Medical Admission Question Solution 2020

Medical admission question solution 2020 posted after held the MBBS or dental or medical admission examination. Medical admission question 2020 are held in March 02, 2021 for epidemic COVID-19 issues. Actually this is the admission test of 2020.

Medical or MBBS or Dental admission is the procedure to select students for medical college of Bangladesh. Directorate General of Medical Education (DGME) is responsible organization to arrange this examination test and publish result.

Medical Admission Question Solution 2020

Previous question is very very important to learn more about question pattern. Sometime, few number of question are repeated by the authority.  That’s why I have collect the medical admission question solution 2020 and posted under medical admission question bank solution in admissionlearning.com. lets follow medical admission question solution 2020 part by part.

Medical Admission Question Solution: General Knowledge Part

১। প্রথম জাতীয় সংসদ নির্বাচন= 7 ই মার্চ ১৯৭৩
২। ১০ নং সেক্টরের অধীনে ছিল= নৌ-কমান্ড
৩। পদ্মা সেতুর দৈর্ঘ্য= ৬.১৫ কিলোমিটার
৪। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য= জাগ্রত চৌরঙ্গী
৫। স্মৃতিসৌধের ভাস্কর্য = সৈয়দ মইনুল হাসান
৬। বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী= w.h. ওডারল্যান্ড
৭। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়= ভুটান
৮। সাবাস বাংলাদেশ= নিতুন কুন্ডু
৯। একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দেয়= ১৭ মে ১৯৯৯
১০। পাকিস্তানি জাহাজে নৌ পথে কোন ধরনের অপারেশন চালানো হয়= অপারেশন জ্যাকপট

Medical Admission Question Solution: Biology Part

১। ম্যাক্রোফেজ তৈরি হয়= মনোসাইট থেকে
২। গলগি বডি কোনটা সংশ্লেষ করে না/কাজ নয়?= রাইবোজোম
৩। গবলেট কোথায় থেকে ক্ষরিত হয়= মিউকোসা
৪। আমিষ পরিপাকের এনজাইম= পেপসিন
৫। সবচেয়ে বড় পর্ব= আর্থোপোডা
৬। ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিরোধ= ইন্টারফেরন
৭। রক্তের প্রকৃতি= সামান্য ক্ষারীয়
৮। উদ্ভিদ দ্রুত শোষণ করে কোন আয়ন= NO3-
৯। দুধের ডাইস্যাকারাইড= ল্যাক্টোজ
১০। হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম কোনটা দিয়ে= লুপিং
১১। অগ্নাশয়ে কোন এনজাইম থাকে না= টায়ালিন
১২। প্রশ্বাসে বায়ুতে কার্বনডাইঅক্সাইড= ০.০৪%
১৩। কম তাপমাত্রায় সংরক্ষিত হয়= বীজ
১৪। বহিক্ষরা নয় কোনটা?= থাইরয়েড
১৫। মাথার খুলি তে কয়টি আস্থি= ২৯

Medical Admission Question Solution 2020

১৬। গ্রোথ হরমোন তৈরি= পিটুইটারিই হবে (তৈরি ক্ষরণ দুইটাই পিটুইটারি)
১৭। ঘাস ফড়িং এর রক্ত কণিকা কোনটা= হিমোসাইট
১৮। Attenuated vaccine= BCG
১৯। ফসফোলিপিড কোনটা= লেসিথিন
২০। নেমাটোসিস্টে কি থাকে /হাইড্রার বিষাক্ত তরল= হিপনোটক্সিন
২১= যকৃতের কোন খন্ডে পিত্তথলি= ডান খন্ডে
২২। Algae অযৌন জনন= স্পোর
২৩। কুড়ি তৈরি হয়= গোলাপ
২৪। ইন্সুলিন কিভাবে তৈরি হয়?= DNA Recombination
২৫। ক্রেবস চক্র= মাইট্রোকন্ড্রিয়া
২৬। মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসম থাকে?= ৪৪
২৭। পানিতে অদ্রবণীয় প্রোটিন – গ্লুটেলিন
২৮। ভ্রূণে RBC= প্লীহা
২৯। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান= কাইটিন
৩০। অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইড আসে= ব্যাপন/Diffusion প্রক্রিয়ায়
৩১। অস্থি ও পেশির জোড়া লাগায় কে – টেনডন

Medical Admission Question Solution: English Part

1. Synonym of unwavering= steady
2. Present Perfect Tense= “I have just seen Mahia”
3. Spelling= sovereignty
4. Which pair of word is synonymous?= acclimatize -accustom
5. Correct sentence= You have to cut down your expenditure
6. Are you an early riser? here early= adjective
7. Look up the word in the dictionary.
8. What is the antonym of “Laud”= abhor
9. I have not heard for him= For a long time
10. A good teacher discovers the hidden= treasure each student –inside
11. Correct spelling= entrepreneur
12. Masculine of bee= drone
13. Bizarre antonym= normal

Medical Admission Question Solution: Chemistry Part

১। সাইট্রিক এসিডেড় পি এইস= 3.14
২। কয়লায় যেটি থাকা খারাপ= সালফার
৩। প্রবেশ্যতা বেশি= গামা রে
৪। ইলেকট্রন সমান= আয়নিক বন্ধন
৫। pH বেশি= 0.1M H2CO3
৬। ফটোকেমিক্যাল স্মাগে এ থাকে না?= CFC
৭। ঋণাত্মক প্রভাবক= গ্লিসারিন
৮। ডিনামাইট= নাইট্রোগ্লিসারিন
৯। রক্তের বাফার= NaHC03- H2c03
১০। d অরবিটাল এ e আছে = স্ক্যান্ডিয়াম
১১। ভূ-পৃষ্ঠে প্রচুর= অ্যালুমিনিয়াম
১২। সহজে বিক্রিয়া করে না = গাল্ডে
১৩। বেশি অম্লীয়= P205
১৪। গলনাংক কম= AgI
১৫। সমজোজী বন্ধনে ইলেকট্রন এর প্রতি আকর্ষণ বেশি= ব্রোমিন

Medical Admission Question Solution 2020

১৬। অসম্পূর্ণ দহনে তৈরি হয়= CO
১৭। ঋণাত্মক প্রভাবক= গ্লিসারিন
১৮। ডিনামাইট= নাইট্রোগ্লিসারিন
১৯। রক্তের বাফার= NaHCO3- H2CO3
২০। ব্যাসার্ধ ছাটে = Be++
২১। মেজারিং সিলিন্ডার 3.6 x 10^24
২২। পানির বাষ্পচাপ(100ডিগ্রি সে.)- 760
২৩। গলনাংক কম – Agl
২৪। Fe নলে অ্যাসিটিলিন থেকে কী উৎপন্ন হয়? –বেনজিন
২৫। 500 ml 0.5 M HCI CP 0.1 M Po ml HCI বানানো যাবে?- 2500

Medical Admission Question Solution: Physics Part

১। ৭৫ কেজি ব্যক্তির চাদে ভর -৭৫ কেজি
২। 200v-40w – ০.২
৩। সরল দোলকের সর্বোচ্চ কোন – ৪ ডিগ্রী
৪। নিউট্রন তারকা পরিণত – ব্লাকহোল
৫। আলোর দ্রুতিতে বস্তু চললে ওজন – অসীম
৬। 15W কাজ – ১ সেকেন্ডে ১৫ জুল
৭। কাজ এর কোন ০ হলে – কাজ সর্বোচ্চ
৮। পাইরোমিটার – বিকিরণ
৯। ডায়োড – Ac to Dc
১০। ধূলিকণায় হাইড্রোজেন -৭৫%

Medical Admission Question Solution 2020

১১। ভর 2কেজি উচ্চতা 10 মি ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি – Blank
১২। শিশিরাঙ্ক হলো- তাপমাত্রা
১৩। বেগ ১২ ms-1 ও ভর 10 Kg হলে Momentum – 120
১৪। স্থির তাপমাত্রায় কোন প্যারামিটার ধ্রুব – গতিবেগ শক্তি
১৫। পরমাণুর ব্যাস -10^-8 সে.মি.
১৬। এক্টিভেশন শক্তি নির্ণয়ে কোনটা সহায়ক -সংঘর্ষের হার
১৭। কোন বস্তুকে উপরে উঠাতে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে – মধ্যাকর্ষণ
১৮। শ্রাবতার সীমা – Odb
১৯। সূর্যোদয়ের দিকে ১২ কিমি যাওয়ার পর উত্তর দিকে ৫ কিমি গেলে, স্থানচ্যূতি কত?-১৩
২০। স্কেলার কোয়ান্টিটি আর গ্র্যাডিয়েন্ট এর সম্পরক কি – Not sure

In Conclusion

In last part of medical admission question solution 2020, if want ask any question about this medical admission question bank solution? You ask us by submitting a comments or official Facebook page and Facebook group. Keep in touch to get latest admission question solution and admission news. We are ready to help you.

নিজের সুবিধামত পড়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখুন

2 thoughts on “Medical Admission Question Solution 2020”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 7 =