৃজনশীল মানুষ ও বৃক্ষ সম্পর্কে ।
৬। আত্মার উন্নতি, জীবনবোধ ও মূল্যবোধ অন্তর পরিপূর্ণ হয় কিসের দ্বারা? -সাহিত্যে ও শিল্পকলার দ্বারা ।
৭। কিভাবে আমরা জীবনের গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি? – বৃক্ষের দিকে তাকিয়ে।
৮। মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলদ্ধি হয়Ñ এটি কার মত? – রবীন্দ্রনাথের ।
৯। মোতাহের হোসেন চৌধুরীর “সুখ” গ্রন্থটি কোন গ্রন্থের অনুবাদ? – বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের অনুবাদ।

১০। Ripeness is all –কথাটি কার মুখে শুনতে পাওয়া যায়? -মহাকবির মুখে ।
১১। আত্মার উন্নতি হয় কিসে? – শিল্পকলার দ্বারা।
১২। নীরব ভাষায় গান গেয়ে শোনায় কে? – বৃক্ষ ।
১৩। নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি সম্পন্ন মানুষ কারা? -স্বল্পপ্রাণ ও স্থুল বুদ্ধির মানুষেরা।
১৪। সূক্ষ্মবিচার বিবেচনা আছে এমন জ্ঞানকে কী বলা হয়?- সূক্ষ্মবুদ্ধি বলা হয় ।
১৫। বৃক্ষের সাধনা কিসে? – ধীরস্থির ভাবের মধ্যে ।
১৬। গভীর চিত্ত মানে কী? – গভীর চিন্তাÑচেতনা সম্পন্ন ।
১৭। কে তপোবন প্রেমিক ছিলেন? -রবীন্দ্রনাথ ঠাকুর ।
১৮। মানুষকে কোনটি সৃষ্টি করে নিতে হয়? – আত্মা ।
১৯। বিজ্ঞানের অপর নাম কি? -বস্তু জিজ্ঞাসা ।
২০। শিক্ষাক্ষেত্রে কিসের অনেক মূল্য? – সাহিত্য ও শিল্পকলার ।

২১। বৃক্ষের বৃদ্ধির ইতিহাস কি? – অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত ।
২২। মোতাহের হোসেন চৌধুরীর প্রথম গ্রন্থের নাম কী? – সংস্কৃতি কথা ।
২৩। প্রশান্তির ইঙ্গিত কী?- বৃক্ষ ।
২৪। কাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়? – নদীকে ।
২৫। “সভ্যতা” কোন গ্রন্থের অনুবাদ? – ক্লাইভ বেল এর ঈরারষরুধঃরড়হ গ্রন্থের।
২৬। তপোবন অর্থ কী? – অরণ্যে ঋষির আশ্রম।
২৭। বড় মানুষদের কাছে জীবনাদর্শের প্রতীক কী? – সজীব বৃক্ষ।
২৮। ফুল ফোটা কেমন? – সহজ।
২৯। আত্মারূপ ফল কার উপভোগ্য? – স্রষ্টার।
৩০। মানুষকে বড় করে তোলা কার কাজ? – সমাজের

৩১। মানুষের সাধনা কী হওয়া উচিত নয়? – অনবরত বেয়ে চলা।
৩২। গোপন ও নীরব সাধনা কিসের অভিব্যক্ত নয়? – নদীতে
৩৩। বৃক্ষের কাজ কী? – অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া।
৩৪। আত্মাকে কিভাবে গড়ে তুলতে হয়? – মধুর ও পুষ্ট করে।
৩৫। জীবনের মানে কি? – বৃদ্ধি।
৩৬। অন্তরের পরিপক্বতা হয় কীভাবে? – সুখ-দুঃখ-বেদনা উপলদ্বির ফলে।
৩৯। অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনা উপলদ্ধি করা যায়।
৪০। রবীন্দ্রনাথের মতে মনুষ্যত্বের বেদনা উপলব্ধি হয় -নদীর গতিতে ।
৪১।Ripeness is all – কার উক্তি – Jhon Milton
৪২। লেখক প্রবন্ধে কী বোঝাতে চেয়েছেন -জীবনের তাৎপর্য।
৪৩। বৃক্ষের সাধনায় দেখতে পাওয়া যায়Ñ – বৃক্ষের বিকাশ।

গুরুত্বর্পূণ শব্দার্থ-
স্থূলবুদ্ধি – সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন।
জবরদস্তিপ্রিয় – গায়ের জোরে কাজ হাসিলে তৎপর ।
বুলি – এখানে গৎ-বাধা কথা হিসেবে ব্যবহৃত ।
জীবনাদর্শ – জীবনে অনুকরণের উপযুক্ত মহৎ ও শ্রেষ্ঠ দিকগুলো ।
তপোবন – অরণ্যে ঋষির আশ্রম ।
নতি – অবনত ভাব ।
গূঢ় অর্থ – প্রচ্ছন্ন গভীর তাৎপর্য ।
সৃজনশীল – নির্মাণ সৃষ্টিতে তৎপর ।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 14 =