চাষার দুক্ষ: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কিত তথ্য-
জন্ম – ৯ই ডিসেম্বর, ১৮৮০ খ্রিস্টাব্দ।
মৃত্যু – ৯ই ডিসেম্বর, ১৯৩২ খ্রিস্টাব্দ।
জন্মস্থান – রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে।
তাঁর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ: অবরোধবাসিনী (১৯২৮ খ্রি.)
পরিচিত – বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে।
লেখা প্রকাশিত হতো – মিসেস আর.এস. হোসেন নামে।

সাহিত্যকর্ম ও অবদান-
কাব্যগ্রন্থ : মতিচূর (১ম খণ্ড: ১৯০৪, ২য় খণ্ড: ১৯২২) ও অবরোধবাসিনী (১৯৩১)।
উপন্যাস : পদ্মরাগ (১৯২৪), সুলতানার স্বপ্ন বা ইংরেজী ‘Sultana’s Dream’.

তাঁর মূল পরিচয় : মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ।
যে পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়: নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায়।
তিনি প্রতিষ্ঠা করেন : সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল-কলকাতায়, ১৬ই মার্চ ১৯১১ খ্রিস্টাব্দে।
নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে- আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন-১৯১৬ খ্রিস্টাব্দে। বিবিসির জরিপকৃত (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তাঁর অবস্থান-৬ষ্ঠ।

সাহিত্যকর্ম থেকে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা-
০১. “অবরোধবাসিনী” গ্রন্থের মূল সুর- অবরুদ্ধ নারীর মর্মান্তিক জীবনকথা।
০২. অবরোধের চিত্র তুলে ধরা হয়েছে-৪৭টি।
০৩. ৪৭টি অবরোধ চিত্র রোকেয়া উল্লেখ করেছেন-“ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসিকান্না’ বলে।
০৪. ‘অবরোধবাসিনী’ প্রকাশিত হয় ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার ‘মহিলা’ পাতায় ১৯২৮-১৯৩০ সাল পর্যন্ত। গ্রন্থাকারে প্রকাশ ১৯৩১ সাল
০৫. কোনো মুসলিম নারী কর্তৃক রচিত প্রথম উপন্যাস-পদ্মরাগ।
০৬. পদ্মরাগের মূল কথা-‘অসাম্প্রদায়িকতা’(হিন্দু-মুসলিম-ব্রাহ্ম-খ্রিস্টান একই মাতৃগর্ভজাত)।
০৭. পদ্মরাগে প্রেম চিত্র আছেÑ লতিফ ও সিদ্দিকার।
০৮. পদ্মরাগ উৎসর্গ করা হয়Ñরোকেয়ার জ্যৈষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে ।

এক নজরে চাষার দুক্ষ-
০১. প্রথম লাইনঃ এই পৃথিবীতে একস্থান আছে প্রথম লাইন- “ক্ষেতে ক্ষেতে পুইড়া মরি, রে ভাই পাছায় জোটে না ত্যানা’
০২. দেড়শত বছর পূর্বে ভারতবাসী অসভ্য ছিল, বর্বর ছিল ।
০৩. এখন আমাদের সভ্যতা ও ঐশ্বর্য রাখিবার স্থান নাই ।
০৪. চাষাই সমাজের মেরুদণ্ড।
০৫. পাছায় জোটে না ত্যানা! ইহা ভাবিবার বিষয় নহে কি?
০৬. নবাবী চাল বলতে বুঝানো হয়েছে?- অলস সময় কাটানো।
০৭. একটি চাউল পরীক্ষা করিলেই হাঁড়িভরা ভাতের অবস্থা জানা যায় ।
০৮. টাকায় ৮ সের সরিষার তৈল ছিল, আর টাকায় ৪ সের ঘৃত ।
০৯. ‘পখাল ভাত’ অর্থ কী?- পান্তাভাত ।
১০. অভ্রভেদী বাড়িটি কয় তলা?- পাঁচ তলা ।
১১.‘দেড়শ বছর পূর্বে ভারতবাসী বর্বর ছিল ’ এটি কী রকম কথা? – শোনা কথা।
১২. কখন থেকে আমরা সভ্য থেকে সভ্যতর হচ্ছি? – দেড়শ বছর আগে থেকে।

১৩. কী পৃথিবীকে সর্বসান্ত করেছে? – ইউরোপের মহাযুদ্ধ।
১৪. জমিরনের মাথায় কতটুকু তেল লাগাত? – আধ পোয়াটাক ।
১৫. একটি এন্ডি কাপড় কয় বছর টেকে? – ৪০ বছর ।
১৬. ‘ধান্য তার বসুন্ধরা যার’ কথাটি কার? – রবীন্দ্রনাথ ঠাকুরের ।
১৭. কে সহজে ছাড়বার পাত্র নয়? – লর্ড কারমাইকেল।
১৮. ‘সভ্যতা বিস্তারের সাথে কি বিলুপ্ত হচ্ছে? – দেশি শিল্প সমূহ ।
১৯. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কাকে ইংরাজ বাচ্চা বলা হয়? – লর্ড কারমাইকেল ।
২০. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ভারতের কয়টি রাজ্যের কথা উল্লেখ আছে? – চারটি।
২১. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন কবির নাম আছে? – রবীন্দ্রনাথ ঠাকুরের ।
২২. কণিকা রাজ্য কোথায় অবস্থিত? – পূর্ব উড়িষ্যায় ।
২৩. কৃষকের খাদ্য অভাবের উত্তর কে দিয়েছেন? – রবীন্দ্রনাথ ঠাকুর।
২৪. এন্ডি কাপড়ের অপর নাম কী? – আসাম সিল্ক ।
২৫. চাষার দুক্ষু প্রবন্ধে উল্লেখিত ট্রামের ভাড়া কত? Ñ পাঁচ পয়সা।

২৬. ‘চাষার দুক্ষু’ রচনার আলোচ্য বিষয় কী? – চাষার দারিদ্র্য ।
২৭. কোন রাজ্যের মানুষ শুঁটকি মাছকে পরম উপাদেয় বলত? – কণিকা রাজ্যে।
২৮. পূর্ব ঐতিহ্য ফিরিয়ে আনার উপায় কী? -দেশি শিল্প।
২৯. জুট মিলের কর্মচারীদের মাসিক বেতন কত? – ৫০০-৭০০ টাকা।
৩০. ধান ও পাটের জন্য কোন জেলা প্রসিদ্ধ? – রংপুর।
৩১. এক টাকায় ৮ সের সরিষার তেল পাওয়া যেত কত বছর পূর্বে? – ৫০ বছর।
৩২. বিলাসিতার অপর নাম – সভ্যতা।
৩৩. বিহারের কৃষকরা কি জন্য পতœী কন্যা বিক্রয় করত? – দুই সের খেসারীর জন্য ।
৩৪.‘চাষার দুক্ষু’ প্রবন্ধে উল্লেখকৃত বঙ্গের তৎকালীন গভর্নর কে ছিলেন? – লর্ড কারমাইকেল।
৩৫. আসাম ও রংপুরের কৃষক স্ত্রীরা কোন শিল্পে একচেটিয়া ছিল? – এন্ডি কাপড় তৈরী শিল্পে ।

গুরুত্বর্পূণ শব্দার্থ-
 ছেইলা – ছেলে।
 পৈছা – স্ত্রী লোকের মনিবন্ধনের প্রাচীন অলঙ্কার ।
 দানা – খাদ্য অর্থে ব্যবহৃত।
 অভ্রভেদী – ‘অভ্র’ আকাশের প্রতিশব্দ। অভ্রভেদী অর্থ আকাশচুম্বী
 ট্রামওয়ে – ট্রাম চলাচলের জন্য রাস্তা ।
 বায়স্কোপ – চলচ্চিত্র, ছায়াছবি, সিনেমা ।
 মহীতে – পৃথিবীতে ।
 টোকা – সুতা পাকাবার যন্ত্র ।
 এণ্ডি – মোটা রেশমী কাপড়।
 বেলোয়ারের চুড়ি – উৎকৃষ্ট কাচে প্রস্তুত চুড়ি ।
 কৌপিন – ল্যাঙ্গট, লজ্জা নিবারনের জন্য পরিধেয় সামান্য বস্ত্র।

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =